আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ-আয়াতুল কুরসি আরবি বিস্তারিত
আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ-আয়াতুল কুরসি আরবি বিস্তারিত আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আপনি কি আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ, আয়াতুল কুরসি আরবি, আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ অর্থ ও ফজিলত জানতে চান? আপনি যদি আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ, আয়াতুল কুরসি আরবি, আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ অর্থ ও ফজিলত, ayatul kursi bangla uccharon, ayatul kursi bangla meaning বিষয়ে বিস্তারিত জানতে চান, তাহলে আজকের এই লেখাটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে। আশা করি, আপনি আমাদের সাথেই থাকবেন।
আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ-আয়াতুল কুরসী আরবি। ছবি: এআই |
আয়াতুল কুরসি হল পবিত্র আল-কুরআনের সর্ববৃহৎ এবং দ্বিতীয় সূরা আল্ বাকারার ২৫৫তম আয়াত। আয়াতুল কুরসিকে ইসলামী বিশারদগণ পবিত্র আল কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলে দাবি করে থাকেন। আয়াতুল কুরসিতে সর্বমোট ১০ টি বাক্য রয়েছে। তো চলুন বন্ধুরা, আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ, আয়াতুল কুরসি আরবি, আয়াতুল কুরসির ফজিলত বিস্তারিত জেনে নেই।
আয়াতুল কুরসি আরবি
আয়াতুল কুরসি আরবিতে বর্ণনা করা হলো-
اَللهُ لآ إِلهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ، لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَّلاَ نَوْمٌ، لَهُ مَا فِى السَّمَاوَاتِ وَمَا فِى الْأَرْضِ، مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ، يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيْطُوْنَ بِشَيْئٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَآءَ، وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ، وَلاَ يَئُودُهُ حِفْظُهُمَا وَ هُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ
আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ
প্রিয় পাঠক, যাদের আয়াতুল কুরসি মুখস্ত আছে তারা যত বেশি সম্ভব পাঠ করার মাধ্যমে অধিক পরিমাণ সওয়াব ও ফজিলত লাভ করতে পারেন। আয়াতুল কুরসি মুখস্ত না থাকলে দেখে দেখে হলেও ফজিলতপূর্ণ আয়াতটি অন্তত ফরজ নামাজের পরে পড়া উচিত। যাদের মুখস্থ নেই তাদের জন্য মুখস্থ করার সুবিধার্থে সবচেয়ে সহজভাবে আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ দেওয়া হল-
আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ-
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লাতা খুজুহু সিনাতুঁ ওয়ালা নাউম। লাহু মাফিস সামাওয়াতি ওমাফিল আরদ্ব। মান জাল্লাজি ইয়াসফা উ ইনদাহু ইল্লা বি ইজনি হি। ইয়া'লামু মা বাইনা আইদি হিম ওয়ামা খাল ফাহুম। ওয়ালা ইউহি তুনা বিসা ইম মিন ইলমিহি ইল্লা বিমাশা আ ওয়াসিয়া কুরসি। ইউ হুশ সামাওয়াতি ওয়াল আরদ্ব। ওয়ালা ইয়া দুহু হিফ জুহুমা ওয়া হুয়াল আলিউল আজিম।
আরো পড়ুন:
আয়াতুল কুরসি বাংলা অর্থ
আল্লাহ, তিনি ছাড়া কোন উপাস্য নেই। তিনি চিরঞ্জীব ও সর্বদা রক্ষণাবেক্ষণকারী। তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ মন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, সব কিছুই তাঁর মালিকানাধীন। তাঁর হুকুম ব্যতীত এমন কে আছে যে তাঁকে সুপারিশ করতে পারে? তাদের সম্মুখে ও পেছনে যা কিছু আছে সবকিছুই তিনি জানেন। পক্ষান্তরে মানুষ তাঁর জ্ঞানের কোন কিছুই আয়ত্ত করতে সক্ষম নয়, তিনি যে পরিমাণ ইচ্ছে করেন সেটুকু ছাড়া। তার কুরসি, আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে এবং এ দুইয়ের রক্ষণাবেক্ষণ তাঁকে ক্লান্ত করে না। তিনি উচ্চ মর্যাদাশীল ও মহান।
আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ অর্থ ও ফজিলত। ছবি:এআই |
আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ অর্থ ও ফজিলত
আয়াতুল কুরসি পবিত্র আল কুরআনের শ্রেষ্ঠ আয়াত গুলোর মধ্যে অন্যতম। আয়াতটিতে মহাবিশ্বের উপর মহান আল্লাহর ক্ষমতার কথা বর্ণিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আয়াতুল কুরসীকে আল কুরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে বর্ণনা করেছেন। জ্বীন ও শয়তানের অনিষ্ট থেকে মুক্তি ও সুরক্ষার জন্য আয়াতুল কুরসি ভুতের ঝাড়ফুঁকে ব্যবহৃত হয়ে থাকে।
আল কুরআনের অন্যতম শক্তিশালী এই আয়াতটি আধ্যাত্মিক বা শারীরিক সুরক্ষা প্রদান করে, তাই প্রায়শই মুসলিমগণ ভ্রমণে বের হওয়ার আগে ও ঘুমাতে যাওয়ার আগে এটি পাঠ করে থাকেন। সারাদিনের জন্য আয়াতুল কুরসি খাবিস (জ্বীনদের দ্বারা যৌন নিপীড়ন) থেকে সুরক্ষা এবং বেঁচে থাকার জন্য ব্যবহৃত হয়। প্রত্যেক নামাজের পর আয়াতটি পাঠ করলে জান্নাতে প্রবেশ করা যাবে বলেও মুসলিমগণ বিশ্বাস করেন।
আরো পড়ুন:
আয়াতুল কুরসি ফজিলত সম্পর্কে হাদিস
১। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত,
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন, "তোমার কাছে কুরআনের কোন আয়াতটি সর্ব মহান"?
