জাহান্নাম কয়টি ও কি কি - ৭ টি জেনে নিন বিস্তারিত

জাহান্নাম কয়টি ও কি কি আসসালামু আলাইকুম। আপনি কি জাহান্নাম কয়টি ও কি কি জানতে চাচ্ছেন? আপনি যদি জাহান্নাম কয়টি ও কি কি জানতে চান তাহলে আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়ুন। 
জাহান্নাম-কয়টি-কি-কি
জাহান্নাম-কয়টি-কি-কি-৭-টি-জেনে-নিন-বিস্তারিত। ছবি-এআই 
আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে জাহান্নাম কয়টি ও কি কি?  জাহান্নামের কোন স্তরে কারা থাকবে? তাই এসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে জাহান্নাম কয়টি ও কি কি এই লেখাটি বিস্তারিত মনোযোগ সহকারে পড়তে হবে। আশা করি আমাদের সাথেই থাকবেন।

জাহান্নাম কয়টি ও কি কি

আরবি শব্দ জাহান্নাম বা দোযখ ইসলামের পরিভাষায় পরকালের আবাসস্থল যা এমন পাপীদের জন্য নির্দিষ্ট, যারা আল্লাহর ক্ষমা লাভ করবে না। জাহান্নাম ১ (এক) টি। 

আল কুরআনের বর্ণনা অনুযায়ী - জাহান্নামের দরজা ৭ (সাত) টি এবং এর স্তরও ৭ (সাত) টি। জাহান্নামের এই সাতটি দরজার জন্য পৃথক পৃথক দল রয়েছে। আবার জাহান্নাম একটি আরেকটির ওপর স্থাপিত অর্থাৎ জাহান্নামের সাতটি স্তর রয়েছে। জাহান্নামের যত নিম্ন স্তরের আগুন হবে, তত তাপমাত্রা বেশি হবে।

আল্লাহ সুবহানওতায়ালা বলেন,

وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ . لَهَا سَبْعَةُ أَبْوَابٍ لِّكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَّقْسُومٌ

অর্থ: "তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। এর সাতটি দরজা আছে। প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল আছে"। (সূরা - আল হিজর, আয়াত: ৪৩, ৪৪)

জাহান্নামের দরজা কয়টি ও কি কি 

আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন,
জাহান্নামের সাতটি দরজা হল:

১। জাহান্নাম  ( দুর্ভোগ, তীব্রতা, অন্ধকার )
২। লাজা  ( লেলিহান আগুন )
৩। সাঈর  ( উজ্জ্বল অগ্নিকাণ্ড )
৪। হুতামাহ  ( চূর্ণবিচূর্ণকারী প্রজ্বলিত আগুন )
৫। সাকার  ( গলিয়ে দেওয়া বা ঝলসে দেওয়া )
৬। জাহীম  ( কঠিন জ্বলন্ত আগুন ) এবং
৭। হাবিয়াহ ( অতল গহ্বর )।

আরো পড়ুন: 
তো চলুন বন্ধুরা জাহান্নামের সাতটি দরজা সম্পর্কে বিস্তারিত জেনে নেই -

১। জাহান্নাম  ( দুর্ভোগ, তীব্রতা, অন্ধকার )

পবিত্র আল-কুরআনে জাহান্নাম শব্দটি ৭৭ জায়গায় দেওয়া আছে। মহান আল্লাহ তায়ালা বলেন -

" সুতরাং তোমরা জাহান্নামের দরজা গুলোতে প্রবেশ কর, সেথায় চিরস্থায়ী থাকার জন্য। দেখো অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট"!  ( সূরা: নাহল, আয়াত নম্বর - ২৯ )।

২। লাজা  ( লেলিহান আগুন )

মহান আল্লাহ তায়ালা বলেছেন,
"না, কখনোই নয়! এটা তো লেলিহান অগ্নি। যা দেহ হতে চামড়া খসিয়ে দিবে। জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে, যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল। সে সম্পদ পুঞ্জিভূত এবং সংরক্ষিত করে রেখেছিল"। ( সূরা: মাআরিজ, আয়াত নম্বর - ১৫-১৮)।

৩। সাঈর  ( উজ্জ্বল অগ্নিকাণ্ড )

মহান আল্লাহ তায়ালা এরশাদ করেন-
"শয়তান তোমাদের শত্রু;  সুতরাং তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। সে তো তার দলবলকে এজন্য আহ্বান করে যে, ওরা যেন (সাঈর) জাহান্নামবাসী হয়"। ( সূরা ফাত্বির: ৬ )

৪। হুতামাহ  ( চূর্ণবিচূর্ণকারী প্রজ্বলিত আগুন )

