আদম আঃ এর সন্তানদের নামের তালিকা বিস্তারিত জেনে রাখুন

আদম আঃ এর সন্তানদের নামের তালিকা বিস্তারিত জেনে রাখুন বাংলাদেশের সকল বক্তাদের মোবাইল নাম্বারআদম আঃ এর সন্তানদের নামের তালিকা, আদম আঃ এর জীবনী pdf জানতে চান? আদম আঃ হলেন মহান আল্লাহ তায়ালার সর্বপ্রথম সৃষ্ট মানব। মহান আল্লাহ তাঁকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তাহলে আজকের লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। 
আদম-আঃ-এর-সন্তানদের-নামের-তালিকা
আদম-আঃ-এর-সন্তানদের-নামের-তালিকা। ছবি-এআই 
পৃথিবীর প্রথম মানব আদি পিতা হযরত আদম আঃ ও আদি মাতা হওয়া আঃ দম্পতির কতজন সন্তান ছিল, এ ব্যাপারে এখন পর্যন্ত কোরআন হাদিসের সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে ধর্ম তাত্ত্বিকদের থেকে দুটি মতবাদ পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, আজকে এ ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নেই।

আদম আঃ এর সন্তানদের নামের তালিকা

আদম আঃ এর সন্তানদের নামের তালিকায় সন্তানের সংখ্যা সম্পর্কে ঐতিহাসিক বর্ণনায় মতানৈক্য পরিলক্ষিত হয়। অর্থাৎ দুটি মতবাদ পাওয়া যায়

প্রথম মতবাদ -

ইমাম আবু জাফর মোহাম্মদ ইবনে জারির (রহঃ)  বলেন, 
'হাওয়া আঃ ২০ বার গর্ভধারণ করে ৪০ টি সন্তান প্রসব করেছিলেন। প্রতিবারই একটি ছেলে ও একটি মেয়ে জমজ হিসেবে জন্মগ্রহণ করত।'  (নবুওয়াতু আদম ওয়া রিসালাতুহু, পৃ ১১৫)।

দ্বিতীয় মতবাদ -

আবার অনেক ইসলাম বিশারদ দাবি করেন, 
'হাওয়া আঃ ১২০ বার গর্ভধারণ করেন, প্রতিবারই একটি ছেলে ও একটি মেয়ে জমজ সন্তান হিসেবে ২৪০ জন সন্তান প্রসব করেন'। আদম আঃ এর জীবদ্দশায় তাঁর সন্তান ও পরিবারের সদস্য সংখ্যা ৪ লাখে উন্নীত হয়। ( মুজাজুত-তারিখিল ইসলামী, খন্ড ২, পৃ ১৩)
আদি পিতা হযরত আদম আঃ ও আদি মাতা হযরত হাওয়া আঃ দম্পতির বহু পুত্র ও কন্যা সন্তান থাকলেও কোরআন ও হাদিসে শুধুমাত্র তিন জনের নাম পাওয়া যায়। এই তিনজনের নাম হল- 
১। কাবিল
২। হাবিল এবং 
৩। শিস (আঃ)।  (সূরা - মায়িদা, আয়াত: ২৭)
আরো পড়ুন:

আদম আঃ এর জীবনী pdf - আদম আঃ এর সন্তানদের নামের তালিকা

ইসলাম ধর্ম অনুসারে, হযরত আদম আঃ ছিলেন পৃথিবীর প্রথম মানুষ এবং নবী। মহান আল্লাহ তায়ালা তাঁকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আদম হিব্রু শব্দ, যার অর্থ মানুষ। আর তাঁর বাম পাঁজরের হাড় থেকে হযরত হাওয়া আঃ কে সৃষ্টি করেছেন। আদম আঃ কে সৃষ্টির পর থেকে বিভিন্ন জিনিসের নাম শেখানো হয়েছিল। তিনি ত্রিশ ফিট লম্বা ছিলেন বলে জানা যায়। আদম আঃ ও হাওয়া আঃ এর বসবাস ছিল জান্নাতে। তার চারপাশে ছিল অগণিত আল্লাহর নেয়ামত। 
আদম-আঃ-এর-সন্তানদের-নামের-তালিকা-বিস্তারিত
একদিন আল্লাহ তা'আলা হযরত আদম আঃ কে ডেকে বললেন, 
'তুমি ও তোমার স্ত্রী জান্নাতে থাকো, যা ইচ্ছা খাও। (এরপর বিশেষ একটি গাছ দেখিয়ে তাকে বললেন) তোমরা এর কাছেও যাবে না। অন্যথায় জালেমদের দলভুক্ত হবে'। ( সূরা বাকারা, আয়াত ৩৫)
আল্লাহ গাছের কাছে যেতে নিষেধ করে তাঁদের পরীক্ষা নিলেন। এদিকে আজাজিল শয়তান তাদের ধোঁকায় ফেলতে নিরন্তর চেষ্টা করছিল। আজাজিল শয়তান ছিল আদমের প্রতি অখুশি। সে কারণেই সে জান্নাত থেকে তাকে বিতাড়িত করার চেষ্টায় লিপ্ত ছিল।

