১২ জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক আপনি কি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম জানতে চান? যারা মহান আল্লাহর রাস্তায় ইবাদতে নিজেকে উৎসর্গ করেছেন এবং আল্লাহ তাঁদের উপর সন্তুষ্টি হয়ে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। আজকে এমনই ১২ জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম জানাবো।

১২ জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম
১২ জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম


ইসলাম ধর্মের পুরুষ মহিলা প্রত্যেক ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত পালন করে থাকেন। মহান আল্লাহ ইবাদতকারী ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে জান্নাত দান করবেন। যেসব ভাগ্যবতী মহিলা আল্লাহর এবাদতে মশগুল ছিলেন এবং আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে অনেক ত্যাগ স্বীকার করেছেন, মহান আল্লাহ সেইসব মহিলাদের ওপর সন্তুষ্ট হয়ে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। এখানে ১২ জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলার নাম জানতে পারবেন, যেখানে মহিলা সাহাবীদের নামও পাওয়া যায়।


১২ জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম [ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম সহ ]


১২ জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলাদের নামের তালিকা: 

১। ফাতেমা রাদিয়াল্লাহু তা'আলা ( রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কন্যা)
২। খাদিজা বিনতে খুওয়াইলিদ রাদিয়াল্লাহু তা'আলা  ( রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১ম স্ত্রী)
৩। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তা'আলা বিনতে মিলহান  (আবু তালহা রাদিয়াল্লাহু এর স্ত্রী)
৪। সুমাইয়া রাদিয়াল্লাহু তা'আলা বিনতে খাব্বাত  (ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শহীদ নারী)
৫। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা বিনতে আবু বকর রাঃ  (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩য় স্ত্রী)
৬। মরিয়ম বিনতে ইমরান আলাইহিস সাল্লাম  (হযরত ঈসা আলাইহিস সাল্লামের মাতা)
৭। উম্মে হারাম বিনতে মিলহাম  (হযরত আনাস রাদিয়াল্লাহু তা'আলা এর খালা)
৮। হাফসা রাদিয়াল্লাহু তা'আলা বিনতে খলিফা ওমর ইবনুল খাত্তাব  (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী)
৯। আসিয়া রাদিয়াল্লাহু তা'আলা বিনতে মুজাহিম (ফেরাউনের স্ত্রী)
১০। গুমায়সা বিনতে মিলহান রাদিয়াল্লাহু তা'আলা
১১। সুরাইয়া রাদিয়াল্লাহু আল আসাদিয়া
১২। রবি রাদিয়াল্লাহু বিনতে মুআওযায।

উপরে উল্লেখিত সম্মানিত মহিলাগণ দুনিয়াতে বেঁচে থাকা কালীন জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তাঁদের মধ্যে মহিলা সাহাবীগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছ থেকে পাওয়া ওহীর মাধ্যমে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। প্রিয় পাঠক, আশা করি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম আপনারা জানতে পেরেছেন। 

জান্নাতি মহিলা সাহাবীদের নাম অর্থসহ


সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অনেকগুলো সাহাবী ছিলেন। তাঁদের মধ্যে যারা সবচেয়ে বেশি ইবাদত বন্দেগী করে ইসলামের পথে সঠিকভাবে চলেছেন এবং ইসলামকে প্রতিষ্ঠিত করতে প্রাণপণ চেষ্টা করেছেন, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্টি হয়ে জান্নাত প্রদান করেছেন। সেইসব জান্নাতী সাহাবী সরাসরি কাল কেয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবেন। এখানে পুরুষ সাহাবীদের পাশাপাশি মহিলা সাহাবীও রয়েছেন। অনেকেই অনলাইনের মাধ্যমে বিভিন্ন তথ্যের দ্বারা মহিলা সাহাবীদের নাম জানতে চান। আপনাদের জানানোর সুবিধার্থে জান্নাতি মহিলা সাহাবীদের নাম অর্থসহ উল্লেখ করা হলো।

