313 জন সাহাবীর নাম| রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু
আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আপনি কি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী বিখ্যাত 313 জন সাহাবীর নাম ( ৩১৩ জন বদরী সাহাবীর নাম রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আনহু) জানতে চাইছেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আপনি যদি এই 313 জন সাহাবীর নাম, 313 jon sahabir name লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন তাহলে সঠিক তথ্য পাবেন ইনশাআল্লাহ।
313 জন সাহাবীর নাম |
আরবি ২ হিজরির ১৭ ই রমজান ( ৬২৪ খ্রী: ১৭ ই মার্চ) মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে বদরের যুদ্ধ সংঘটিত হয়। বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর সদস্য সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। বিখ্যাত এই ৩১৩ জন কে বদরী সাহাবী বলা হয়। এদের মধ্যে ৮০ জন সাহাবী ছিলেন মুজাহির সাহাবী এবং ২৩৩ জন ছিলেন আনসার সাহাবী।তো চলুন বন্ধুরা আমরা এই ৩১৩ জন সাহাবীর নাম জেনে নেই।
313 জন সাহাবীর নাম : ৩১৩ জন বদরী পুরুষ সাহাবীদের নামের তালিকা
৮০ জন মুজাহির এবং ২৩৩ জন আনসার সাহাবী সর্বমোট ৩১৩ জন বদরী পুরুষ সাহাবীদের নামের তালিকা -
313 জন সাহাবীর নাম:
- হযরত আবু বকর রাদিয়াল্লাহ
- হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু
- হযরত ওসমান রাদিয়াল্লাহু
- হযরত আলী মোর্তজা রাদিয়াল্লাহু
- হযরত আমির হামজা রাদিয়াল্লাহু
- হযরত আবু কাবশাহ সুলাইম রাদিয়াল্লাহু
- হযরত যায়েদ বিন হারেছা রাদিয়াল্লাহু
- হযরত আবু মারছাদ গানাভী রাদিয়াল্লাহু
- হযরত মারছাদ বিন আবু মারছাদ রাদিয়াল্লাহু
- হযরত তোফায়েল বিন হারেছ রাদিয়াল্লাহু
- হযরত উবাইদা বিন হারেছ রাদিয়াল্লাহু
- হযরত হুসাইন বিন হারেছ রাদিয়াল্লাহু
- হযরত আউফ বিন উসাসা রাদিয়াল্লাহু
- হযরত আবু হুজায়ফা রাদিয়াল্লাহু
- হযরত ছালেম রাদিয়াল্লাহু
- হযরত সুহইব বিন সিনান রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু
- হযরত উক্কাশা বিন মিহসান রাদিয়াল্লাহু
- হযরত শুজা' বিন ওহাব রাদিয়াল্লাহু
- হযরত আবু সিনান রাদিয়াল্লাহু
- হযরত ঈয়াযীদ বিন রুকাইশ রাদিয়াল্লাহু
- হযরত সিনান বিন আবু সিনান রাদিয়াল্লাহু
- হযরত মুহরিয বিন নাজলা রাদিয়াল্লাহু
- হযরত হাতেব বিন আমর রাদিয়াল্লাহু
- হযরত রবিআ বিন আক্সাম রাদিয়াল্লাহু
- হযরত মিদ্লাজ বিন আমর রাদিয়াল্লাহু
- হযরত মালেক বিন আমর রাদিয়াল্লাহু
- হযরত সুওয়ায়েদ ইবনে মাখশী রাদিয়াল্লাহু
- হযরত উৎবা বিন গাযওয়ান রাদিয়াল্লাহু
- হযরত হাতেব বিন আবি বলতাআহ রাদিয়াল্লাহ
- হযরত জুবাআইর বিন আউওয়াম রাদিয়াল্লাহু
- হযরত সাদ বিন খাওলা রাদিয়াল্লাহু
- হযরত মাসউদ বিন সা'দ রাদিয়াল্লাহু
- হযরত মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু
- হযরত উমায়ের বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু
- হযরত সাদ বিন আবু উবায়দা রাদিয়াল্লাহু
- হযরত আবদুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু
