সূরা ফাতিহা বাংলা অর্থসহ pdf

সূরা ফাতিহা বাংলা অর্থসহ pdf জেনে নিন আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক আপনি কি সূরা ফাতিহা বাংলা অর্থ সহ,  সূরা ফাতিহা বাংলা লেখা সম্পর্কে জানতে চান? আজকে আপনাদের মুসলমানদের প্রধান ধর্মীয় মহাগ্রন্থ আল কোরআনের প্রথম সূরা ফাতিহা বাংলা অর্থসহ  জানাবো। আশা করি আপনারা সাথেই থাকবেন।
সূরা-ফাতিহা-বাংলা-অর্থসহ-pdf
সূরা-ফাতিহা-বাংলা-অর্থসহ। ছবি-এআই 
সূরা ফাতিহা কে উম্মুল কোরআন বা কোরআনের মা জননী বলা হয়। মোট সাতটি আয়াত বা বাক্য সমৃদ্ধ মাক্কী  সূরা ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি সূরা। সূরা ফাতিহা কেউ তেলাওয়াত করলে আল্লাহ সাথে সাথে তার জবাব দিয়ে থাকেন। সূরা ফাতিহা এতটাই মর্যাদা সম্পন্ন, তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ যে, মুসলমানদের অন্যতম ফরজ ইবাদত 'নামাজ' এর প্রত্যেক রাকাতের শুরুতে এই সূরা তেলাওয়াত বাধ্যতা মূলক করা হয়েছে।

সূরা ফাতিহা বাংলা অর্থসহ pdf

সূরা ফাতিহা কে আল কোরআনের ১১৪ টি সূরার মধ্যে বিশেষ মর্যাদাপূর্ণ হিসেবে বলা হয়েছে। মহান আল্লাহ যখন কোরআনের বিভিন্ন সূরা ও আয়াত জিবরাঈল আঃ এর মাধ্যমে দিতেন, তখন ভেঙ্গে ভেঙ্গে দিতেন। কিন্তু সুরা ফাতিহা পরিপূর্ণরূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম এর নিকট নাযিল হয়েছে।

সূরা ফাতিহা

ফাতিহা শব্দের অর্থ শুরু, ভূমিকা বা উন্মুক্তকরণ। পুরো কোরআন শরীফের সারমর্ম বা সারবস্তু ৭টি আয়াত বিশিষ্ট সূরা ফাতেহা এ নিহিত রয়েছে। সূরা ফাতিহা এর ব্যাখ্যা হল পুরো কোরআন শরীফ। তো চলুন বন্ধুরা সূরা ফাতিহা আরবি লেখা জেনে আসি।

সূরা ফাতিহা আরবি লেখা -উচ্চারণ

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
الرَّحْمَٰنِ الرَّحِيمِ
مَالِكِ يَوْمِ الدِّينِ
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ
غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

সূরা ফাতিহা বাংলা লেখা - উচ্চারণ

বিসমিল্লাহির রহমানির রাহিম।
১। আল্ হামদু লিল্লাহি রাব্বিল আ'লামিন।
২। আর রাহমানির রাহিম।
৩। মা-লিকি ইয়াওমিদ্দিন।
৪। ইয়া কানা' বুদু ওয়া ইয়া কানা'স তাই-ন।
৫। ইহ্ দিনাস সিরাতা'ল মুস্তাকিম।
৬। সিরাতা'ল্লাজি-না আন্ আমতা আলাইহিম 
৭। গাইরিল মাগদুবি আ'লাইহিম ওলাদ্দ'আলি-ন। (আমিন)

সূরা ফাতিহা বাংলা উচ্চারণ ছবি - বাংলা অর্থ

পরম করুনাময় অতি দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি
১। সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
২। যিনি পরম করুনাময়; পরম দয়ালু।
৩। বিচার দিনের একমাত্র মালিক।
৪। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
৫। তুমি আমাদের সঠিক পথ দেখাও।
৬। সেই সমস্ত লোকের পথ, যাদের তুমি অনুগ্রহ দান করেছ।
৭। তাদের পথ নয়; যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং পথভ্রষ্ট হয়েছে।

