নামাজ পড়ার নিয়ম - পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচী

আসসালামু আলাইকুম, ঈমানের পর সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ। প্রিয় পাঠক বন্ধুরা আপনারা যারা আজকে জানতে চেয়েছেন নামাজ পড়ার নিয়ম - পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচী আমাদের আজকের আর্টিকেলটি তাদের জন্য। আমরা কমবেশি প্রায় সকলেই নামাজ পড়ি কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা অনেকেই নামাজ পড়তে সঠিকভাবে জানিনা। তাই আপনাদের সুবিধার্থে আজকে আমাদের এই আর্টিকেলে আমরা আপনাদের জানাবো নামাজ পড়ার নিয়ম - পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচী।

নামাজ পড়ার নিয়ম - পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচী

নামাজ পড়ার পূর্বে কিছু আহকাম রয়েছে যা আপনাকে অবশ্যই পালন করতে হবে। সেজন্য প্রিয় পাঠক বন্ধুরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নিয়ম সম্পর্কিত লেখায় আপনাকে স্বাগতম। আজকে আমাদের আর্টিকেলের এই পর্বে আমরা আপনাদের জানাবো নামাজ পড়ার নিয়ম - পাঁচ ওয়াক্ত নামাজের সময়।

ভূমিকাঃ

নামাজ মূলত ফার্সি শব্দ। এটি আরবি শব্দ সালয়াদ বা সালাহ থেকে এসেছে আরবি আসসালাত এর অর্থ হল দোয়া প্রার্থনা প্রশংসা বা আশীর্বাদ। ইসলামের পাঁচটি স্তম্ভের দ্বিতীয় হল নামাজ। নামাজ ইসলামের প্রধান ইবাদত। ঈমানের পর মানুষের প্রতি প্রথম নির্দেশনাও নামাজ দ্বীনের নির্ধারিত পাঁচ সময়ে নামাজ পড়া ফরজ এবং এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় ও নির্ধারিত করা আছে।

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্যই ফরজ। সেজন্য নামাজের সঠিক নিয়ম জানা এবং পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচী জানা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আজকের আর্টিকেলের এই পর্যায়ে আমরা আপনাদের জানাবো নামাজ পড়ার নিয়ম - পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচী।

নামাজের পূর্বের আহকামঃ

নামাজ পড়ার পূর্বে কিছু আহকাম রয়েছে যা আমাদের প্রত্যেকেই অবশ্যই পালন করতে হবে। আমাদের আজকের আর্টিকেলের এই পর্বে আমরা আপনাদের জানাবো নামাজের পূর্বের আহকাম গুলো। চলুন নিম্নে জেনে নেওয়া যাক নামাজের পূর্বে আহকাম-

নামাজ পড়ার পূর্বে অবশ্যই আপনাকে পবিত্র হতে হবে। হোক সেটা অজু বা গোসল করার মাধ্যমে।

  • পাকপবিত্র কাপড় পরিধান করতে হবে।
  • সতর ঢাকতে হবে।
  • পাক ও পরিষ্কার স্থানে নামাজ পড়তে হবে।
  • অবশ্যই কেবলা মুখ হয়ে নামাজ পড়তে হবে।
  • কোন মাকরুহ ওয়াক্তে নামাজ পড়লে নামাজ হবে না।

পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নিয়মঃ

প্রত্যেক মুসলমান নারী ও পুরুষের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। আমাদের মধ্যে অনেকেই আমরা জানি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নিয়ম। সেজন্য আমাদের আজকের আর্টিকেলের এই পড়বে আমরা আপনাদের জানাবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নিয়ম সম্পর্কে। জেনে নেওয়া যাক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নিয়ম-

পাঁচ ওয়াক্ত নামাজগুলো হলোঃ

  • ফজর
  • জোহর
  • আসর
  • মাগরিব
  • এশা

ফজরের নামাজ পড়ার নিয়মঃ

ফজরের নামাজের প্রথমে দুই রাকাত সুন্নত ও পরে দুই রাকাত ফরজ নামাজ পড়তে হয়। চলুন আমরা ফজরের নামাজের নিয়ম গুলো জেনে নেই-

ফজরের দুই রাকাত সুন্নত নামাজের নিয়তঃ

" নাওয়াইতো আন ওছালিয়া লিল্লাহি তায়ালা রকাতই সালাতুল ফাজরি সুন্নাতুল রাসূলিল্লাহি তায়ালা মোতাওয়াত জিহান ইলাজিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার"

ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়ার নিয়মঃ

  • সর্বপ্রথম অজু করে কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে এবং নিয়ত করতে হবে।এরপর আল্লাহু আকবার বলে তাকরিমে তাহরিমা অর্থাৎ হাত বাঁধতে হবে এরপর মনে মনে সানা পড়তে হবে।
  • এরপর আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করবেন। এরপর আবার বিসমিল্লাহ বলে একটি ছোট সূরা পড়বেন। অবশ্যই এটা নিঃশব্দে পড়তে হবে।
  • আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে পাঠ করবেন সুবহানাল্লাহ রাব্বিয়াল আজিম কমপক্ষে ৩ বার পাঠ করবেন এবং বেশিরভাগ করলে বেজোড় সংখ্যক পাঠ করবেন।
  • এরপরে সামি আল্লাহ লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়ানোর পর বলবেন রাব্বানা লাকাল হামদ।
  • এরপর আল্লাহু আকবার বলে সেজদাতে চলে যাবেন।খেয়াল রাখবেন সবার আগে হাঁটুর জমিনে লাগবে এরপর দুই হাত এবং পড়ে নাক ও কপাল।
  • সেজদায় গিয়ে বলবেন সুবাহান আল্লাহ রাব্বিয়াল আলা।
  • সর্বনিম্ন ৩ বার সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করে আল্লাহ বলে বসবেন। ২-৩ সেকেন্ড অপেক্ষা করে আবারও আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদা করবেন।
  • এবার প্রথম রাকাতের মত আবারো নিঃশব্দে সূরা ফাতিহা ও অন্য সূরা পাঠ করবেন এবং রুকু ও সেজদা করবেন।
  • আল্লাহু আকবার বলে বসবেন এই বসাকে বলে "আখেরি বৈঠক"
  • এখন আপনি তাশাহুদ পাঠ করবেন।
  • তাশাহুদ পাঠের পর দুরুদে ইব্রাহিম পাঠ করবেন।
  • এরপর দোয়ায়ে মাসুরা পাঠ করবেন।
  • দোয়ায়ে মাসুরা পাঠ শেষ হলে ডান দিকে সালাম ফিরাবেন আর বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
  • অতঃপর বামদিকে একই বাক্য পাঠ করে সালাম ফিরাবেন।
  • প্রিয় পাঠক বৃন্দ এভাবে আপনি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করবেন।

ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়ার নিয়মঃ

" নাওয়াইতো আন ওছালিয়া লিল্লাহি তায়ালা রকাতই সালাতুল ফাজরি ফারজুল্লাহ হি  তায়ালা মোতাওয়াত জিহান ইলাজিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার"

  • নিয়ত করার প্রথমে যেভাবে দুই রাকাত সুন্নত নামাজ পড়েছেন এটাও একইভাবে পড়বেন কিন্তু কিছু পরিবর্তন আছে।
  • (এক ) এই নামাজের নিয়ত হতে হবে ফজরের ফরজ নামাজের।
  • দুই ) নামাজের তেলাওয়াত অর্থাৎ সূরা গুলো উচ্চস্বরে পাঠ করবেন।
  • তিন )যেভাবে সুন্নত নামাজের সবগুলো তাজবিহ আদায় করেছেন এখানেও সেভাবে তাসবিহ আদায় করবেন।

জোহরের নামাজ পড়ার নিয়মঃ

  • জোহরের নামাজের প্রথম চার রাকাত সুন্নত
  • এরপর চার রাকাত ফরজ
  • তারপর দুই রাকাত সুন্নত
  • তারপর দুই রাকাত নফল

যোহরের প্রথম চার রাকাত সুন্নত নামাজ পড়ার নিয়তঃ 

"নাওয়াইতো আন ওছালিয়া লিল্লাহি তায়ালা আরবা রাগ আতি সালাতিস জহুরি সুন্নাতু রাসুলুল্লাহি তায়ালা মোতাও জিহান ইলাজিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার"

যেভাবে আপনি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ পড়েছেন ঠিক একইভাবে একই তরিকায় জোহরের চার রাকাত সুন্নত নামাজ পড়তে হবে. কিছু ক্ষেত্রে একটু পার্থক্য আছে।

প্রথমে দুই রাকাত নামাজে আখেরি বৈঠকে শুধু তাশাহুদ পাঠ করবেন।

তাশাহুদ পাঠ করে আল্লাহ বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন এবং পূর্বের শেখানো নিয়ম অনুসারে আবার নামাজ শুরু করবেন।

উল্লেখ্য যে এই চার রাকাত নামাজে প্রতিবার সূরা ফাতিহা পাঠ করার পর অন্য একটি সূরা পাঠ করতে হবে।

চতুর্থ রাখাতে শেষ বৈঠকে পূর্বের ন্যায় দুরুদ ও দোয়ায়ে মাসুরা পাঠ করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন।

যোহরের চার রাকাত ফরজ নামাজের নিয়তঃ

যোহরের প্রথম চার রাকাত সুন্নত নামাজ পড়ার নিয়ত:" নাওয়াইতো আন ওছালিয়া লিল্লাহি তায়ালা আরবা রাগ আতি সালাতিস জহুরি ফারদুল্লাহি তাআলা  মোতাও জিহান ইলাজিহাতিল কাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার"

যেভাবে আপনি জোহরের চার রাকাত সুন্নত নামাজ পড়েছেন ঠিক একইভাবে আপনাকে জোহরের চার রাকাত ফরজ নামাজ পড়তে হবে তবে কিছু পার্থক্য রয়েছে এর মধ্যে।

  • ফরজ নামাজ পড়ার পূর্বে ইকামত দিতে হবে।
  • নিয়ত ফরজ নামাজের করতে হবে।
  • নিঃশব্দে তেলাওয়াত করতে হবে।
  • জোহরের ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতের তেলোয়াতে শুধু সূরা ফাতিহা পাঠ করবেন অন্য কোন সূরা পাঠ করবেন না।
  • চতুর্থ রাকাতের শেষ বৈঠকে দোয়া গুলো পাঠ করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন।

পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচী:

উপসংহার:

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url