- হযরত মাসউদ বিন রাবিআ রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু
- হযরত মিক্কদাদ বিন আমর রাদিয়াল্লাহু
- হযরত যুশ শিমালাইন রাদিয়াল্লাহু
- হযরত আমের বিন ফুহায়রা রাদিয়াল্লাহু
- হযরত বিলাল বিন রবাহ রাদিয়াল্লাহু
- হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু
- হযরত আবু সালমা বিন আব্দুল আসাদ রাদিয়াল্লাহু
- হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু
- হযরত ছুহাইব বিন সিনান রাদিয়াল্লাহু
- হযরত শাম্মাস বিন উসমান রাদিয়াল্লাহু
- হযরত আকরাম বিন আবুল আকরাম রাদিয়াল্লাহু
- হযরত আম্মার বিন ইয়াছির রাদিয়াল্লাহু
- হযরত আমর বিন সুরাকা রাদিয়াল্লাহু
- হযরত যায়েদ ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু
- হযরত মুআত্তিব বিন আউফ রাদিয়াল্লাহু
- হযরত ওয়াকেদ বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু
- হযরত খাওলা বিন আবু খাওলা রাদিয়াল্লাহু
- হযরত আমের বিন রবিআহ রাদিয়াল্লাহ
- হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু
- হযরত সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু
- হযরত ইয়ায বিন গাণাম রাদিয়াল্লাহু
- হযরত মা'মার বিন হারেছ রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন মাজউন রাদিয়াল্লাহু
- হযরত সাইব বিন উসমান রাদিয়াল্লাহু
- হযরত কুদামা বিন মাজউন রাযিয়াল্লাহু
- হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন মাখ্রাম রাদিয়াল্লাহু
- হযরত খাব্বাব মাওলা উৎবা বিন গযওয়ান রাদিয়াল্লাহু
- হযরত আবুস সাইব উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু
- হযরত আমর বিন আবু সারাহ রাদিয়াল্লাহু
- হযরত সাকাফ বিন আমর রাদিয়াল্লাহু
- হযরত মুজায্যার বিন যিয়াদ রাদিয়াল্লাহু
- হযরত খাব্বাব ইবনুল মুনযির রাদিয়াল্লাহু
- হযরত উমায়ের বিন আবী ওয়াক্কাছ রাদিয়াল্লাহু
- হযরত মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু
- হযরত নোমান বিন আসার বিন হারেস রাদিয়াল্লাহ
- হযরত মিহজা' মাওলা উমর ফারুক রাদিয়াল্লাহু
- হযরত ওহাব বিন আবী সারাহ রাদিয়াল্লাহু
- হযরত সা'দ বিন মুআজ রাদিয়াল্লাহু
- হযরত হারেস বিন আনাস রাদিয়াল্লাহু
- হযরত হারেস বিন আউস রাদিয়াল্লাহু
- হযরত আমুর বিন মুজআ রাদিয়াল্লাহু
- হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু
- হযরত সালামা বিন সাবেত রাদিয়াল্লাহু
- হযরত হারেস খাযামা রাদিয়াল্লাহু
- হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু
- হযরত সালামা বিন আসলাম রাদিয়াল্লাহু
- হযরত উবায়েদ বিন তাইয়িহান রাদিয়াল্লাহু
- হযরত কাতাদা বিন নোমান রাদিয়াল্লাহু
- হযরত উবায়েদ বিন আউস রাদিয়াল্লাহু
- হযরত নসর বিন হারেস রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন তারেক রাদিয়াল্লাহু
- হযরত আবু আবস বিন জব্র রাদিয়াল্লাহু
- হযরত আবু বুরদাহ হানী বিন নিয়্যার রাদিয়াল্লাহু
- হযরত আসেম বিন সাবেত রাদিয়াল্লাহু
- হযরত মুআত্তিব বিন কুশাইর রাদিয়াল্লাহু
- হযরত আমর বিন মা'বাদ রাদিয়াল্লাহু
- হযরত মুবাশশির বিন আব্দুল মুনযির রাদিয়াল্লাহু
