১ লক্ষ টাকা লোন নিতে চাই

১ লক্ষ টাকা লোন নিতে চাই  ৫০ হাজার টাকা লোন - 50 Thousand Taka Loan আপনি কি এক লক্ষ টাকা লোন নিতে চান? চিন্তা নেই, আমি আপনাকে তিনটি ব্যাংক এবং একটি এনজিও প্রতিষ্ঠানের উপায় বলে দেব যা আপনার আর্থিক সমস্যার সমাধান করে দেবে। শুধু আপনি এই লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
১-লক্ষ-টাকা-লোন-নিতে-চাই
১-লক্ষ-টাকা-লোন-নিতে-চাই। ছবি-এআই 
বিভিন্ন কারণে অনেকের হঠাৎ টাকার প্রয়োজন হয়ে পড়ে। এ সময় অনেক চেষ্টা করেও টাকার ব্যবস্থা না পেয়ে লোনের আশ্রয় নিতে হয়। দরিদ্র মানুষের পাশাপাশি মধ্যবিত্ত উচ্চ মাধ্যমিক এবং ধনী সহ সকল শ্রেণীর পেশাজীবী মানুষেরা লোন নিয়ে থাকে। তাই আজকের লেখাটি পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে এই লোনের সমাধান করা যায়।

১ লক্ষ টাকা লোন নিতে চাই

১ লক্ষ টাকা লোন নিতে চাই বললেই কি পাওয়া যায়? আমাদের দেশের নিম্ন আয়ের পেশাজীবী, কৃষক, প্রান্তিক ক্ষুদ্র উদ্যোক্তা এবং ব্যবসায়ীরা বিভিন্ন কারণে লোনের জন্য চেষ্টা করে থাকেন। আর সব মানুষের কথা চিন্তা করে কিছু আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক এর সমাধানে জন্য এগিয়ে এসেছে। আমি এমনই তিনটি ব্যাংক এবং একটি এনজিওর তথ্য আপনাদের সামনে তুলে ধরব যারা আপনার এক লক্ষ টাকা লোনের সমস্যা সমাধান করে দিতে পারবে। নিচে তিনটি ব্যাংক এবং একটি এনজিওর নাম উল্লেখ করা হলো-

১। ব্র্যাক ব্যাংক 
২। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক - এমটিবি
৩। কর্মসংস্থান ব্যাংক
৪। আশা এনজিও।

১। ব্র্যাক ব্যাংক

১ লক্ষ টাকা লোন নিতে চাই। 'আগামীর স্বপ্ন পূরণের শুরুটা হোক এখনই' এই স্লোগান সামনে রেখে ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন সহজ, দ্রুত লোন প্রসেসিং এবং ঝামেলা হীন পেপার ওয়ার্ক নিয়ে গ্রাহকদের জন্য এগিয়ে এসেছে। তো চলুন, ব্র্যাক ব্যাংকের বিভিন্ন তথ্য সমূহ আমরা জেনে নেই।

ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন

পার্সোনাল লোনের পরিমাণ:  ১ লক্ষ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত।
পার্সোনাল লোনের মেয়াদ:  ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত।

যে সকল গ্রাহক পারসোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন

সরকারি প্রতিষ্ঠান, স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠান, বহুজাতিক প্রতিষ্ঠান, স্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান, ডাক্তার, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, ব্যাংকার, আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষক, চার্টার্ড একাউন্টেন্ট, এসিসিসিএ, সিএমএ, সিপিএ, এফসিএমএ এবং অন্যান্য প্রফেশনাল ব্যাংকের সকল তালিকাভুক্ত প্রতিষ্ঠান এ কর্মরত চাকরিজীবী আবেদন করতে পারবেন।