আজাজিল শয়তান বা ইবলিশ শয়তান আদম ও হাওয়াকে কুমন্ত্রণা দিতে লাগলো। তারপর তাঁরা শয়তানের কুমন্ত্রণার ফাঁদে পড়ে একসময় নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেন। তাদের শরীর থেকে সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক খুলে গেল। তারপর তাঁরা গাছের পাতা দিয়ে শরীর ঢাকলেন। আল্লাহর আদেশ নিষেধ অমান্য করার কারণে তাঁদেরকে জান্নাত থেকে বের করে দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হল।

আদম পাহাড় বা আদম চূড়া

শ্রীলংকা দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত শ্রীপাড়া প্রদেশের একটি পাহাড়ের উপরে আদম আঃ কে ফেলে দেওয়া হয়েছিল। তখন থেকে ওই পাহাড়ের চূড়াটির নাম হয় আদম চূড়া এবং পাহাড়টির নাম হয় আদম পাহাড়। সেই চূড়ায় একটি পাথরের ওপর তিনি দীর্ঘদিন এক পায়ে দাঁড়িয়ে ছিলেন, তার ফলে ওই পাথরে একটি পায়ের ছাপ পড়ে যায়। ওই পায়ের ছাপের দৈর্ঘ্য ৫ ফিট ৭ ইঞ্চি এবং প্রস্থ দুই ফিট ৬ ইঞ্চি। সেই চূড়ায় তিনি বেশ অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন।
আদম-আঃ-এর-জীবনী-pdf
আদম-আঃ-এর-জীবনী-pdf. ছবি-এআই 
আল্লাহর দয়া হলো। তিনি তাঁকে একটি বিশেষ দোয়া শিখিয়ে দেন -
উচ্চারণ: 
'রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইনলাম তাগফির লানা, ওয়াতার হামনা লানা কুনান্না মিনাল খাসিরিন।'
বাংলা অর্থ:
'হে আমাদের রব! আমরা নিজেদের ওপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন, আমাদের দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হবো'।  (সূরা আরাফ, আয়াত ২৩)

দয়াময় মহান আল্লাহর শেখানো এই দোয়াটি পড়ে ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ ক্ষমা করলেন। তাঁর তওবা ও ইবাদতে খুশি হলেন। তারপর আদম ও হাওয়া কি একত্রিত করলেন। জান্নাতে আদম আঃ ও তার স্ত্রী হওয়া আঃ এর সঙ্গে শারীরিকভাবে মিলিত হননি। পৃথিবীতে আসার পর জিব্রাইল আঃ আল্লাহর পক্ষ থেকে এর নির্দেশ দিয়ে নিয়ে আসেন এবং মেলামেশার পদ্ধতি শিখিয়ে দেন। তারপর তাঁদের সন্তান-সান্তনাদি হতে শুরু করল। তাঁদের প্রতিটি মিলনে প্রতিবার একজোড়া করে সন্তান জন্ম হত, একটি পুত্র ও একটি কন্যা। এই পুত্র-কন্যাদের মধ্যে বিয়ে হয়। এভাবে পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়তে শুরু করে।
আরো পড়ুন

এক আদম থেকে পৃথিবীর সকল মানুষ সৃষ্টি হওয়ার প্রমাণ কোরআন শরীফে পাওয়া যায়। মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন, 
'হে মানুষ! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর। যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তা থেকে তার স্ত্রী সৃষ্টি করেন। যিনি তাদের দু'জন থেকে বহু নর-নারী ছড়িয়ে দেন'।  (সূরা নিসা, আয়াত ১)

পৃথিবীতে হযরত আদম আঃ ছিলেন একমাত্র ব্যক্তি, যিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন তা জানতেন। মহান আল্লাহ তায়ালা তাকে বলেছিলেন, 'তুমি সহস্র বছর পৃথিবীতে বেঁচে থাকবে'। আদম আঃ ও হাওয়া আঃ দম্পতির জমজ সন্তান চল্লিশ জন মতান্তরে, ২৪০ জন ছিল। আদম আঃ এর সন্তানদের নামের তালিকায় কুরআন হাদিসের মতে তিনজনের নাম পাওয়া যায়- কাবিল, হাবিল এবং শিস (আ.)। মৃত্যুর পর আদম আঃ এর কবর হেব্রনে, না কুবাইস পাহাড়ে, না অন্যত্র সে সম্পর্কে সুস্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ কথা - আদম আঃ এর সন্তানদের নামের তালিকা

আদম আঃ এর সন্তানদের নামের তালিকা শিরোনামের লেখাটি পড়ে আপনারা ভালোভাবে জানতে ও বুঝতে পেরেছেন। আশা করি আজকের লেখাটি পড়ে আপনারা উপকৃত হয়েছেন আপনি যদি লেখাটি পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলে তার বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করুন যেন তারাও উপকৃত হতে পারেন। আদম আঃ এর সন্তানদের নামের তালিকা লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url