২০০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২৫ | Best Smartphone Under 20000
২০০০০ টাকার মধ্যে ভাল ফোন ২০২৫ আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আপনি কি ২০০০০ টাকার মধ্যে ভাল ফোন ২০২৫ খুঁজছেন? নতুন বছরে স্মার্টফোন বাজারে চলছে নতুন ঝড়! কোন চিন্তা নেই! আপনি যদি ২০০০০ টাকার মধ্যে ভাল ফোন ২০২৫ পেতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুুুন।
২০০০০-টাকার-মধ্যে-ভালো-ফোন-২০২৫। ছবি-এআই |
আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব, ২০০০০ টাকার মধ্যে ২০২৫ সালের সেরা কিছু স্মার্টফোন নিয়ে। মোবাইলের অনলাইন মার্কেট থেকে ব্যাপক রিসার্চ করে আপনাদের জন্য একদম সঠিক তথ্যগুলো পরিবেশন করা হয়েছে আজকের লেখায়। আশা করি, ২০০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২৫ শিরোনামের লেখাটি মনোযোগ সহকারে পড়বেন।
২০০০০ টাকার মধ্যে ভাল ফোন ২০২৫ - Best Smartphone Under 20000 in 2025:
স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি অংশ হয়ে গেছে। আর এই স্মার্ট ফোন কেনার আগে আমরা অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগে থাকি। কেননা, বাজারে নানান ব্রান্ডের নানান দামের ফোন পাওয়া যায় কিন্তু স্বল্প বাজেট থাকলে ভালো ফোন খুঁজে পাওয়া কঠিন মনে হতে পারে। আর আপনাদের এসব সমস্যার কথা মাথায় রেখেই আমরা আপনাদের জন্য স্বল্প বাজেটে ২০০০০ টাকার মধ্যে ভাল ফোন ২০২৫ লেখাটি নিয়ে এসেছি।
যুগের সাথে তাল মিলাতে ও প্রযুক্তির সঙ্গে এগিয়ে নিতে আপনাকে এই স্মার্টফোন অনেক সাহায্য করবে। শুধু ছবি তোলা ও গান শোনার জন্যই নয়, অনেক নিত্য প্রয়োজনীয় প্রয়োজন মিটিটিয়ে থাকে এই ছোট্ট স্মার্ট ফোন। তাই ফোন কেনার আগে ফোনের ফিচার সম্পর্কে আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। তাই কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা আমরা ২০০০০ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২৫ সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
আকর্ষণীয় ও জনপ্রিয় ২০০০০ টাকার মধ্যে ভালো ফোন ২০২৫ এর তালিকা:
- স্যামসাং এ০৫এস - Samsung A05s
- স্যামসাং গ্যালাক্সি এ০৫এস - Samsung Galaxy
- স্যামসাং গ্যালাক্সি এ ১৫ ৪ জি - Samsung Galaxy A15 4G
- স্যামসাং গ্যালাক্সি এ ১৫ - Samsung Galaxy A15
- স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি - Samsung Galaxy M34 5G
- রিয়েলমি নারজো এন৫৫ - Realme Narzo N55
- রিয়েলমি সি৬৫ - Realme C65
- ভিভো ওয়াই২৮ - Vivo Y28
- স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি - Samsung Galaxy M13 5G
- স্যামসাং গ্যালাক্সি এ২৩ - Samsung Galaxy A23
- স্যামসাং গ্যালাক্সি এফ১৩ - Samsung Galaxy F13
- স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি - Samsung Galaxy A22 5G
- স্যামসাং গ্যালাক্সি এম২১ - Samsung Galaxy M21
- ভিভো ওয়াই২০০টি - Vivo Y200t
- রিয়েলমি নারজো ৭০এক্স - Realme Narzo 70X