এ প্রশ্নের জবাবে ইবনে কাব রাদিয়াল্লাহু বলেছিলেন, "আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়ুল কাইয়ুম....(আয়াতুল কুরসির প্রথম অংশ)"
তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দ্বারা ইবনে কাব এর বুকে হালকা আঘাত করে বলেন, "আবুল মুনজির (ইবনে কাব)! তোমার জ্ঞান আনন্দদায়ক হোক। এই জ্ঞানের কারণে তোমাকে মোবারকবাদ"। (মুসলিম, হাদিস নং ১৩৯৬)
২। হযরত আবু উমামাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোন বাধা থাকবে না"। ( নাসাঈ, হাদিস নং ৯৪ ৪৮; তাবারানি, হাদিস নং ৭৮৩২)
৩। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে রক্ষা পাবে আর যে সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত নিরাপদ থাকবে"। (আল হাকিম ১/৫৬২)
৪। মোহাম্মদ ইবনে ইসমাইল কর্তৃক বর্ণিত যে, হুমায়দাহ আল বারিকী আবদুল্লাহ ইবনে মাসউদ হতে বলেন, "আল্লাহ আকাশ ও পৃথিবীতে আয়তুল কুরসি অপেক্ষা মহান আর কিছু সৃষ্টি করেননি"।
এর তাফসীরে সুফিয়ান বলেন, "আয়াতুল কুরসি হল আল্লাহর কালাম। আর আকাশ ও পৃথিবীতে আল্লাহর সকল সৃষ্টি থেকে তার কালাম তো মহান হবেই"। (সুনান তিরমিজি, ২৮৮৪ সহীহ)
৫। হযরত আবু জরজুনদুব ইবনে জানাদাহ রাদিয়াল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, "হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার প্রতি সবচেয়ে মর্যাদা সম্পন্ন কোন আয়াতটি নাযিল হয়েছে?"
উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, "আয়াতুল কুরসি"।
৬। আয়াতুল কুরসিকে পবিত্র আল কুরআনের সবচেয়ে ফজিলত পূর্ণ আয়াত বলা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"প্রতিটি জিনিসের একটি চূড়া থাকে। কোরআনের চূড়া হলো সূরা বাকারা। তাতে এমন একটি আয়াত আছে, যা কোরআনের অন্য আয়াতের 'নেতা'। সেটা হল আয়াতুল কুরসি"। (সুনানে তিরমিজি, ৩১১৯)
৭। অন্য এক হাদিসে বলা হয়েছে,
যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে আল্লাহ তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত করে দেবেন এবং সেই ফেরেশতা সারারাত তাকে পাহারা দেবেন, সাথে দুষ্ট জ্বীন ও শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করবেন।
রিলেটেড সার্চ:
আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ, আয়াতুল কুরসি বাংলা, আয়াতুল কুরসি আরবি, আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ অর্থ ও ফজিলত, আয়াতুল কুরসি ফজিলত, আয়াতুল কুরসি বাংলা অর্থ, সূরা আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ অর্থসহ, ayatul kursi bangla uccharon, ayatul kursi bangla meaning, ayatul kursi
সর্বশেষ কথা - আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ - আয়াতুল কুরসি আরবি
প্রিয় পাঠক, আজকের আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ - আয়াতুল কুরসি আরবি শিরোনামের লেখাটি পড়ে বুঝতেই পারছেন এই আয়াতটি অত্যন্ত ফজিলতপূর্ণ। কাজেই আমাদের মধ্যে যাদের আয়াতুল কুরসি আয়াতটি মুখস্ত নেই তারা কষ্ট করে হলেও মুখস্ত করে নেব। আর যারা মুখস্ত করতে পারি নাই তারা দেখে দেখে হলেও পড়ার চেষ্টা করব।
আশা করি আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ আয়াতুল কুরসি আরবি লেখাটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ - আয়তুল কুরসি আরবি লেখাটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন তারাও যেন উপকৃত হতে পারেন। আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ - আয়তুল কুরসি আরবি শিরোনামের লেখাটিতে যদি কোন ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেই ভুল সংশোধনের জন্য কমেন্টে জানিয়ে দিলে চির কৃতজ্ঞ থাকবো। আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ - আয়াতুল কুরসি আরবি লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url