ছোট বাচ্চাদের পায়ে ব্যথার কারণ চিকিৎসা ও প্রতিকার
- ছোট বাচ্চাদের পায়ে ব্যথার কারণ
- বাচ্চাদের পায়ে ব্যথার বৈশিষ্ট্য
- কোন সময় শিশুকে চিকিৎসকের কাছে নেওয়া জরুরি
- বাচ্চাদের পায়ে ব্যাথার চিকিৎসা
- ছোট বাচ্চাদের পায়ে ব্যথার প্রতিকার
- উপসংহার
- প্রতিদিন ব্যাথার তীব্রতা একই রকম থাকে না।
- কয়েক ঘন্টা ব্যথা থাকে তারপরে সাধারণত শিশু ঘুমিয়ে যায়। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে যাবার পর আর কোন ব্যথা থাকে না।
- এই ব্যথার জন্য শিশুর হাঁটাচলা বা দৈনন্দিন কাজে কোন সমস্যা হয় না।
- সারাক্ষণই ব্যথা থাকলে
- ব্যথার তীব্রতায় শিশু হাঁটতে না পারলে বা খুঁড়িয়ে হাঁটলে।
- যেকোনো এক পায়ে বা হাতে ব্যথা হলে।
- সকালে ঘুম থেকে ওঠার পর ব্যথা থাকলে।
- গিরা ব্যথা বা গিরা ভুলে গেলে।
- আঘাতের চিহ্ন থাকলে।
- ব্যথার সঙ্গে জ্বর র্যাস বা চামড়ার নিচে রক্ত জমাট বাধার জন্য কালো দাগ দেখা দিলে।
- খাবারে তীব্র অরুচি বা প্রতিনিয়ত ওজন কমে যেতে থাকলে।
- শিশু দৈনন্দিন কাজ করতে না পারলে বা অতিরিক্ত দুর্বল হয়ে গেলে।
- হালকা ম্যাসাজ করুন শিশুর পায়ে।
- কুসুম গরম পানিতে লবণ দিয়ে শেক দিলে শিশু আরাম পায়।
- ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ শিশুকে খেতে দিন।
- অথবা ব্যথা কমানোর স্প্রে বা মলম ইত্যাদি যদি লাগান তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া লাগাবেন না।
- আপনার সন্তান যদি তার পায়ের ব্যথার কথা আপনাকে জানাই তবে আপনি তাকে ঢিলেঢালা ও আরামদায়ক জুতা পরতে উপদেশ দিন।
- আপনার বাচ্চা যখন ভালো বোধ করবে এবং তার ব্যথা কমে যাবে তখন তাকে হালকা থেকে মাঝারি শারীর সার্বিক ক্রিয়া কালাপের সাথে যুক্ত রাখুন।
- শিশুর ডায়েটের দিকে মনোযোগ দিন কারণ কখনো কখনো আপনার বাচ্চার পুষ্টির ঘাটতির কারণে অসুস্থতা দেখা দেয়।
- বাচ্চার আয়রন গ্রহণের পরিমাণ বাড়ান কারণ দেহের অধিকার বিভিন্ন স্বাস্থ্য সমস্যা গুলি দূরে রাখতে সাহায্য করে।
- পায়ে ব্যথাটা যদি না কমে এমনকি কয়েক দিন বা আরো বেশি সময়ের পরেও না কমে তবে এর জন্য আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
- অবিরত চাপের কারণে যদি পায়ের পাতায় ব্যথা হয় তবে বিশ্রাম, বরফ, কম্প্রেশ্ন, আপনাকে আপনার বাচ্চার পায়ে যন্ত্রণার যত্ন নেওয়ার ক্ষেত্রে বেশ কয়েক ঘন্টা পর্যন্ত সহায়তা করতে পারে।
আজকে আমরা জানবো ছোট বাচ্চাদের পায়ে ব্যথার কারণ চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে। সাধারণত শিশুদের পায়ের ব্যথা নানা কারণে হতে পারে। আপনার বাচ্চার প্রতিরাতে কি পায়ে ব্যথা হয় যন্ত্রণায় ছটফট করে তবে আর দেরি না করে চলুন জেনে নি ছোট বাচ্চাদের পায়ে ব্যথার কারণ চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে।