চাকরির অভিজ্ঞতা: কমপক্ষে ছয় মাস অভিজ্ঞতা প্রয়োজন।

আবেদনের জন্য প্রয়োজনীয় আয়ের পরিমান

  • আপনার আয়ের ক্যাশ অংশ বিবেচনায় নেওয়া হবে।
  • রেন্টাল আয় বিবেচনায় নেওয়া হবে।
  • ডাক্তারদের ক্ষেত্রে চেম্বার প্র্যাকটিস থেকে আয় বিবেচনায় নেওয়া হবে।
  • শিক্ষকদের ক্ষেত্রে টিউশন আয় বিবেচনায় নেওয়া হবে।

জামানত

কোন জামানত প্রয়োজন নেই, শুধুমাত্র পার্সোনাল গ্যারান্টারের প্রয়োজন।

প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস

  • আবেদনকারী এবং গ্যারান্টারের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  • পাসপোর্ট সাইজের ছবি আবেদনকারী ২ কপি এবং গ্যারেন্ডারের ১ কপি।
  • আবেদনকারীর পে-স্লিপ/ সেলারি সার্টিফিকেট/ অ্যাপয়েন্টমেন্ট লেটার।
  • ই-টিন লোনের পরিমাণ পাঁচ লাখের বেশি হলে।
  • গ্যারান্টারের ভিজিটিং কার্ড (যদি থাকে)।
  • অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

অন্যান্য সুবিধা (আবেদনের প্রেক্ষিতে) 

  • টপ আপ এর সুবিধা।
  • লোন টেকওভার এর সুবিধা।
  • পারসোনাল লোন - ক্রেডিট কার্ড প্যাকেজ।

সুদের হার বা ইন্টারেস্ট

  • আকর্ষণীয় ইন্টারেস্ট রেট।
  • বান্ডেল প্রোডাক্ট এর ক্ষেত্রে কার্ড রেট থেকে ০.৫% ইন্টারেস্ট রেট ডিসকাউন্ট।

ফিস ও অন্যান্য চার্জ সমূহ

  • লোন প্রসেসিং ফি-লোনের পরিমাণ এর ০.৫%+১৫% ভ্যাট।
  • সি আই বি চার্জ-প্রকৃত খরচ হিসাবে +১৫% ভ্যাট।
  • স্টাম্প চার্জ-প্রকৃত খরচ হিসাবে +১৫% ভ্যাট।
আপনি যদি ব্র্যাক ব্যাংক পার্সোনাল লোন নিতে আগ্রহী হন তাহলে আপনার নিকটস্থ ব্র্যাক ব্যাংক শাখায় যোগাযোগ করুন অথবা সরাসরি কল করুন, নম্বর: ১৬২২১। এদের সাথে কথা বলে লোনের বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারেন।
১-লক্ষ-টাকা-লোন-নিতে-চাই
১-লক্ষ-টাকা-লোন-নিতে-চাই। ছবি-এআই 

২। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক - এমটিবি

১ লক্ষ টাকা লোন নিতে চাইলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে যোগাযোগ করতে পারেন। এই ব্যাংকের পার্সোনাল লোন প্রকল্প থেকে সহজ সুবিধায় এবং দ্রুতগামী আপনি লোন পেয়ে যেতে পারেন। এই ব্যাংকের স্লোগান হল -  'এমটিবি পার্সোনাল লোন আপনার সকল আর্থিক সমস্যার একমাত্র সমাধান'। এই ব্যাংকের নিজস্ব কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত লোন পেতে পারেন। তো চলুন জেনে নিয়ে যাক এ ব্যাংকের বৈশিষ্ট্য গুলো।

এমটিবি পার্সোনাল লোন বৈশিষ্ট্য

  • লোনের পরিমাণ:  ৫০,০০০  টাকা থেকে ২০ লক্ষ টাকা।
  • সুদের হার:  প্রতিযোগিতা মূলক ইন্টারেস্ট রেট।
  • পরিষদের সময়: ফ্লেক্সিবল ভাবে ৬ মাস থেকে ৬০ মাসের মধ্যে।
  • হিডেন বা লুকানো চার্জ: নেই।
  • ডকুমেন্টেশন ওপ্রসেসিং: খুবই সহজ এবং দ্রুত।
  • বিশেষ বৈশিষ্ট্য: মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই লোন পরিশোধের সুযোগ।
যেকোনো ব্যাংক এনজিও কিংবা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন বা ঋণ সুবিধা নিতে হলে সংশ্লিষ্ট ব্যাংকের বা আর্থিক প্রতিষ্ঠানের লোন যোগ্যতা থাকা প্রয়োজন।