- হযরত রিফাআ বিন আঃ মুনযির রাদিয়াল্লাহ
- হযরত খুনাইস বিন হুযাফা রাদিয়াল্লাহু
- হযরত আবু কুরাইশী রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন সালামা রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন সুহাইল রাদিয়াল্লাহু
- হযরত সা'দ বিন মুআয রাদিয়াল্লাহু
- হযরত উমায়ের বিন আউফ রাদিয়াল্লাহু
- হযরত আমের সালামা রাদিয়াল্লাহু
- হযরত ছফওয়ান বিন ওহাব রাদিয়াল্লাহু
- হযরত ইয়ায বিন বুকাইর রাদিয়াল্লাহু
- হযরত সা'দ বিন উবায়েদ রাদিয়াল্লাহু
- হযরত উওয়াইম বিন সায়েদাহ রাদিয়াল্লাহু
- হযরত রাফে বিল আনজাদা রাদিয়াল্লাহ
- হযরত উবায়েদ বিন আবু উবয়েদ রাদিয়াল্লাহু
- হযরত সা'লাবা বিন হাতেব রাদিয়াল্লাহু
- হযরত আবু লুবাবাহ আব্দুল মুনযির রাদিয়াল্লাহু
- হযরত হারেস বিন হাতেব রাদিয়াল্লাহু
- হযরত আসেম আদী রাদিয়াল্লাহু
- হযরত মাআন বিন আদী রাদিয়াল্লাহু
- হযরত সাবেত বিন আকরাম রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন ছাহল রাদিয়াল্লাহু
- হযরত যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু
- হযরত রিবয়ী বিন রাফে রাদিয়াল্লাহু
- হযরত সা'দ বিন যায়েদ রাদিয়াল্লাহু
- হযরত সালমা বিন সালামা রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু
- হযরত আসেম বিন কায়েস রাদিয়াল্লাহু
- হযরত আবুস সয়্যাস বিন নোমান রাদিয়াল্লাহু
- হযরত আবু হাব্বাহ বিন আমর রাদিয়াল্লাহু
- হযরত হারেস বিন নোমান রাদিয়াল্লাহু
- হযরত খাওয়াত বিন যুবাইর রাদিয়াল্লাহু
- হযরত মুনযির বিন মুহাম্মদ রাদিয়াল্লাহু
- হযরত আবু আকীল আব্দুর রহমান রাদিয়াল্লাহু
- হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু
- হযরত সা'দ বিন খায়সামা রাদিয়াল্লাহু
- হযরত মুনযির বিন কুদামা রাদিয়াল্লাহু
- হযরত মালেক বিন কুদামা রাদিয়াল্লাহু
- হযরত যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু
- হযরত সাদ বিন যায়েদ রাদিয়াল্লাহু
- হযরত রিব্যী বিন রাফে রাদিয়াল্লাহু
- হযরত হারেস বিন আরফাজা রাদিয়াল্লাহু
- হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু
- হযরত মালেক বিন নুমায়লা রাদিয়াল্লাহু
- হযরত খারেজা বিন যায়েদ রাদিয়াল্লাহু
- হযরত সা'দ বিন রবী রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু
- হযরত বশির বিন সা'দ রাদিয়াল্লাহু
- হযরত সিমাক বিন সা'দ রাদিয়াল্লাহু
- হযরত সুবাঈ বিন কায়েস রাদিয়াল্লাহু
- হযরত আব্বাদ বিন কায়েস রাদিয়াল্লাহু
- হযরত ইয়াযিদ বিন হারেস রাদিয়াল্লাহু
- হযরত খোবায়ের য়াসাফ রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন কায়েস রাদিয়াল্লাহু
- হযরত হারিস বিন যিয়াদ রাদিয়াল্লাহু
- হযরত তামীম বিন য়াআর রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন উমায়ের রাদিয়াল্লাহু
- হযরত যায়েদ বিন মুযাইন রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন উরফুতাহ রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন রবী রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু
- হযরত যায়েদ বিন উবায়েদ রাদিয়াল্লাহু
