ছোট মেয়েদের চুলের কাটিং ছবি - ১৫ টি ডিজাইন ছবি

 ছোট মেয়েদের চুলের কাটিং ছবি - ১৫ টি ডিজাইন ছবি

ছোট মেয়েদের চুলের কাটিং ছবি নিয়ে আপনারা অনেকেই জানতে চান আর ছোট মেয়েদের চুলের কাটিং ছবি নিয়ে মা-বাবার চিন্তা ভাবনা যেন লেগেই থাকে আর সেই ছোট মেয়েটি যদি প্রথম সন্তান হয়ে থাকে তবে তো কথাই নেই। তাই চলুন বন্ধুরা ছোট মেয়েদের চুলের কাটিং ছবি নিয়ে বিস্তারিত জেনে নেই। 

ছোট মেয়েদের চুলের কাটিং ছবি
ছোট মেয়েদের চুলের কাটিং ছবি

ভূমিকাঃ  

আজকে শুধুমাত্র ছোট মেয়েদের চুলের কাটিং ছবি নিয়ে প্রতিবেদন লিখব আশা করি আপনারা এই আর্টিকেলটি পড়লে ভালোভাবেই বুঝতে পারবেন বয়স পেতে যে কোন ছোট মেয়ে নিজেকে আকর্ষণীয় দেখতে চাই ছোট মেয়েরা সাধারণত সাজু খুজতে একটু বেশি কিউট হয় তাই তারা প্রতিদিন ড্রেসিং আয়নার সামনে কিছু সময় দাঁড়িয়ে থাকে। 

এ সময় ছোট মেয়ে শিশুটি তার সমস্ত মুখমণ্ডলে হাত বুলায় এবং চুলগুলো আলতো করে এদিক ওদিক সরিয়ে দেখে। এই চুলের স্টাইল দেখা মানে তার চুলের কাটিং কেমন ডিজাইন, কেমন স্টাইল,  অন্যরকম হলে কেমন হতো ইত্যাদি সে নিজ ভাবনায় ভাবতে থাকে।

আরো পড়ুনঃ   শিশুর দেরিতে কথা বলার কারণ ও প্রতিকার

 তাই তার প্রিয় ছোট মেয়ে শিশুটির জন্য প্রতিটি মা ই চায়,  তার মেয়ে শিশুটি যেন সবচেয়ে স্মার্ট ও আকর্ষণীয় সৌন্দর্যের অধিকারী হয়।  কাজেই ছোট মেয়েদের চুলের কাটিং ছবি নিয়ে সংশ্লিষ্ট মায়েদের যেন একটু বেশি আগ্রহ থাকে। আমাদের দেশে সাধারণত শীত, গ্রীষ্ম ও বর্ষা এই তিনটি ঋতু বেশি পরিলক্ষিত হয়।  তাই সিজন যা ই  থাকুক না কেন ছোট মেয়েদের আরাম ও স্বস্তি এ দুই ই খেয়াল রাখতে হবে।

বব কাটঃ

নিচে ছোট মেয়েদের চুলের কাটিং ছবি -১৫ টি ডিজাইন ছবির মধ্যে বব কাটের বিভিন্ন ধরনের ছবি দেওয়া হল। আপনাদের প্রিয় ছোট মেয়েদের চুলের কাটিং যদি এরকম বব কাট দিতে পারেন তাহলে বেশ ভালো লাগবে।

ছোট মেয়েদের চুলের কাটিং ছবি
ছোট মেয়েদের চুলের কাটিং ছবি। বিভিন্ন ধরনের বব কাট 

আপনার ছোট মেয়ে শিশুটির চুলের কাটিং এ বিভিন্ন আকর্ষণীয় কাটিং করতে হলে প্রথমে তার সুন্দর, পরিপাটি ও স্বাস্থ্যকর চুল থাকতে হবে অর্থাৎ যদি ঘন পরি পাটি লম্বা চুল না ই থাকে,  তাহলে তো কোন কাটিং-ই প্রযোজ্য হবে না।  তাই সবার আগে চুলের যত্ন নেওয়া বিশেষ জরুরী।