পায়ে ব্যথা নানা কারণে হতে পারে দিনভর হুটোপটি কিন্তু রাত হলে পায়ে ভীষণ যন্ত্রণা, যন্ত্রণা কমানোর জন্য চলুন জেনে নেওয়া যাক ছোট বাচ্চাদের পায়ে ব্যাথার কারণ চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে।
পেইজ সূচিপত্রঃ ছোট বাচ্চাদের পায়ে ব্যথার কারণ চিকিৎসা ও প্রতিকার
ছোট বাচ্চাদের পায়ে ব্যথার কারণঃ
ছোট বাচ্চাদের পায়ে ব্যথার প্রধান কারণ হলো গ্রোইং পেন। তিন বছর বয়স থেকে সাধারণত এটি শুরু হয়ে থাকে এবং.১০ থেকে ১২ বছর বয়স পর্যন্ত হয়ে থাকে। তবে তিন থেকে ছয় বছর বয়সী শিশুদের মধ্যে বেশি দেখা যায় পা ব্যথা। এর কারণ হিসেবে খুব বেশি তথ্য পাওয়া যায় নি। ধারণা করা হয়ে থাকে সারা দিনের খেলাধুলা দৌড়ঝাপের কারণে পায়ের মাংসপেশিতে চাপ পড়ে শিশুদের। আবার কিছু কিছু শিশুর একদমই ব্যথা সহ্য করতে পারে না। তাদের মধ্যে এই পায়ে ব্যথার প্রবণতা বেশি দেখা যায়।
আরো পড়ুনঃ
শিশুদের পায়ে ব্যথার বৈশিষ্ট্যঃ
সন্ধ্যা বা রাতের শুরুতে শিশু পায়ে ব্যাথার কথা বলে। সাধারণত দুই পাশের উরু ও পায়ের মাংসপেশীতে কামড়ে ধরে আছে বা চিবাচ্ছে এরকম ব্যথা হয়। কখনো কখনো ব্যথার তীব্রতা এত বেশি থাকে যে রাতের ঘুম ভেঙে যায়।
কোন সময় শিশুকে চিকিৎসকের কাছে নেওয়া জরুরিঃ
বাচ্চাদের পায়ে ব্যাথার চিকিৎসাঃ
ভিটামিন ডি এর অভাব থাকলেও অনেক শিশুর পায়ে ব্যথা হতে পারে। তাই শিশুর হাত পায়ের ব্যথায় একেবার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ঘরোয়া কিছু ব্যবস্থা নিলে শিশুরা এই ব্যথা থেকে আরাম পায় এবং ব্যথা কমে যায়।
আরো পড়ুনঃ
ছোট বাচ্চাদের পায়ে ব্যথার প্রতিকারঃ
যন্ত্রণার চিকিৎসার জন্য যদি আপনার ডাক্তার আপনার বাচ্চাকে কিছু ওষুধ চাই তবে সেগুলো সময়মতো আপনার শিশু না সেদিকে রাখুন। আপনার বাচ্চাটিকে কোনরকম অফার দেখাও তার ওষুধগুলি দেবেন না আপনি যদি কোন রকম ওষুধ আপনার বাচ্চাকে দিতে চান তবে সে ব্যাপারে আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত।
আরো পড়ুনঃ
উপসংহারঃ ছোট বাচ্চাদের পায়ে ব্যথার কারণ চিকিৎসা ও প্রতিকার
পরিশেষে আমি বলতে চাই যে, পায়ে ব্যথা শিশুদের মধ্যে খুব সাধারণ একটা ব্যাপার এবং এটি বিভিন্ন কারণে হয়ে থাকে। এবং যন্ত্রণার কারণ কি বের করতে হলে আপনাকে একজন ভালো ডাক্তারের কাছে বাচ্চাকে নিয়ে যেতে হবে। কারণ শুধুমাত্র গ্লোয়িং পেনের কারণে আপনার বাচ্চার পায়ের পাতা ব্যথা হতে পারে না কখনো কখনো আবার কিছু অন্তর্নিহত চিকিৎসা জনিত পরিস্থিতির কারণেও যন্ত্রণার উদয় হতে পারে। ছোট বাচ্চাদের পায়ে ব্যাথার কারন চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে জানতে হলে আমাদের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। আমরা আশা করছি এই আর্টিকেলটি থেকে আপনি এ রোগের কারণ চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবেন। ধন্যবাদ
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url