- হযরত উকবাহ বিন ওহাব রাদিয়াল্লাহু
- হযরত রিফাআহ বিন আমর রাদিয়াল্লাহু
- হযরত উসায়ের বিন আসর রাদিয়াল্লাহু
- হযরত মা'বাদ বিন আব্বাদ রাদিয়াল্লাহু
- হযরত আমের বিন বুকাইর রাদিয়াল্লাহু
- হযরত নওফল বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু
- হযরত উবাদা বিন সামেত রাদিয়াল্লাহু
- হযরত নোমান বিন মালেক রাদিয়াল্লাহু
- হযরত সাবেত বিন হায্যাল রাদিয়াল্লাহু
- হযরত মালেক বিন দুখশুম রাদিয়াল্লাহু
- হযরত রবী বিন ইয়াছ রাদিয়াল্লাহু
- হযরত ওয়ারাকা বিন ইয়াছ রাদিয়াল্লাহু
- হযরত আমর বিন ইয়াছ রাদিয়াল্লাহু
- হযরত আমর বিন কয়েস রাদিআল্লাহু
- হযরত ফাকেহ বিন বিশ্র রাদিয়াল্লাহু
- হযরত নওফল বিন সা'লাবা রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন সা'লাবা রাদিয়াল্লাহু
- হযরত মুনযির বিন আমর রাদিয়াল্লাহু
- হযরত মালেক বিন মাসউদ রাদিয়াল্লাহু
- হযরত আবদে রাব্বিহি রাদিয়াল্লাহু
- হযরত কা'ব বিন জাম্মায রাদিয়াল্লাহু
- হযরত জমরাহ বিন আমর রাদিয়াল্লাহু
- হযরত যিয়াদ বিন আমর রাদিয়াল্লাহু
- হযরত হুবাব বিন মুনযির রাদিয়াল্লাহু
- হযরত উমায়ের বিন হারাম রাদিয়াল্লাহু
- হযরত উমায়ের বিন হুমাম রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু
- হযরত মুআজ বিন আমর রাদিয়াল্লাহু
- হযরত খাল্লাদ বিন আমর রাদিয়াল্লাহু
- হযরত মুআজওয়াজ বিন আমর রাদিয়াল্লাহু
- হযরত উকবাহ বিন আমের রাদিয়াল্লাহু
- হযরত সাবেত বিন খালেদ রাদিয়াল্লাহু
- হযরত বিশ্র বিন বারা রাদিয়াল্লাহু
- হযরত তোফায়েল বিন মালেক রাদিয়াল্লাহু
- হযরত তোফায়েল বিন নোমান রাদিয়াল্লাহু
- হযরত সিনান বিন সাঈফী রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন জাদ রাদিয়াল্লাহু
- হযরত উদবা বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহ
- হযরত জাব্বার বিন সাখর রাদিয়াল্লাহু
- হযরত খারেজা বিন হিময়ার রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন হুমায়্যির রাদিয়াল্লাহু
- হযরত ইয়াযিদ মুনযির রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন নোমান রাদিয়াল্লাহু
- হযরত জহহাক বিন হারেসা রাদিয়াল্লাহু
- হযরত আসওয়াদ বিন যুরাহক রাদিয়াল্লাহু
- হযরত মা'বাদ বিন কায়েস রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন কায়েস খালেদ রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন আব্দে মানাফ রাদিয়াল্লাহু
- হযরত খালিদ বিন কায়েস রাদিয়াল্লাহু
- হযরত সুলাইম বিন আমর রাদিয়াল্লাহু
- হযরত কুতবা বিন আমের রাদিয়াল্লাহু
- হযরত আন্তারা মাওলা বনী সুলাইম রাদিয়াল্লাহু
- হযরত আবস বিন আমের রাদিয়াল্লাহু
- হযরত সা'লাবা বিন আনামা রাদিয়াল্লাহু
- হযরত আবুল য়াসার বিন আমর রাদিয়াল্লাহু
- হযরত উবাদা বিন কয়েস রাদিয়াল্লাহু
- হযরত আমর বিন তাল্ক রাদিয়াল্লাহু
- হযরত কয়েস বিন মুহসান রাদিয়াল্লাহু
- হযরত হারেস বিন কয়েস রাদিয়াল্লাহু
- হযরত সা'দ বিন উসমান রাদিয়াল্লাহু
- হযরত উকবা বিন উসমান রাদিয়াল্লাহু
- হযরত জাকওয়ান বিন আবদে কয়েস রাদিয়াল্লাহু
- হযরত মুুআজ বিন মায়েস রাদিয়াল্লাহু