মহান আল্লাহ তা'আলা এরশাদ করেন-
 "কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। কিসে তোমাকে জানালো, হুতমাহ কি?  তাহলে আল্লাহর প্রজ্বলিত অগ্নি। যা হৃদয়কে গ্রাস করবে। নিশ্চয়ই তা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভ সমুহে"। (সূরা: হুমাযাহ, আয়াত নাম্বার: ৪ - ৯)

৫। সাকার  ( গলিয়ে দেওয়া বা ঝলসে দেওয়া )

মহান আল্লাহ তা'আলা এরশাদ করেন- 
"তারা থাকবে জান্নাতে এবং তারা জিজ্ঞাসাবাদ করবে- অপরাধীদের সম্পর্কে, তোমাদেরকে কিসে সাকার (জাহান্নাম) এ নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। আমরা অভাবগ্রস্তদেরকে অন্ন দান করতাম না এবং আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় নিমগ্ন থাকতাম। আমরা কর্মফল দিবসকে মিথ্যা মনে করতাম। পরিশেষে আমাদের নিকট মৃত্যু আগমন করলো। ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন কাজে আসবে না"।  (সূরা: মুদ্দাস্সির, আয়াত নম্বর: ৪০ -৪৮)

৬। জাহীম  ( কঠিন জ্বলন্ত আগুন )

মহান আল্লাহ তায়ালা এরশাদ করেন-
" আর যারা অবিশ্বাস করে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করে, তারাই (জাহিম) জাহান্নামের অধিবাসী"। (সূরা মাইদাহ, আয়াত নম্বর: ১০-৮৬)

৭। হাবিয়াহ ( অতল গহ্বর, পাতাল )

মহান আল্লাহ তায়ালা এরশাদ করেন-
"কিন্তু যার পাল্লা হালকা হবে, তার স্থান হবে হাবিয়াহ। কিসে তোমাকে জানালো, তা কি? তা অতি উত্তম অগ্নি"।  ( সূরা: কারিআহ, আয়াত নাম্বার: ৮-১১ )।

আরো পড়ুন: 

জাহান্নামের কোন স্তরে কারা থাকবে

আমরা এখন জাহান্নামের কোন স্তরে কারা থাকবে এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই-

আলী রাযি বলেন,

أَبْوَاب جَهَنَّم سَبْعَة بَعْضهَا فَوْق بَعْض , فَيَمْتَلِئ الْأَوَّل , ثُمَّ الثَّانِي , ثُمَّ الثَّالِث , ثُمَّ تَمْتَلِئ كُلّهَا

অর্থ: জাহান্নামের দরজা সাতটি। একটি আরেকটির ওপর স্থাপিত (ওপর-নিচ)। প্রথমটি পূর্ণ হয়ে গেলে দ্বিতীয়টি, এরপর তৃতীয়টি .... এভাবে সবগুলো পূর্ণ করা হবে।
( - শায়েখ উমায়ের কোব্বাদী)।

জাহান্নাম এর -
  • প্রথম স্তরে থাকবে গুনাহগার মুসলিমরা ।
  • দ্বিতীয় স্তরে থাকবে ইয়াহুদীরা। 
  • তৃতীয় স্তরে থাকবে খ্রিস্টানরা।
  • চতুর্থ স্তরে থাকবে সাবীয়ারা। 
  • পঞ্চম স্তরে থাকবে অগ্নি পূজাকারীরা। 
  • ষষ্ঠ স্তরে থাকবে এবং 
  • সর্বনিম্ন সপ্তম স্তরে থাকবে মুনাফিকরা।
জাহান্নামের সর্বনিম্ন স্তর হলো সর্ব নিকৃষ্ট। মুনাফিক ব্যক্তিরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। মহান আল্লাহ তায়ালা পবিত্র আল কুরআনে বলেছেন, 

"মুনাফিক (কপট) ব্যক্তিরা অবশ্যই দোযখের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এবং তাদের জন্য তুমি কখনো কোন সাহায্যকারী পাবে না"।  (সূরা: নিসা, আয়াত নাম্বার: ১৪৫ )


সর্বশেষ কথা:  জাহান্নাম কয়টি ও কি কি

জাহান্নাম হল শাস্তির নিবাস। মহান আল্লাহ তায়ালা কাফের ও পাপিষ্ঠদের জন্য আখিরাতের প্রতিদান হিসেবে জাহান্নাম তৈরি করে রেখেছেন। প্রিয় পাঠক, আশা করি আপনারা আজকের জাহান্নাম কয়টি ও কি কি এই লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়েছেন। আজকের এই জাহান্নাম কয়টি ও কি কি লেখাটি পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে লেখাটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও উপকৃত হতে পারে। মহান আল্লাহ তায়ালা আমাদের সকল দোষ ত্রুটি ক্ষমা করে জাহান্নামের কঠিন শাস্তি থেকে যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন - আমিন।।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url