সাধারণত ছোট মেয়েদের চুলের কাটিং একটু লম্বা করে রাখতে দেখা যায়।  তবে ছোট মেয়েদের চুলের কাটিং নির্ভর করে মেয়েটির চুলের ধরন, মুখের গড়ন, আদল ইত্যাদির ওপর। ছোট মেয়েদের চুলের কাটিং তাকে আরো বেশি স্মার্ট এবং গ্রহণযোগ্য করে তোলে, সাথে তার ব্যক্তিত্ব ফুটে ওঠে।  ছোট মেয়েটি তার পোশাক ও চুলের স্টাইলে ছোট থেকেই তার বড় হওয়া পর্যন্ত সৌন্দর্য ধরে রাখে।  তাই ছোট মেয়েদের শুরু থেকেই স্মার্ট করে গড়ে তোলা উচিত।

আরো পড়ুনঃ   শিশুদের পেট ব্যথার কারণ ও প্রতিকার

ছোট মেয়েদের চুলের কাটিং এর ধরন অনেক রকম হতে পারে যেমন - ডায়না কাটিং,  বব কাটিং,  সামার বব কাট,  ক্লাসিক বব কাট,  শর্ট হেয়ার কাট, লেয়ার কাট, ইমো কাট,  ইউসেপ কাট,  স্ট্রেট কাট, পিক্সি কাট,  ওভাল ফেস কাট এবং ফ্রেঞ্চ কাট  ইত্যাদি। 

মেয়েদের বক্স কাটঃ

ছোট মেয়েদের সব রকম মুখের গড়নে বেশ মানানসই হল বক্স বব কাট।  আপনি যদি আপনার ছোট মেয়েটির চুলের কাটিং - ছোট চান এবং চুলের ভলিউমও ভালো চান,  তবে আপনি নিঃসন্দেহে বক্স বব কাট বেছে নিতে পারেন। এই কাটে চুলগুলো ঘাড় বা কাঁধ বরাবর ঝুলবে। 

ডায়না হেয়ার কাটিংঃ

 যুক্তরাজ্যের বা ইংল্যান্ডের প্রিন্সেস ডাইনার চুলের হেয়ার কাটিং স্টাইল থেকেই ডায়না এয়ার কাটিং নামটির নামকরণ হয়েছে বড়দের মতো ছোটরাও কেন পিছিয়ে থাকবে তাই ছোট মেয়েদের চুলের কাটিং ডায়না হেয়ার কাটিং দেওয়া যেতে পারে তাই আপনার ছোট মেয়েটির মুখের যদি হয়ে থাকে তবে ডায়না হিয়ার কাটিং দিলে অসাধারণ লাগবে।।

ছোট মেয়েদের চুলের কাটিং ছবি
ছোট মেয়েদের চুলের কাটিং ছবি। ডায়না কাট

সামার কাটিংঃ

সাধারণত গ্রীষ্মকালে বা গরমকালে ছোট মেয়েরা একটু বেশি ঘেমে যেতে পারে তখন মায়েরা চান এই গরমে তার প্রিয় ছোট মেয়েটি যেন একটু স্বস্তি ও আরাম পায়।  তাই চুলের সামনের দিক একটু বড় রেখে পিছনে ছোট মেয়েদের চুলের কাটিং ছবি দেয়া যেতে পারে।  তাই গোলাকার মুখে ও চেহারায় সোজা চুলের মেয়েটিকে এই সামার কাটিং এ দেখতে বেশ ভালই লাগবে।

আরো পড়ুনঃ   দ দিয়ে মেয়েদের ইসলামিক নাম  অর্থসহ

সামার  বব কাটঃ

যেসব ছোট মেয়েদের মাথায় চুল কম থাকে এবং মুখের ধরনটি সামান্য লম্বাটে তাদের জন্য সামার বব কাট বেশ মানানসই হবে।