- হযরত মাসউদ বিন সা'দ রাদিয়াল্লাহু
- হযরত আয়েস বিন মায়েজ রাদিয়াল্লাহু
- হযরত রিফাআ বিন রাফে রাদিয়াল্লাহু
- হযরত খাল্লাদ বিন রাফে রাদিয়াল্লাহু
- হযরত উবায়েদ বিন যায়েদ রাদিয়াল্লাহু
- হযরত যিয়াদ বিন লাবীদ রাদিয়াল্লাহু
- হযরত ফারওয়াহ বিন আমর রাদিয়াল্লাহু
- হযরত আতিয়্যা বিন নুওয়াইর রাদিয়াল্লাহু
- হযরত খলিফা বিন আদী রাদিয়াল্লাহু
- হযরত উমারা বিন হাযম রাদিয়াল্লাহু
- হযরত সুরাকা বিন কা'ব রাদিয়াল্লাহু
- হযরত হারেসা বিন নোমান রাদিয়াল্লাহু
- হযরত সুলাইম বিন কয়েস রাদিয়াল্লাহু
- হযরত সুহাইল বিন কয়েস রাদিয়াল্লাহু
- হযরত ওতবা বিন রবীআহ রাদিয়াল্লাহু
- হযরত সাহল বীন হুুনাইফ রাদিয়াল্লাহু
- হযরত আনাছ বিন কাতাদা রাদিয়াল্লাহু
- হযরত আদী বিন আবুয যাগ্বা রাদিয়াল্লাহু
- হযরত মাসউদ বিন আউস রাদিয়াল্লাহু
- হযরত আবু খুজাইমাহ্ বিন আউস রাদিয়াল্লাহু
- হযরত রাফে' বিন হারেস রাদিয়াল্লাহু ২
- হযরত মুআওয়াজ বিন হারেস রাদিয়াল্লাহ
- হযরত নোমান বিন আমর রাদিয়াল্লাহু
- হযরত আমের বিন মুখাল্লাদ রাদিয়াল্লাহু
- হযরত উসাইমা আশযায়ী রাদিয়াল্লাহু
- হযরত ওদী আহবিন আমর রাদিয়াল্লাহু
- হযরত আবুল হামরা মাওলা হারেস রাদিয়াল্লাহু
- হযরত সা'লাবা বিন আমর রাদিয়াল্লাহু
- হযরত সুহাইল বিন আতিক রাদিয়াল্লাহু
- হযরত হারেশ বিন আতিক রাদিয়াল্লাহু
- হযরত হারেস বিন ছিম্মাহ রাদিয়াল্লাহু
- হযরত উবাই বিন কা'ব রাদিয়াল্লাহু
- হযরত আনাস বিন মুআজ রাদিয়াল্লাহু
- হযরত আউস বিন সামেত রাদিয়াল্লাহু
- হযরত আবু তালহা যায়েদ বিন ছাহল রাদিয়াল্লাহু
- হযরত হারেসা বিন সুরাকা রাদিয়াল্লাহু
- হযরত আমর বিন সা'লাবা রাদিয়াল্লাহু
- হযরত সাবেত বিন খানছা রাদিয়াল্লাহু
- হযরত আমের বিন উমাইয়াহ রাদিয়াল্লাহ
- হযরত মুহ্রিম বিন আমের রাদিয়াল্লাহু
- হযরত সাওয়াদ বিন গাযিয়্যাহ রাদিয়াল্লাহু
- হযরত আবু যায়েদ কয়েস বিন সাকান রাদিয়াল্লাহু
- হযরত আবুল আওয়ার বিন হারেস রাদিয়াল্লাহু
- হযরত হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু
- হযরত কয়েস বিন আবী সা'সা রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন কা'ব রাদিয়াল্লাহু
- হযরত উসাইমা আসাদী রাদিয়াল্লাহু
- হযরত আবু দাউদ উমাইর রাদিয়াল্লাহু
- হযরত সুরাকা বিন আমর রাদিয়াল্লাহু
- হযরত কয়েস দিন মাখলাদ রাদিয়াল্লাহু
- হযরত নোমান বিন আব্দে অমর রাদিয়াল্লাহু
- হযরত জাহহাক বিন আব্দে আমর রাদিয়াল্লাহু
- হযরত সুলাইম বিন হারেস রাদিয়াল্লাহু
- হযরত জাবের বিন খালেদ রাদিয়াল্লাহু
- হযরত সা'দ বিন সুহাইল রাদিয়াল্লাহু
- হযরত কা'ব বিন যায়েদ রাদিয়াল্লাহু
- হযরত ইৎবান বিন মালেক রাদিয়াল্লাহু
- হযরত মুলাইল বিন ওবারাহরাদিয়াল্লাহু
- হযরত হেলাল বিন মুআল্লাহ রাদিয়াল্লাহু
- হযরত আনাছা আল হাবাশী রাদিয়াল্লাহু
- হযরত বাহহাস বিন সালাবা রাদিয়াল্লাহু
- হযরত জাব্র বিন আতীক রাদিয়াল্লাহু
- হযরত আবু আয়্যুব আনছারী রাদিয়াল্লাহু
- হযরত খিরাশা ইবনুস সিম্মাহ রাদিয়াল্লাহু
- হযরত খুরাইম বিন ফাতেক রাদিয়াল্লাহু
- হযরত খুবাইব বিন ইছাফ রাদিয়াল্লাহু
- হযরত খুবাইব বিন আদী রাদিয়াল্লাহু