এমটিবি পার্সোনাল লোন যোগ্যতা

ক) বয়স:  ২১ বছর থেকে ৬৫ বছর
খ) অভিজ্ঞতা 
i) বেতনভুক্ত কর্মচারীর ক্ষেত্রে এক বছর সাথে ছয় মাসের স্থায়ী চাকুরীর অভিজ্ঞতা।
ii) স্বনির্ভর ব্যক্তির ক্ষেত্রে এক বছরের ব্যবহারিক অভিজ্ঞতা।
iii) ব্যবসায়ী ব্যক্তির ক্ষেত্রে একই ব্যবসায়ী দুই বছরের অভিজ্ঞতা।

গ) সর্বনিম্ন মাসিক আয়
i) বেতনভুক্ত সরকারি কর্মচারীর ক্ষেত্রে ১৮ হাজার টাকা।
ii) বেতনভুক্ত কর্মচারীর ক্ষেত্রে ২০ হাজার টাকা স্যালারি (একাউন্ট এমটিবিতে)।
iii) বেতনভুক্ত কর্মচারীর ক্ষেত্রে ৩০ হাজার টাকা (সেলারি অন্য ব্যাংকে)।
iv) স্বনির্ভর ব্যক্তির ক্ষেত্রে ৫০০০০ টাকা।
v) ব্যবসায়ীগণ/ ভূমি অধিপতি/ অন্যান্য আয়ের ব্যক্তিবর্গের ক্ষেত্রে ৫০,০০০ টাকা।

উপরে উল্লেখিত মাসিক আয় সমপরিমাণ যোগ্যতা হলে আপনি ১ লক্ষ টাকা লোন পেতে পারেন। নিচের উল্লেখিত লিংকে প্রবেশ করে আপনার কোন নাম ইমেইল এড্রেস ফোন নাম্বার আপনার পেশা আপনার বয়স আপনার ইনকাম ইত্যাদি জাতীয় পরিচয় পত্রের কার্ডের সাথে মিল রেখে সঠিক তথ্য দিয়ে পূরণ করে আবেদন করতে পারেন।

ফরম পেতে এই লিংকে ক্লিক করুন:  এমটিবি লোন আবেদন ফরম

ফর্মটি যথাযথ পূরণ করে সাবমিট করার কয়েক দিনের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষের একজন প্রতিনিধি আপনার সাথে মোবাইল অথবা ইমেইল এড্রেসের মাধ্যমে খুব শীঘ্রই যোগাযোগ করবেন। এভাবে আপনি উক্ত প্রতিনিধির সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে এক লক্ষ টাকা লোন নিতে পারবেন।

৩। কর্মসংস্থান ব্যাংক

১ লক্ষ টাকা লোন নিতে চাই। কর্মসংস্থান ব্যাংক ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের অগণিত বেকার যুবক যুবতীদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান করে আসছে। এই ব্যাংকে লোন নিতে হলে আপনি সশরীরে ব্যাংকে গিয়ে আবেদন করতে পারেন, আবার অনলাইন এর মাধ্যমেও লোন আবেদন করতে পারেন। অন্যান্য ব্যাংকের মতো কর্মসংস্থান ব্যাংক ও লোন আবেদন করার যোগ্যতা থাকতে হবে।

কর্মসংস্থান ব্যাংক লোন আবেদন করার যোগ্যতা

১। আবেদনকারী কে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে
২। আবেদনকারী বা ঋণ গ্রহিতাকে বেকার অর্ধ বেকার হতে হবে।
৩। বয়স সাধারণত ১৮ থেকে ৫০ বছর হতে হবে।