- হাওয়াই এনজয় ৭০জেড - Huawei Enjoy 70Z
- সাওমি রেডমি ১৩সি - Xiaomi Redmi 13C
- সাওমি রেডমি ১৩সি - Xiaomi Redmi 13C
- সাওমি রেডমি ১৩সি - Xiaomi Redmi 13C
- সাওমি রেডমি নোট ১৩ ৪জি - Xiaomi Redmi Note 13 4G
- ওয়ালটন নেক্সজি এন৮ - Walton NEXG N8
- সাওমি পোকো এক্স৬ নিও - Xiaomi Poco X6 Neo
আরো পড়ুন:
স্যামসাং এ০৫এস - Samsung A05s:
বর্ণনা:
ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি। এইপিএস এলসিডি ডিসপ্লে। ৯০ হার্জ রিফ্রেশ রেট এইচডি, ( ১০৮০x২৪০০)।
প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি ৮০ ৪ জি।
র্যাম: ৪ জিবি
স্টোরেজ: ১২৮ জিবি
ব্যাটারি: ৫ হাজার এমএএইচ
ক্যামেরা: মেইন ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
ফিঙ্গারপ্রিন্ট: সাইড মাউন্টেড
মূল্য: ১৭,০০০ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এ ১৫ ৪ জি - Samsung Galaxy A15 4G:
বর্ণনা:
ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি। সুপার এমোলে। এফএইচডি+। ( ১০৮০x২৩৪০0। ৯০ হার্জ রিফ্রেশ রেট ।
প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি ৯৯র্যাম: ৬ জিবি
স্টোরেজ: ১২৮ জিবি
ব্যাটারি পাঁচ হাজার এম এ এইচ
নেটওয়ার্ক: ২জি /৩জি/ ৪জি
ক্যামেরা: মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, ২ মেগাপিক্সেল ম্যাক্রো
সেলফি ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
ফিঙ্গারপ্রিন্ট: সাইড মাউন্টেড
মূল্য: ১৮,০০০ টাকা / ১৮,৫০০ টাকা। (৫জি ভেরিয়েন্ট এর নিলে দাম আরো বেশি হতে পারে)।
স্যামসাং গ্যালাক্সি এ০৫এস - Samsung Galaxy A05s:
বর্ণনা:
র্যাম: ৪ জিবি
রোম: ৬৪ জিবি
মূল্য: ১৭ হাজার ৫৯৯ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এ ১৫ - Samsung Galaxy A15:
বর্ণনা:
প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি৯৯
র্যাম: ৮ জিবি
রোম: ১২৮ জিবি
ক্যামেরা: ট্রিপল ৫০ এমপি মেইন, ৫ এমপি আল্ট্রা ওয়াইড ২এমপি ডেপথ
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
ডিসপ্লে: ৬.৫ ইঞ্চি এফএইচডি + সুপার অ্যামোলেড
মূল্য: ২১,৫০০ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি - Samsung Galaxy M34 5G:
বর্ণনা:
প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০
র্যাম: ৬ জিবি
রোম: ১২৮ জিবি
ক্যামেরা: ৫০ এমপি মেইন, ৮ এমপি আলট্রা ওয়াইড, ৫এমপি ম্যাক্রো, ২ এমপি ডেপথ
ব্যাটারি: ৫ হাজার এমএএইচ
ডিসপ্লে: ৬.৪ ইঞ্চি সুপার অ্যামলেড
অন্যান্য: ৫জি, ওয়ান ইউআই ৪.১, গরিলা গ্লাস ৫
মূল্য: ২০,১০০ টাকা।(এই মডেলের আরেকটি ভেরিয়েন্ট ৮ জিবি /১২৮ জিবি পাবেন ২৫ হাজার টাকায়)
রিয়েলমি নারজো এন৫৫ - Realme Narzo N55:
বর্ণনা:
ডিসপ্লে: ৬. ৭২ ইঞ্চি। এইপিএস এলসিডি ডিসপ্লে। ৯০ হার্জ রিফ্রেশরেট। এইচডি (১০৮০ x ২৪০০) ।
প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি ৮৮
র্যাম: ৬ জিবি
স্টোরেজ: ১২৮ জিবি
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
ক্যামেরা: মেইন ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
