অল্প বয়সে চুল পাকার কারণ চিকিৎসা ও প্রতিকার
আসসালামু আলাইকুম, প্রিয় পাঠক বন্ধুরা আমাদের আর্টিকেলের আজকের এই পর্বে আমরা আপনাদের জানাবো অল্প বয়সে চুল পাকার কারণ চিকিৎসা ও প্রতিকার। আপনার শরীরে যদি ভিটামিন বি ১২, ভিটামিন-৬ বায়োটিন, ভিটামিন ডি ৩, ভিটামিন ই আয়রন ও কপার এর ঘাটতি থেকে থাকে তবে আপনার অল্প বয়সে চুল পাকতে পারে। আবার আপনি যদি থাইরয়েডের সমস্যা এবং কোন রোগ প্রতিরোধ ক্ষমতা জনিত রোগে ভুগে থাকেন তবে আপনার অল্প বয়সে চুল পাকতে শুরু করবে।
আমাদের মধ্যে অনেকেরই অল্প বয়সে চুল পেকে যায়। এতে করে আমরা বিবৃত কর বোধ করি আবার কেউ কেউ আশঙ্কা করেন যে তারা কোন বড় রোগে আক্রান্ত হয়েছে। সেজন্য আমাদের আর্টিকেলের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো অল্প বয়সে চুল পাকার কারণ চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে।
সূচিপত্রঃ অল্প বয়সে চুল পাকার কারণ চিকিৎসা ও প্রতিকার
ভূমিকাঃ
একটা সময় সকলেরই চুল পাকা শুরু করে কিন্তু অল্প বয়সে চুল পাকা দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। আমাদের মধ্যে অনেকেরই চুল পাকা শুরু হয় অল্প বয়স থেকেই। অতিরিক্ত স্ট্রেস এবং শরীরে পুষ্টির অভাব থেকেও চুল পেকে যেতে পারে তাড়াতাড়ি। আপনি যদি নিয়মিত স্ট্রেস রিলিফ এক্সারসাইজ করেন তবে অল্প বয়সে চুল পাকার হাত থেকে মুক্তি পাওয়া কিছুটা হলেও সম্ভব হবে। জেনে নেওয়া যাক অল্প বয়সে চুল পাকার কারণ চিকিৎসা ও প্রতিকার।
অল্প বয়সে চুল পাকার কারণঃ
অনেকেরই অল্প বয়সে চুল পেকে যাই। এতে করে তারা বিব্রত বোধ করেন আবার কেউ আশঙ্কায় পড়ে যান নিশ্চয়ই তারা কোন বড় রোগে ভুগছেন। আমাদের আর্টিকেলের এই পর্বে আমরা আপনাদের জানাবো অল্প বয়সে চুল পাকার কারণ গুলো। চলুন নিম্নে বিস্তারিতভাবে জেনে নেই-
- মানসিক অবসাদ মানসিক চাপ কষ্ট দুশ্চিন্তা থেকে অকালে চুল পাকতে পারে। মানসিক অবসাদ রক্তে সেরোটোনিন হরমোনের মাত্রা কমিয়ে দেয় যার ফলে আপনার ত্বক চুলের উপর বিরূপ প্রভাব পড়ে এবং আপনার অল্প বয়সে চুল পেকে যায়।
- ভিটামিনের অভাবে চুল পেকে যেতে পারে। ভিটামিন সি জাতীয় খাবারের মধ্যে এন্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বক চুলের পুষ্টি জোগাতে সাহায্য করে অপুষ্টির ভিটামিন মিনারেলের অভাবে অনেকেরই চুল অল্প বয়সেই পেকে যায়।
- ভেজাল খাবার পরিবেশ দূষণের জন্য অল্প বয়সে চুল পাকতে পারে।
- কিছু অটো ইউনিয়ন ডিজি যে চুল সাদা হয়ে যায় এ ধরনের রোগের মধ্যে ভিটিলিগো অন্যতম।
- অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করলে। আপনার চুলে অতিমাত্রায় ড্রাই ও রং ব্যবহার করলে চুল অকালে পাকতে পারে সব প্রসাধনী সব বয়সের মানুষের জন্য উপযোগী নয়।
- পরিমাণের চেয়ে অতিরিক্ত ফাস্টফুড উচ্চ মাত্রায় প্রোটিন অতিমাত্রার কোমল পানি ও শারীরিক পরিশ্রমের অভাব এবং বয়স অনুযায়ী ওজন বেশি থাকলে আপনার অল্প বয়সেই চুল পেকে যেতে পারে।
