মাইগ্রেন এর অসহনীয় যন্ত্রণা কিভাবে কমানো যায় - মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায়

মাইগ্রেন এর অসহনীয় যন্ত্রণা কিভাবে কমানো যায় - মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায় আসসালামু আলাইকুম, আপনি যদি জানতে চান মাইগ্রেনের অসহনীয় ও যন্ত্রণা কিভাবে কমানো যায় -মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায় তবে আমাদের আজকের আর্টিকেলটি আপনার জন্য। বর্তমান সময়ে মাইগ্রেন একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে সকলেরই। এ রোগের মূল উপসর্গ হলো প্রচন্ড মাথা ব্যথা সেই ব্যথার যন্ত্রণা সহ্য করা কখনো কখনো হয়ে যায় অসহ্যকর।
মাইগ্রেন এর অসহনীয় যন্ত্রণা কিভাবে কমানো যায়
মাইগ্রেন এর অসহনীয় যন্ত্রণা কিভাবে কমানো যায়। ছবি-এআই 
মাইগ্রেন এর ব্যথার জন্য আমরা অনেকেই ওষুধ খেয়ে থাকি। কিন্তু এ ব্যথার ওষুধেও অনেক সময় কাজ করে না এ ক্ষেত্রে ওষুধ ছাড়া ব্যথা কমানোর কিছু উপায় রয়েছে যেগুলো আমাদের আজকের মাইগ্রেন এর অসহনীয় যন্ত্রণা কিভাবে কমানো যায় - মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায় আর্টিকেলে আমরা আপনাদের জানাবো। মাইগ্রেনের সমস্যার ক্ষেত্রে অনেকের মাথার শুধু একটি অংশ ব্যথা করে আবার অনেকের পুরো মাথায় ব্যথা করে।

ভূমিকাঃ

আপনাদের মধ্যে মাইগ্রেনের সমস্যায় যাদের পুরো মাথা ব্যথা করে তাদের জন্য সবথেকে সমস্যা বেশি হয়। মাইগ্রেন এর সমস্যাটা কোথা থেকে হয় সেটা সম্পর্কে গবেষণা চলছে তবে এখনো মাইগ্রেনের  কোন কারণ খুঁজে পাওয়া যায়নি। বিভিন্ন কারণেই আপনার মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। 

যেমন সূর্যের প্রখর তাপ কিংবা টানা কম্পিউটার বা মোবাইলের সামনে বসে থাকা এর একটি কারণ হতে পারে। এছাড়াও আপনার যদি ঘুম কম হয়্‌ দুশ্চিন্তা, চোখের নিচে ক্লান্তি সাইনাস প্রদাহ কিংবা মস্তিষ্কের রক্তনালিতে কোন সমস্যা দেখা দিলে আপনার মাথা ব্যথা হতে পারে। 

আরো পড়ুন:

অনেক সময় আবার অনেকেরই তীব্র মাথা ব্যথার সঙ্গে বমিও হয় চোখে যন্ত্রণা এমনকি মুখ্য জোয়ালের ব্যথা দেখা দেয়। প্রিয় পাঠক বন্ধুরা, আমাদের আজকের মাইগ্রেন এর অসহনীয় যন্ত্রণা কিভাবে কমানো যায় - মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায় আর্টিকেলের এই পর্বে আমরা আপনাদের জানাবো মাইগ্রেনের আসহনীয় যন্ত্রণা কিভাবে কমানো যায় সে সম্পর্কে ঘরোয়া কিছু টিপস-

মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায়
মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায়। ছবি-এআই 

মাইগ্রেন এর অসহনী যন্ত্রণা কমানোর ঘরোয়া উপায়ঃ মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায়

চিকিৎসক গ্রহণ বলেন, মাথা ব্যথা কোন রোগ নয়। এটি একটি উপসর্গ মাত্র। সাধারণত ঘুমের পরিবর্তন, সময়মতো খাবার না খাওয়া, পানি কম খাওয়া, দুশ্চিন্তা, মানুষের চাপ ইত্যাদি কারণে মাথাব্যথা হতে পারে। 

  • পর্যাপ্তপানি পান করুন।
  • পূর্ণ বিশ্রাম নিন।
  • কোল্ড কমপ্রেস নিন।
  • উষ্ণ কমপ্রেস ব্যবহার করুন।
  • আদা চা - কফি পান করুন।
  • আলোর তীব্রতা কমিয়ে দিন।
  • অ্যারোম থেরাপি নিন।
চলুন বন্ধুরা আমরা উপরের মাথাব্যথা কমানোর ঘরোয়া উপায় গুলোর বিষয়গুলো বিস্তারিত ভাবে জেনে নেই -

পর্যাপ্তপানি পান করুন:

অনেক সময় পানি শূন্যতার কারণে মাথাব্যথা হতে পারে অর্থাৎ ডিহাইড্রেশনের কারণে মাথা ব্যথা, যন্ত্রণা করতে পারে। সারাদিনে আপনি পর্যাপ্ত পানি পান করেছেন কিনা সেটা আগে নিশ্চিত হয়ে নিন। মাথা ব্যথা না কমলে সাথে সাথে এক বা দুই গ্লাস ঠান্ডা পানি পান করে নিন। কিছুক্ষণ পর দেখবেন মাথা ব্যথা অনেকটাই কমতে শুরু করেছে।