আরো পড়ুন

সূরা ফাতিহা বাংলা অর্থসহ pdf - ফজিলত

সূরা ফাতিহা আল কোরআন শরীফের সর্বপ্রথম সূরা। সূরা ফাতিহা এর সাতটি আয়াতের মধ্যে প্রথম তিনটি আয়াতে মহান আল্লাহ তায়ালার পরিচয় রয়েছে। আর শেষ তিন আয়াতে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা বর্ণনা রয়েছে। মহান আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি যোগাযোগ স্থাপনকারী হল এই সূরা ফাতিহা। তাই এই সূরা অত্যন্ত মর্যাদা সম্পন্ন, গুরুত্বপূর্ণ এবং ফজিলত পূর্ণ।

সূরা ফাতিহার প্রথম অংশে মহান আল্লাহ তায়ালার পরিচয় প্রকাশ পেয়েছে এবং শেষ অংশে আল্লাহর কাছে আমাদের প্রত্যাশার মাঝে বলা হয়েছে - "ইয়া কানা' বুদু ওয়া ইয়া কানা'স তাই-ন" অর্থাৎ "আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি"। সুতরাং সূরা ফাতিহার এই চতুর্থ আয়াতকে আমরা আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপনকারী বলতে পারি।

সূরা ফাতিহার ফজিলত - সূরা ফাতিহা বাংলা অর্থসহ pdf

বস্তুত সূরা ফাতেহা হচ্ছে একটি দোয়া। যখন কেউ মহাগ্রন্থ আল-কোরআন পড়তে শুরু করবে তখনই আল্লাহ তায়ালাতাকে এ দোয়াটি শিখিয়ে দেন। কেননা আল কোরআনের প্রথম এই সূরাটি সন্নিবেশ করা হয়েছে। এই সূরাটি আল কোরআনের প্রথমেই দেওয়ার অর্থ হল - তুমি যদি এই কোরআন থেকে সত্যিই লাভবান হতে চাও, তাহলে আল্লাহর প্রশংসা করো এবং সাহায্য প্রার্থনা করো।
সূরা-ফাতিহা-বাংলা-উচ্চারণ-ছবি
সূরা-ফাতিহা-বাংলা-উচ্চারণ-ছবি। ছবি-এআই 
আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত -
একবার রাসূলুল্লাহ (সাঃ) একদল সাহাবীকে একটি সামরিক যুদ্ধে পাঠালেন। দীর্ঘদিনের পথ। পথে সাহাবীরা একটি লোকালয় এলাকা খুঁজে পেলেন।  তারা ভাবলেন কিছুদিন হয়তো এখানে আশ্রয় নেয়া যাবে কিন্তু লোকালয়ের লোকজন সাহাবীদের মোটেই ভালো চোখে দেখলো না।  তারা তো কোন সাহায্য করলোই না বরং রুক্ষ ও অমানবিক আচরণ করল।এরপর সাহাবীরা সিদ্ধান্ত নিলো, এখানে তারা এক রাতের বেশি অবস্থান করবে না। আগামীকাল সূর্যোদয়ের আগেই রওনা দেবে।

সেই রাতে ওই এলাকার তাদের গোত্র প্রধানকে এক বিষাক্ত সাপে দংশন করলো। উক্ত এলাকার লোকজন, চিকিৎসকরা অনেক চেষ্টা করেও সাপের বিষ নামাতে পারলো না। এবার নিশ্চিত মৃত্যু ভেবে লোকজন বাধ্য হয়ে শেষ চেষ্টা ওই সাহাবীদের কাছে এসে বলল, 'আপনাদের মধ্যে এমন কেউ কি আছে, যে সাপের বিষ নামাতে জানে? আমাদের এক দলনেতাকে সাপে কামড় দিয়েছে'।

সাহাবীদের মধ্যে একজন বলে উঠলেন, আমরা আপনাদের কাছ থেকে কোন ভালো আচরণ পায়নি, তবু দেখি চেষ্টা করে যদি তিনি সুস্থ হন, তাহলে এর বিনিময়ে আপনারা কি দিবেন?
লোকালয়ের লোকজন বলল, 'যে আমাদের দলনেতাকে সুস্থ করে দিতে পারবে, তার জন্য ৩০ টি বকরি পুরস্কার  দেওয়া হবে'।