- মানসিক অবসাদ মানসিক চাপ কষ্ট দুশ্চিন্তা থেকে আপনার অল্প বয়সেই চুল পেকে যেতে পারে। তার অন্য ধরে রাখার ক্ষেত্রে সেরোটোনিন হরমোন অনেক বড় ভূমিকা পালন করে মানসিক অবসাদ রক্তে সেরোটন হরমোনের মাত্রা কমিয়ে দেয় পরিণামে আপনার চুল ও ত্বকের উপর বিরূপ প্রভাব পড়ে। এবং অল্প বয়সেই আপনার চুল পেকে যায়।
- হরমোনের সমস্যার কারণে আপনার অল্প বয়সে চুল পাকতে পারে আবার দুই সমস্যায় চুল ওকালে পাকতে পারে যেমন হাইপোথাইরয়েডিজম ও হাইপার থাইরয়েড ডিজোম। রক্তের থাইরয়েড হরমোনের পরিমাণ কমে গেলে তাকে হাইপোথাইরয়েডিজম বলে এ হরমোনের পরিমাণ বেড়ে গেলে তাকে হাইপারথাইরয়েডিজম বলে।
- আপনার বংশগত কারণেও চুল পাকার অন্যতম কারণ হতে পারে। আপনার পরিবারের যদি কারো মধ্যে অল্প বয়সে চুল পেকে যাওয়ার ইতিহাস থেকে থাকে তবে আপনারও অল্প বয়সে চুল পেকে যেতে পারে।
অল্প বয়সে চুল পাকার চিকিৎসাঃ
- লাইক ও বডিয়াম ২০০
- মালগান্ডি
- আমলকি হেয়ার অয়েল
- আর্নিকা হেয়ার অয়েল
- ফার্স্ট ক্লাস ২০০
- এসিড ফর মাদার গোসলের পরে এবং রাত্রে ঘুমানোর আগে।
- সুলেকা ২০০
- এসিড ফরস ২০০
- অ্যাসিড ফর ওয়ান গ্রাস
- ভীণকা কা মাইনর
- লাইকও বডিয়াম ইত্যাদি।
অল্প বয়সে চুল পাকার প্রতিকারঃ
- আপনি প্রতিদিন দেড় থেকে ২ লিটার পানি পান করবেন।
- ফাস্টফুড অতিমাত্রায় কোমল পানীয় মাদকদ্রব্য ধূমপান বর্জন করবেন।
- সময় পেলেই আপনি হাঁটবেন এতে শরীরের সব অঙ্গে রক্ত সরবরাহ হয়।
- চিকিৎসকের পরামর্শ ছাড়া চুলে কলব রাসায়নিক ব্যবহার করা উচিত নয়। অন্যদিকে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী মানহীন বিউটি পার্লার থেকে সেবা গ্রহণ না করাই ভালো।
- এছাড়াও চিকিৎসকের পরামর্শ ছাড়া রূপচর্চার কোন ঔষধ শ্রবন করবেন না।
- আপনার চুল নিয়মিত আচড়াতে হবে তাহলে চুলের গোড়ায় পুষ্টি সরবরাহ হবে আপনার।
- স্বাভাবিক তাপমাত্রার পানিতে গোসল করার অভ্যাস গড়ে তুলুন।
- আপনি আপনার শরীরের সঠিক ওজন বজায় রাখুন। ডায়াবেটিস উচ্চ রক্তচাপ রক্তে কোলেস্টেরল বা চর্বির মাত্রা সব সময় নিয়ন্ত্রণে রাখতে হবে আপনাকে।
- মৌসুমী ফল শাকসবজি নিয়মিত খেতে হবে আপনাকে। সবুজ হলুদ ফলের মধ্যে এন্টিঅক্সিডেন্ট থাকে সেজন্য উচ্চমাত্রায় ফল ও শাকসবজি খেলে আপনার তরুণ্য ধরে রাখতে সাহায্য করঅবে।
- পর্যাপ্ত ঘুম চনমনে ও ফুরফুরে শরীরের জন্য ওষুধের মত কাজ করে।
- প্রতিদিন রাতে আমলকির রস বাদামের তেল আর কয়েক ফোটা লেবুর রস চুলে ম্যাসাজ করুন দেখবেন অল্প বয়সে চুল পাকা থেকে রেহাই পাবেন।
- আদা গ্রেট করে মধুর সাথে মিশিয়ে প্রত্যেকদিন এক চামচ করে খান এতে করে আপনার অল্প বয়সে চুল পাকা রোধ করা সম্ভব।
- কারি পাতা নারকেলের তেলের সাথে মিশিয়ে ফুটিয়ে নিন তারপরে ঠান্ডা করে আপনার চুলের গোড়ায় লাগান দেখবেন উপকার পাবেন।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url