৪। ঋণ গ্রহে তাকে সংশ্লিষ্ট শাখার অধিক ক্ষেত্রের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৫।আবেদনকারী বহনের সক্ষমতা থাকতে হবে।
৬। প্রকল্প পরিচালনার বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ বা অভিজ্ঞতা থাকতে হবে।

৭। আবেদনকারীকে ঋণ ব্যবহারের যোগ্যতা সহ লোন পরিশোধের ক্ষমতা ও আর্থিক আচরণে সুনামের অধিকারী হতে হবে
৮। আবেদনকারী অন্য কোন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এনজিও বা বেসরকারি প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হলে ঋণ পাওয়ার যোগ্য হবে না
৯। লোন নীতিমালার অন্যান্য নিয়ম অনুসরণে নিয়ে সক্ষম হতে হবে

কর্মসংস্থান ব্যাংকের ঋণের পরিমাণ

ক) একক ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা।
খ) ৫ জনের আবেদনকারী গ্রুপের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ লক্ষ টাকা।

ঋণ পরিশোধের সময় সীমা

সাধারণত ২ বছর। তবে প্রকল্পের প্রকৃতি, আকার, ঋণের পরিমাণ, সম্ভাব্য মুনাফা ইত্যাদি বিবেচনা করে ঋণের মেয়াদ ১ বছর থেকে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত হতে পারে। কৃষিভিত্তিক শিল্প স্থাপনে ঋণ সহায়তা কর্মসূচির ক্ষেত্রে সর্বোচ্চ ৮ বছর।

কর্মসংস্থান ব্যাংক লোন আবেদন করার খাত সমূহ

১। মৎস্য সম্পদ
২। প্রাণিসম্পদ
৩। যানবাহন বা পরিবহন সেবা
৪। শিল্প কারখানা
৫।ক্ষুদ্র ও কুটির শিল্প 
৬। সেবা খাত
৭। বাণিজ্যিক খাত ও 
৮। অন্যান্য উৎপাদনশীল প্রকল্প।

কর্মসংস্থান ব্যাংক লোনের সুদের হার

কর্মসংস্থান ব্যাংক থেকে স্বল্প সুদে লোন পাওয়া যায় এবং লোন পেতে জটিল কোন শর্ত পূরণের প্রয়োজন পড়ে না। তাই চলুন কর্মসংস্থান ব্যাংক লোন সুদের হার কত তা জেনে নিই।
  • কৃষি খাতে ৮ থেকে ৯%
  • বাণিজ্যিক খাতে ১৩%
  • ক্ষুদ্র ও কুটির শিল্পে ১৩%
  • প্রাণিসম্পদ খাতে ১০%।
উপরে উল্লেখিত কর্মসংস্থান ব্যাংকের সুদের হার দেওয়া হয়েছে। সুদের হার যেকোনো সময় পরিবর্তনশীল হতে পারে। তাই লোন বা ঋণ নেওয়ার আগে উক্ত প্রতিষ্ঠানের যেকোনো একটি শাখায় গিয়ে নিশ্চিতভাবে জেনে নিতে পারবেন। প্রিয় পাঠক, আপনি কর্মসংস্থান ব্যাংকে যোগাযোগ করে উক্ত প্রসেসে এক লক্ষ টাকা লোন নিতে পারবেন।
১-লক্ষ-টাকা-লোন
১-লক্ষ-টাকা-লোন। ছবি-এআই 

৪। আশা এনজিও

১ লক্ষ টাকা লোন নিতে চাই। আশা এনজিও বাংলাদেশের অন্যতম শীর্ষ একটি আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা, যারা বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষের মধ্যে তিন সেবা প্রদান করে থাকে। আশা এনজিও মূলত প্রত্যন্ত গ্রামীণ এলাকায় ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ী, উদ্যোক্তা, কৃষক, দিনমজুর এবং বিদেশগামীদের মাঝে ঋণ সহায়তা প্রদান করে থাকে। আশা এনজিও তিনটি লোন পদ্ধতিতে লোন দিয়ে থাকে। তার মধ্যে বিশেষ লোন বা স্পেশাল লোনের মাধ্যমে আপনি ১ লক্ষ টাকা লোন নিতে পারবেন।