[ সূরা ফাতিহা বাংলা অর্থসহ pdf - সূরা ফাতিহা বাংলা উচ্চারণ ছবি - সূরা ফাতিহা বাংলা লেখা ]

তাদের এই পুরস্কারের ঘোষণা শুনে সাহাবীরা রাজি হলেন। তারা দলে নেতার পাশে গিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে দিলেন-

বিসমিল্লাহির রহমানির রাহিম।
আল্ হামদু লিল্লাহি রাব্বিল আ'লামিন। আর রাহমানির রাহিম। মা-লিকি ইয়াওমিদ্দিন। ইয়া কানা' বুদু ওয়া ইয়া কানা'স তাই-ন। ইহ্ দিনাস সিরাতা'ল মুস্তাকিম। সিরাতা'ল্লাজি-না আন্ আমতা আলাইহিম গাইরিল মাগদুবি আ'লাইহিম ওলাদ্দ'আলি-ন। (আমিন)

কিছু বর্ণনা অনুযায়ী জানা যায়, সাহাবীরা সাতবার সূরা ফাতিহা তেলাওয়াত করেছিলেন। তারপর সামান্য থুতু নিয়ে উক্ত সাপে কাটা ক্ষতস্থানে মেখে দিয়েছিলেন। কিছুক্ষণ পর উক্ত এলাকার দলপতি সুস্থতা অনুভব করতে লাগলেন। তিনি রোগমুক্ত হয়ে গেলেন। প্রতিশ্রুতি অনুযায়ী সাহাবীদের ৩০টি বকরী পুরস্কার দেওয়া হয়েছিল।

সেখান থেকে ফিরে আসার সময় এক সাহাবীর মনে হল, আচ্ছা এই বকরিগুলো তো আল্লাহর আয়াত ব্যবহার করে পেয়েছি, এগুলো খাওয়া কি হালাল হবে?

এরপরেই সাহাবীরা সিদ্ধান্ত নিলেন, এখন কিছু করার দরকার নেই। আগে মদিনায় ফিরে যাওয়া হোক। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপার কি বলেন তা জানা প্রয়োজন। তারপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সব কিছু ঘটনা খুলে বললেন।

মহানবী সা ঘটনা শুনে অবাক হলেন এবং বললেন, 'তোমরা কি করে জানলে যে সূরা ফাতিহা দিয়ে রোগের চিকিৎসা হয়? আমিতো এ ব্যাপারে তোমাদের কিছুই বলিনি'।
মহানবী (সাঃ) ঘটনা শুনে হাসতে হাসতে বললেন, 'এগুলো সবার মধ্যে সমানভাবে বন্টন করে দাও এবং আমার জন্য একটি অংশ রেখো'।
সাহাবীগণ খুশি হয়ে চলে গেলেন এবং বকরিগুলো সবার মধ্যে সমানভাবে বন্টন করে দিলেন।  (বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ শরীফ)।

রিলেটেড সার্চ-  সূরা ফাতিহা বাংলা অর্থসহ pdf, সূরা ফাতিহা বাংলা উচ্চারণ ছবি, সূরা ফাতিহা বাংলা লেখা, সুরা ফাতিহা আরবি লেখা, সূরা ফাতিহা, সূরা ফাতিহা বাংলা উচ্চারণ।

সর্বশেষ -  সূরা ফাতিহা বাংলা অর্থসহ pdf

প্রিয় পাঠক সূরা ফাতিহা বাংলা অর্থসহ pdf  শিরোনাম লেখাটি আপনাদের মাঝে বিস্তারিত ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। সূরা ফাতেহা অত্যন্ত মর্যাদা সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ। আসলে পুরো কোরআনের ব্যাখ্যা এই সূরা ফাতিহার মধ্যে বিদ্যমান। অন্যতম ফরজ ইবাদত নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ নামাজের মধ্যে সুরা ফাতিহা পাঠ না করলে নামাজ কবুল হবে না।
সুতরাং সূরা ফাতিহা আমাদের বুঝে পড়ার তৌফিক আল্লাহ যেন আমাদের দেন -আমিন। সূরা ফাতিহা বাংলা অর্থসহ pdf  শিরোনামের লেখাটি পড়ে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে শেয়ার করুন, যেন আপনার বন্ধু-বান্ধবও উপকৃত হতে পারেন। লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url