ফিঙ্গারপ্রিন্ট: সাইড মাউন্টেড
মূল্য: ১৮ হাজার ৫০০ টাকা।
রিয়েলমি সি৬৫ - Realme C65
বর্ণনা:
ডিসপ্লে: ৬. ৬৭ ইঞ্চি। এইপিএস এলসিডি ডিসপ্লে। ৯০ হার্জ রিফ্রেশরেট। এইচডি (৭২০x১৬০৪)।
প্রসেসর: মিডিয়াটেক হেলিয়া জি৮৫
স্টোরেজ: ১৮ জিবি
র্যাম: ৮ জিবি
ব্যাটারি: ৬০০০ এমএএইচ
ক্যামেরা: মেইন ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল, ডেপথ সেন্সর।
সেলফি ক্যামেরা: ৮মেগাপিক্সেল
ফিঙ্গারপ্রিন্ট: সাইড মাউন্টেড
মূল্য: ১৯ হাজার টাকা।
ভিভো ওয়াই২৮ - Vivo Y28
বর্ণনা
ডিসপ্লে: ৬.৬৮ ইঞ্চি। এইপিএস এলসিডি ডিসপ্লে। ৯০ হার্জ রিফ্রেশরেট। এইচডি (৭২০x১৬০৮)।
প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি৮৫
স্টোরেজ: ১২৮ জিবি
ব্যাটারি ৬০০০ এম এ এইচ
র্যাম: ৬ জিবি
ক্যামেরা: মেইন ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল, ডেপথ সেন্সর
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
ফিঙ্গারপ্রিন্ট: সাইড মাউন্টেড
মূল্য ২০ হাজার ৫০০ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি - Samsung Galaxy M13 5G
বর্ণনা:
র্যাম: ৪ জিবি
রোম: ৬৪ জিবি
মূল্য: ১৭,৫০০ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এ২৩ - Samsung Galaxy A23
বর্ণনা:
র্যাম: ৪ জিবি
রোম: ৬৪ জিবি
মূল্য: ২০,৫০০ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এফ১৩ - Samsung Galaxy F13
বর্ণনা:
র্যাম: ৪ জিবি
রোম: ৬৪ জিবি
মূল্য: ১৯,৯৯৯ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি - Samsung Galaxy A22 5G
বর্ণনা:
র্যাম: ৪ জিবি
রোম: ৬৪ জিবি
মূল্য: ১৯,০০০ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এম২১ - Samsung Galaxy M21
বর্ণনা:
র্যাম: ৪ জিবি
রোম: ৬৪ জিবি
মূল্য: ১৮,৯৯৯ টাকা।
ভিভো ওয়াই২০০টি - Vivo Y200t
বর্ণনা:
র্যাম: ৮ জিবি
রোম: ১২ জিবি
মূল্য: ২০,০০০ টাকা।
রিয়েলমি নারজো ৭০এক্স - Realme Narzo 70X
বর্ণনা:
র্যাম: ৪ জিবি
রোম: ৬৪ জিবি
মূল্য: ১৮,০০০ টাকা।
হাওয়াই এনজয় ৭০জেড - Huawei Enjoy 70Z
বর্ণনা:
র্যাম: ৪ জিবি
রোম: ৬ জিবি
মূল্য: ১৮,০০০ টাকা।
সাওমি রেডমি ১৩সি - Xiaomi Redmi 13C
বর্ণনা:
র্যাম:৮ জিবি
রোম: ২৫৬ জিবি
মূল্য: ১৬,৯৯৯ টাকা।
সাওমি রেডমি ১৩সি - Xiaomi Redmi 13C
বর্ণনা:
র্যাম:৬ জিবি
রোম: ১২৮ জিবি
মূল্য: ১৪,৯৯৯ টাকা।
সাওমি রেডমি ১৩সি - Xiaomi Redmi 13C
বর্ণনা:
র্যাম: ৪ জিবি
রোম: ১২৮ জিবি
মূল্য: ১৩,৯৯৯ টাকা।
সাওমি রেডমি নোট ১৩ ৪জি - Xiaomi Redmi Note 13 4G
বর্ণনা:
র্যাম:৮ জিবি
রোম: ২৫৬ জিবি
মূল্য: ১৯,৯৯৯ টাকা।
ওয়ালটন নেক্সজি এন৮ - Walton NEXG N8
বর্ণনা:
র্যাম: ২জিবি
রোম: ১২৮ জিবি
মূল্য: ১৫,৪৯৯ টাকা।
সাওমি পোকো এক্স৬ নিও - Xiaomi Poco X6 Neo
বর্ণনা:
র্যাম: ৮ জিবি
রোম: ১২৮জিবি
মূল্য: ১৯,৬৯৯ টাকা।
২০০০০-টাকার-মধ্যে-ভালো-ফোন। ছবি-এআই |
বিশেষ দ্রষ্টব্য:
ফোনের দাম কিন্তু যেকোনো সময় আপ ডাউন করে আবার কোন কোন শোরুম বিভিন্ন অফার দিয়ে থাকে, সেক্ষেত্রে ফোনের দাম কম বেশি হতে পারে এই তথ্যটি মাথায় রেখে ফোনের বাজারে খোঁজ নিন।