আশা এনজিও লোন পদ্ধতি

আশা এনজিও লোন পদ্ধতি সম্পর্কে খুঁটিনাটি কিছু নিয়ম কানুন আগে থেকে জেনে নেওয়া ভালো। এই এনজিও ঋণ কার্যক্রম তিনভাগে বিভক্ত করে পরিচালনা করে, পদ্ধতিগুলো হচ্ছে-
  • প্রাথমিক লোন
  • বিশেষ লোন বা স্পেশাল লোন
  • এমএসএমই লোন।

আশা এনজিও প্রাথমিক লোন

আশা এনজিও প্রাথমিক লোন তাদের সবচেয়ে জনপ্রিয় লোন কার্যক্রম। এই লোন ক্ষুদ্র এবং মাঝারি লোন দিয়ে থাকে, যেমন- শিক্ষা লোন, মৌসুমী লোন এবং স্যানিটেশন লোন ইত্যাদি।

লোনের পরিমাণ:  ৫ হাজার টাকা থেকে ৯৯ হাজার টাকা পর্যন্ত।
পরিশোধের মেয়াদ: ৪, ৬ এবং ১২ মাস।

আশা এনজিও বিশেষ লোন বা স্পেশাল লোন

আশা এনজিও বিশেষ লোন বা স্পেশাল লোন তাদের আরেকটি জনপ্রিয় লোন প্রকল্প। আপনি যদি ব্যবসা, যেকোনো ধরনের খামার বা গরুর খামার করতে চান তাহলে এই বিশেষ লোন সুবিধা পাবেন।

বিশেষ লোনের পরিমাণ: ১ লক্ষ টাকা ১০ লক্ষ টাকা পর্যন্ত।
পরিশোধের মেয়াদ:  ১২, ১৮, ২৪ এবং ৩০ মাস।
আপনি এই  আশা এনজিও বিশেষ লোন বা স্পেশাল লোন থেকে ১ লক্ষ টাকা লোন নিতে পারবেন।

আশা এনজিও এমএসএমই লোন

আশা এনজিও লোন প্রকল্পের সবচেয়ে বড় লোন প্রকল্প হল এমএসএমই লোন। আশা এনজিও বড় বড় খাতে এই লোন বিনিয়োগ করে থাকে।

এই লোনের পরিমাণ:  ৩ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত।
এই লোনের মেয়াদ: ৬, ৯, ১২, ১৮, ২৪, ৩০ এবং ৩৬ মাস।

আশা এনজিও লোনের কিস্তি

আশা এনজিও লোন গুলোর মধ্যে তিনটি ভাগ রয়েছে। সেগুলো হল - প্রাথমিক লোন, বিশেষ লোন এবং এমএসএমই লোন এই তিনটি লোনের মধ্যে প্রাথমিক লোন সাপ্তাহিক কিস্তিতে পরিশোধ করতে হয়। বিশেষ লোন এবং এমএসএমই লোন আপনি চাইলে মাসিক কিংবা সাপ্তাহিক যেকোনো একক ভাবে পরিশোধ করতে পারবেন।
আপনি আশা এনজিও তে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করে তার কাঙ্খিত এক লক্ষ টাকা লোন পেতে পারেন।
আরো পড়ুন:

সর্বশেষ কথা: ১ লক্ষ টাকা লোন নিতে চাই

১ লক্ষ টাকা লোন নিতে চাই শিরোনামের লেখাটি পড়ে আশা করি আপনি বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন। এখানে আপনার লোন পাওয়ার সুবিধার জন্য আমি তিনটি ব্যাংক এবং একটি এনজিও;র নাম উল্লেখ করেছি। এরকম আরো অনেক তফসিলী ব্যাংক এবং এনজিও রয়েছে যেগুলো থেকে আপনি যোগাযোগ করে আপনার কাঙ্খিত লোন সুবিধা পেতে পারেন। আশা করি লেখাটি পড়ে আপনি উপকৃত হয়েছেন এবং আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করুন যেন তারাও উপকৃত হতে পারেন। লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url