ক্লাসিক বব কাটঃ

সাধারণত হালকা চুলের ছোট মেয়েদের এই ক্লাসিক বব কাটিং দিলে তাকে আরো বেশি স্মার্ট ও আকর্ষণীয় লাগবে।

আরো পড়ুনঃ হ দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

প্রিয় বন্ধুরা নিচে ছোট মেয়েদের চুলের কাটিং ছবি কিছু দেওয়া হল, এগুলোর মধ্যে রয়েছে পিজিকার লেয়ার কাট,  শট হেয়ার কাট,  ইউসেপ কাট ওভাল ফেস কাট,  ফ্রেন্ডস কাট ইত্যাদি। আশা করি আপনাদের ভালই লাগবে।  আর আপনার প্রিয় ছোট মেয়ের চুলের কাটিং আপনি এরকম রাখতে পারেন।  তবে আপনার ছোট মেয়ে কে দেখতে আরো বেশি স্মার্ট এবং আকর্ষণীয় লাগবে।

ফ্রেঞ্চ কাট ঃ 

আপনার আদরের ছোট মেয়ের চুলে আপনি অনায়াসেই ফ্রেঞ্চ কাট দিতে পারেন। আপনার মেয়ের সবগুলো চুল কুনাকুনি করে চুলের গোড়া পর্যন্ত ফ্রেঞ্চ ব্রেইড করতে পারেন।  তারপর হেয়ার রাবার ব্যান্ড দিয়ে লো পনিটেল করে হালকা ডান পাশে সামনের দিকে এনে দিলে আরো আকর্ষণীয় লাগবে।  অবশ্য এটিকে ফ্রেন্ডস কাটিং হেয়ার স্টাইলও বলা যায়।

ভিনটেজ হেয়ার কাটঃ

 ছোট মেয়েদের চুলের কাটিং  ভিনটেজ হেয়ার কাটিং দেয়া যেতে পারে। এতে মেয়েকে আরো সুন্দর এবং স্মার্ট লাগবে।  এই কাটে সাধারণত সামনের দিক থেকে লং লেয়ার কাট রেখে কাঁধের ওপর বা কাছে এসে চুলগুলো পড়বে।  ভিনটেজ হেয়ার কাটিং বেশ কয়েক বছর ধরেই মেয়েদের কাছে বেশ জনপ্রিয়।

আরো পড়ুনঃ  ছোট চুল  - উইকিপিডিয়া

লেয়ার কাটঃ 

আপনার ছোট মেয়ের চুলের কাটিং ডিজাইন লেয়ার কার্ড দিতে পারেন তাতে আপনার ছোট মেয়ের চেহারাটি হয়ে উঠবে আরো কিউট।

ছোট মেয়েদের চুলের কাটিং ছবি
ছোট মেয়েদের চুলের কাটিং ছবি। লেয়ার কাট

পিক্সি  কাটঃ

আবার আপনার ছোট মেয়ের চুল যদি একটু বড় থাকে এবং মুখটা দেখতে একটু লম্বাটে ও ছিমছাম হয় তাহলে আপনার ছোট মেয়ের চুলের কাটিং ডিজাইন হতে পারে এই পিক্সি কাট। 

ছোট মেয়েদের চুলের কাটিং ছবি
ছোট মেয়েদের চুলের কাটিং ছবি । পিক্সি কাট 

সর্বশেষ কথাঃ ছোট মেয়েদের চুলের কাটিং ছবি ১৫ টি

প্রিয় বন্ধুরা আজকের আর্টিকেলটিতে আপনারা জানতে পেরেছেন ছোট মেয়েদের চুলের কাটিং ছবি সম্পর্কে।  আসলে ছোট মেয়েদের চুলের কাটিং এর উপর নির্ভর করে সেই ছোট মেয়েটির রূপের সৌন্দর্য ও স্মার্টনেস। 

আশা করি, আপনাদের এই লেখাটি ভালো লেগেছে।  আপনারা যদি আরো এরকম ভালো ভালো লেখা পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দিন।  লেখাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url