পূর্ণ বিশ্রাম নিন

অনেক সময় কাজের চাপে মাথা ব্যথা হতে পারে। সারাদিন খাটাখাটনির পর দেহটা একটু বিশ্রাম চায় তাতে যদি পূর্ণ বিশ্রাম না নেওয়া হয় তাহলেও কিন্তু মাথাব্যথা করতে পারে। তাই সব কাজ বাদ দিয়ে পূর্ণ বিশ্রাম নিন। সাথে একটু ঘুমিয়ে নিন। ঘুম থেকে উঠে দেখবেন আপনার মাথা ব্যথা প্রায় ভালো হয়ে গেছে। কাজেই মাথা ব্যাথার ঘরোয়া উপায় হিসেবে আপনি পূর্ণ বিশ্রামের সাথে ঘুমিয়ে নেওয়াটাকেও একটা উপায় মনে করতে পারেন।

কোল্ড কমপ্রেস নিন

আপনার মাইগ্রেনের অসহ্য যন্ত্রণা হলে বা মাথাব্যথা হলে কপাল বা মাথার সামনের অংশে কোল্ড কমপ্রেস নিন বা ঠান্ডা জাতীয় কিছু চেপে ধরুন কিছুক্ষণ পর দেখবেন মাথা ব্যথা বা মাইগ্রেনের ব্যথা টা চলে গেছে। অর্থাৎ কোল্ড কমপ্রেস মাথা ব্যথা উপশম করতে যথেষ্ট সাহায্য করে।

উষ্ণ কমপ্রেস ব্যবহার করুন

মাথা ব্যথা কমানোর জন্য উষ্ণ কম্প্রেস ব্যবহার যথেষ্ট  হয় বিশেষ করে টেনশনের কারণে মাথাব্যথা হলে এতে ভালো কাজ দেয়। কাজেই মাথা ব্যাথার কমানোর ঘরোয়া উপায় হিসেবে হিট থেরাপি নিতে পারেন।

আদা চা - কফি পান করুন

মাথাব্যথা কমানোর ঘরোয়া উপায় হিসেবে আপনি চা, কফি খেতে পারেন। কারণ চা বা কফিতে উপস্থিত ক্যাফেইন মাথা যন্ত্রণা কমাতে ভালো সাহায্য করে। তবে  লাল চায়ে আদা, লবঙ্গ ও মধু মিশিয়ে খেলে মাথা যন্ত্রণায় বেশ আরাম পাওয়া যায়। মাথা ব্যাথার সময় এক টুকরো আদা মুখে চিবালে বা আদা চা কবে পান করলেও মাথাব্যথা উপশম হয়।

আলোর তীব্রতা কমিয়ে দিন

অনেক সময় কম্পিউটার স্ক্রিন, ল্যাপটপ বা মোবাইল আলোতে মাথা ব্যথা হতে পারে। আবার রোদের আলোতে থাকলেও মাথা ব্যথা হতে পারে। কাজেই ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটার স্ক্রিন, ল্যাপটপ বা মোবাইল ফোনের আলো কিছুটা কমিয়ে নিন। আর দিনের বেলা রোদের আলোতে গেলে অবশ্যই সানগ্লাস বা রোদচশমা ব্যবহার করতে পারেন।

অ্যারোম থেরাপি নিন

মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায় হিসেবে বা মাইগ্রেনের  যন্ত্রণা কমানোর উপায় হিসেবে পিপারমিন্ট, লেভেন্ডার, ইউক্যালিপটাস ইত্যাদির মত প্রয়োজনীয় তেলগুলোর ব্যবহার ব্যবহার করতে পারেন। এসবের সুভাষ আপনার আশেপাশের বাতাসে ছড়িয়ে দিলেও এর ঘ্রাণ আপনার মাথা ব্যথা কমাতে সাহায্য করবে।

ম্যাসাজ থেরাপি নিন

মাথার রগের দুটো পাশ ও ঘাড়ের কাছে যদি খানিক্ষণের জন্য আঙ্গুলের ডগা দিয়ে ম্যাসাজ করেন তবে ক্লান্তি দূর হয় আরাম পাবেন আর ক্লান্তির কারণে মাথা ব্যথা করলে এই মেসেজ খুবই কার্যকরী।

সর্বোপরি মাথা ব্যথা প্রকট আকার ধারণ করলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন কারণ মাইগ্রেন এর অসহনীয় যন্ত্রণা বা মাথাব্যথাকে কখনো অবহেলা করা উচিত নয়।

সর্বশেষ কথা: মাইগ্রেন এর অসহনীয় যন্ত্রণা কিভাবে কমানো যায় - মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায়

প্রিয় পাঠক আশা করি আপনারা মাইগ্রেন এর অসহনীয় যন্ত্রণা কিভাবে কমানো যায় মাথাব্যথা কমানোর ঘরোয়া উপায় আর্টিকেলটি ভালোভাবে পড়ে বুঝতে পেরেছেন। মাইগ্রেনের অসনীয় যন্ত্রণা বা মাথাব্যথা কমানোর ঘরোয়া উপায় গুলোর মাধ্যমে যদি মাথাব্যথা না কমে তাহলে অবশ্যই ডাক্তারে পরামর্শ দিন। আজকের মাইগ্রেন এর অসহনীয় যন্ত্রণা কিভাবে কমানো যায় - মাথা ব্যথা কমানোর উপায় ঘরোয়া উপায় আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url