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম


  • থুবাইতা বাংলা অর্থ অটুট, প্রতিষ্ঠিত, স্থিতিশীল 
  • উমামা বাংলা অর্থ তিনশত উট 
  • জুনাইরা বাংলা অর্থ জান্নাতে পাওয়ারফুল 
  • উম্ম বাংলা অর্থ মা
  • আসিয়া বাংলা অর্থ যিনি দুর্বল মানুষকে সাহায্য করেন 
  • আয়সা বাংলা অর্থ সমৃদ্ধ, জীবিত
  • আমরাহ বাংলা অর্থ পাগড়ী বা মাথার টুপি 
  • আমিনা বাংলা অর্থ বিশ্বাসযোগ্য, সত্যবাদী 
  • আসমা বাংলা অর্থ উচ্চতর, সুন্দর 
  • আমাহ বাংলা অর্থ দাস
  • আতিকা বাংলা অর্থ সুন্দরী মহিলা, উন্নত চরিত্র 
  • আতিলাহ বাংলা অর্থ জন্ম নেওয়া বা তেল আগত ব্যক্তি
  • বারাকাহ বাংলা অর্থ প্রাচুর্য, আশীর্বাদ, অনুমোদন 
  • আরওয়া বাংলা অর্থ সুন্দর, সৌন্দর্য, করুনামওয়তা
  • ফারওয়াহ বাংলা অর্থ ধন, সম্পদ, সমৃদ্ধি
  • বুশরাহ বাংলা অর্থ মুখ বা চেহারা, শুভ লক্ষণ
  • ফারিয়াহ বাংলা অর্থ একটি ভ্রমণ পথ, পাহাড় 
  • বুহাইয়া বাংলা অর্থ দীপ্তময়, সুন্দর 
  • হালিমা বাংলা অর্থ ভদ্র মৃদু স্বভাবের মহিলা 
  • ঘুফাইরা বাংলা অর্থ ক্ষমা
  • ফুকাইয়া বাংলা অর্থ আনন্দময়, প্রফুল্ল 
  • ফাসাম বাংলা অর্থ বড় 
  • ফাতিমা বাংলা অর্থ যে শিশুকে বুকের দুধ ছাড়ানো হয়েছে 
  • হাবিবা বাংলা অর্থ প্রিয়
  • হাম্মানাহ বাংলা অর্থ পবিত্র চড়ুই 
  • হালাহ বাংলা অর্থ চাঁদের চারপাশের আলো 
  • হাফসা বাংলা অর্থ যুবতী সিংহ 
  • হিন্দ বাংলা অর্থ উটের দল 
  • হাজিমা বাংলা অর্থ অটল, সমাধান
  • জুমানা বাংলা অর্থ রূপালী রঙের মুক্তা 
  • জামিলা বাংলা অর্থ সুন্দরী এবং করুণাময় 
  • খাদিজা বাংলা অর্থ অকাল শিশু 
  • জুয়াইরিয়া বাংলা অর্থ একজন তরুণী বা দামাস্ক গোলাপ
  • লুবাবা বাংলা অর্থ সারমর্ম
  • লুবায়না বাংলা অর্থ খাটি, পরিষ্কার, বিশুদ্ধতা
  • লুহাইয়া বাংলা অর্থ খুব সুন্দর উপহার
  • লায়লা বাংলার অর্থ নেশা
  • নাজিয়া বাংলা অর্থ নিরাপদ
  • মায়মুনা বাংলা অর্থ শুভ
  • রুকাইয়া বাংলা অর্থ ভদ্র, নরম, মৃদু স্বভাবের 
  • রামলা বাংলা অর্থ বালির একটি দানা 
  • নুসায়বাহ বাংলা অর্থ ভালো বংশের একজন নারী 
  • নাহদিয়া বাংলা অর্থ আশা, 
  • রুমান বাংলা অর্থ ডালিম 
  • রুমায়সা বাংলা অর্থ মরুভূমির ছোট গাছের গুচ্ছ বা একগুচ্ছ ফুল
  • রুফাইদা বাংলা অর্থ মানুষের একটি দল যা উপকারী 
  • রায়তা বাংলা অর্থ হাদিস বর্ণনা কারী 
  • সালমা বাংলা অর্থ নিরাপদ, সুস্থ, শান্তি 
  • সাহলা বাংলা অর্থ নরম, মসৃণ, প্রবাহিত, সাবলীল
  • সাফিয়া বাংলা অর্থ পরিচ্ছন্ন, বিশুদ্ধ 
  • শিফা বাংলা অর্থ নিরাময়কারী
  • সুমাইয়া বাংলা অর্থ উচ্চ এবং বিশেষ।

আরো পড়ুন:

সর্বশেষ কথা:  ১২ জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম


প্রিয় পাঠক অনেকে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য  কুরআন হাদিস সহ বিভিন্ন ধরনের ইসলামিক বই পড়ে থাকেন। এখন হাতের কাছে এসব না থাকার কারণে অনলাইনে মাধ্যমে জানা যায়। প্রিয় পাঠক ইতিমধ্যে আপনাদের জন্য ১২ জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম জানানো হয়েছে। আশা করি লেখাটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। লেখাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম লেখা পড়ার জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। ১২ জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম লেখাটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url