- হযরত খিদাশ বিন কাতাদা রাদিয়াল্লাহু
- হযরত খালেদ বিন সুওয়াইদ রাদিয়াল্লাহু
- হযরত রাফে' বিন আল মুআল্লা রাদিয়াল্লাহ
- হযরত রুখায়লা বিন সা'লাবা রাদিয়াল্লাহু
- হযরত সাব্রা বিন ফাতেক রাদিয়াল্লাহু
- হযরত সুহাইল বিন রাফে রাদিয়াল্লাহু
- হযরত সুওয়াইবিত বিন হারমালা রাদিয়াল্লাহু
- হযরত তুলাইব বিন উমাইর রাদিয়াল্লাহু
- হযরত বুজাইরর বিন আবি বুজাইর রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের বিন নোমান রাদিয়াল্লাহু
- হযরত আবু সালামা বিন আব্দুল আসাদ রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন আবস রাদিয়াল্লাহু
- হযরত আব্দুল্লাহ বিন উনায়েছ রাদিয়াল্লাহু
- হযরত উবাইদ বিন সা'লাবা রাদিয়াল্লাহু
- হযরত উমায়ের বিন নিয়ার রাদিয়াল্লাহু
- হযরত উবাদা খাশখাশ কুজায়ী রাদিয়াল্লাহ
- হযরত মালেক বিন আবী খাওলা রাদিয়াল্লাহু
- হযরত মালেক বিন কুদামা রাদিয়াল্লাহু
- হযরত মুরারা বিন রবী' রাদিয়াল্লাহু
- হযরত মাসউদ বিন খালদাহ রাদিয়াল্লাহু
- হযরত মুআজ বিন হারেস রাদিয়াল্লাহু
- হযরত মা'কিল বিন আলমুনযির রাদিয়াল্লাহু
- হযরত নোমান বিন আছার বিন হারেছ রাদিয়াল্লাহু
- হযরত হারেস বিন আরফাজা রাদিয়াল্লাহু
- হযরত আউস বিন খাওলা রাদিয়াল্লাহু
- হযরত আবু উসায়েদ মালেক রাদিয়াল্লাহু।
আরো পড়ুন
রিলেটেড সার্চ: 313 জন সাহাবীর নাম , 313 জন বদরী সাহাবীর নাম, 313 জন সাহাবীদের নামের তালিকা, 313 jon sahabir name, ৩১৩ জন সাহাবীর নাম, 313 জন সাহাবীদের নাম , 313 জন বদরী পুরুষ সাহাবীদের নামের তালিকা। 313 jon bodri sahabir name
বদরি সাহাবীদের মর্যাদা: 313 জন সাহাবীর নাম
কুরআন:
মহান আল্লাহ সুবহানাতায়ালা পবিত্র আল কুরআনের সূরা বাকারা (২/১৪৪) ১৮৫ নং আয়াতে বর্ণনা করেন-
অর্থ: রমজান মাসই হল সে মাস, যাতে নাযিল করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথ যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসের রোজা রাখবে। আর যে লোক অসুস্থ কিংবা মুুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য জটিলতা কামনা করেন না যাতে তোমরা গণনা পূরণ কর এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তা'আলার মহত্ব বর্ণনা কর যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো।
হাদিস:
১। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বদরী সাহাবীদের প্রতি স্পষ্ট ভাষায় বলেছেন -
"বদরী সাহাবীদের জন্য জাহান্নাম হারাম (মুসলিম শরীফ: ২৪৯৫)।
২। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত -
"আল্লাহ তা'আলা তাদের আগে পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন (মুস্তাদরাক: ৪/৮৭)
সর্বশেষ কথা: 313 জন সাহাবীর নাম
প্রিয় পাঠক আশা করি আপনারা বদরের যুদ্ধে অংশগ্রহণকারী 313 জন সাহাবীর নাম জানতে পেরেছেন। আজকের লেখায় গুরুত্বপূর্ণ ৩১৩ জন সাহাবীর নাম নির্ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আজকের 313 জন সাহাবীর নাম লেখাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইলো। ৩১৩ জন সাহাবীর নাম আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url