অনেক ক্রেতা রই স্মার্টফোনের জন্য বেশি টাকা খরচ করা সামর্থ্য থাকে না তাই ২০ হাজার টাকার বাজেটেও ভালো ফোন পাওয়া সম্ভব। প্রযুক্তি দ্রুতই পরিবর্তন হচ্ছে তাই বারবার নতুন ফোন কেনার চেয়ে কম দামে ভালো ফোন ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।
ফোন কেনার সময় মনে রাখবেন:
বাজারের ফোন কেনার সময় নিম্নলিখিত বিষয়গুলোর ওপর খেয়াল রাখবেন-
- চাহিদা
- ব্র্যান্ড
- ফিচার
- স্পেসিফিকেশন
- কাস্টমার রিভিউ।
চাহিদা:
লং-এলাচ-খেলে-কি-হয়। ছবি-এআই চাহিদা বা প্রয়োজন অনুসারে স্মার্টফোন কিনুন। আপনি যদি গেমিং করতে চান তাহলে ভালো প্রসেসর এবং রেম থাকা ফোন কিনুন। আবার আপনি যদি ছবি তোলার জন্য ভালো ক্যামেরার ফোন কিনতে চান তাহলে ভালো ব্র্যান্ড দেখে কিনুন।
ব্র্যান্ড:
আজকাল বাজারে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায়। ব্র্যান্ডের চেয়ে ফোনের স্পেসিফিকেশন ও ফিচার বিবেচনা করে কিনুন।
ফিচার:
ফাস্ট চার্জিং, ওয়াটার প্রুফ, জেনারেশন ইত্যাদি আপডেট ফিচার আপনার কাজে লাগবে কিনা ভেবে দেখুন।
স্পেসিফিকেশন:
স্মার্টফোনের র্যাম, রোম, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি, ডিসপ্লে ইত্যাদি স্পেসিফিকেশন ভালো করে দেখুন তারপর কিনুন।
কাস্টমার রিভিউ:
আপনি যদি অনলাইনে ফোন কিনতে চান, তাহলে কেনার আগে অবশ্যই অনলাইনে কাস্টমার রিভিউ ভালো করে দেখে নিন।
বিশেষ দ্রষ্টব্য:
এই স্পেসিফিকেশন গুলো যেকোনো সময় পরিবর্তিত হতে পারে, তাই আপনার কাঙ্ক্ষিত ফোনটি কেনার আগে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্পেসিফিকেশন ভালো করে দেখে নিন, তারপর কিনুন।
কোথায় ফোন কিনবেন?
অফলাইন মার্কেট:
মিরপুর মার্কেট, সিঙ্গাপুর মার্কেট, মৌচাক বাজার এর মত মোবাইল মার্কেট থেকে আপনার কাঙ্খিত ফোনটি কিনতে পারেন।
অনলাইন মার্কেট:
Daraz, Pickaboo, Chaldal এর মত অনলাইন শপ থেকে আপনার ফোনটি কিনতে পারেন।
আর সবচেয়ে বড় কথা হলো বর্তমান বাজারে আপনার জন্য কোন স্মার্টফোনটি সবচেয়ে ভালো হবে এটা নির্ধারণ করার জন্য আপনাকে ভালোভাবে বাজার অনুসন্ধান করতে হবে।
সর্বশেষ কথা - ২০০০০ টাকার মধ্যে ভাল ফোন ২০২৫
প্রিয় পাঠক, আপনাদের জন্য ২০০০০ টাকার মধ্যে ভাল ফোন ২০২৫ আর্টিকেলটিতে বিভিন্ন ব্র্যান্ডের ফোন সম্পর্কে তথ্য দেয়ার চেষ্টা করেছি। আজকাল প্রতিযোগিতা মূলক মার্কেটে বিভিন্ন ব্র্যান্ড তাদের সর্বোচ্চ সুবিধা দিয়ে টেকসই ফোন উৎপাদন করে বাজারাত করছেন। সে ক্ষেত্রে আপনি আপনার পছন্দের ব্রান্ড টি দেখে শুনে আপনার সামর্থ্য অনুযায়ী কিনে নিতে পারেন। সে ক্ষেত্রে আপনি স্যামসাং, সাওমি, রেডমি ইত্যাদি ব্রান্ড পছন্দ করতে পারেন।
আশা করি আজকের এই ২০০০০ টাকার মধ্যে ভাল ফোন ২০২৫ আর্টিকেলের মাধ্যমে আপনি আপনার সাধ্যের মধ্যে অর্থাৎ ২০০০০ টাকার মধ্যে ভালো ফোন কিনতে পারবেন। এই তথ্যবহুল ২০০০০ টাকার মধ্যে ভাল ফোন ২০২৫ লেখাটি পড়ে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকের লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url