Cbc টেস্ট কেন করা হয় বিস্তারিত জেনে রাখুন
Cbc টেস্ট কেন করা হয়, সিবিসি টেস্ট খরচ, Cbc টেস্ট কি খালি পেটে করতে হয়, ব্লাড টেস্ট রিপোর্ট বোঝার উপায়, সিবিসি পরীক্ষা কিভাবে করা হয় বিস্তারিত জেনে রাখুন ক্রিয়েটিনিন কত হলে ডায়ালাইসিস করতে হয় জেনে নিন সিবিসি রক্ত পরীক্ষা হলো একটি ডায়াগনস্টিক রিপোর্ট, যা প্রায় প্রতিটি ডাক্তার বিভিন্ন ধরনের চিকিৎসা সমস্যা, ব্যাধি, অসুস্থতা এবং সংক্রমণের কারণ সনাক্ত করার জন্য ব্যবহার করেন। তাহলে চলুন বন্ধুরা, Cbc টেস্ট কেন করা হয় সে সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
![]() |
Cbc-টেস্ট-কেন-করা-হয়। ছবি-এআই |
আমরা বিভিন্ন সময় অনেক কারণে অসুস্থতার জন্য চিকিৎসকের শরণাপন্ন হই। এ সময় চিকিৎসক রোগীদের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে রোগ সনাক্ত করার চেষ্টা করে থাকেন। তারপরও তিনি রোগ সনাক্ত করতে না পারলে কিংবা সন্দেহ মূলক কিছু ধারণা করলে তিনি রোগ সম্বন্ধে নিশ্চিত হওয়ার জন্য রক্তের সিবিসি টেস্ট করিয়ে থাকেন।
Cbc টেস্ট কেন করা হয়
রক্তের সিবিসি, CBC (Complete Blood Count) টেস্ট করে দেখা হয়, ব্লাড সেল টাইপ এবং ব্লাড সেল এর কাউন্ট বা পরিসংখ্যান। একজন রোগীর শরীরে যেকোনো অসুস্থতা বা সংক্রমণ দেখার জন্য সিবিসি (CBC) পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার মাধ্যমে চিকিৎসকগণ রোগীর শরীরের রোগ সম্পর্কে ধারণা জানতে সাধারণ আইডিয়া পেয়ে থাকেন। Cbc টেস্ট করার মাধ্যমে চিকিৎসকগণ সামগ্রিক স্বাস্থ্য বিশ্লেষণ এবং বিভিন্ন অবস্থা যেমন সংক্রমণ, রক্তস্বল্পতা এবং লিউকেমিয়া সনাক্ত করতে পারেন।
Cbc টেস্ট হল একটি টেস্ট প্রোফাইল। এর মধ্যে অনেকগুলো প্যারামিটার থাকে। ব্লাড সেল বা রক্তকণিকার কাউন্ট বা পরিসংখ্যান দেখা হয় এই টেস্টের মাধ্যমে। Cbc টেস্টে নিম্নলিখিত পরিমাপ অন্তর্ভুক্ত রয়েছে:
লোহিত রক্তকণিকা - (RBC- Red Blood Cell): ফুসফুসের মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহে সরবরাহ করে থাকে।
![]() |
সিবিসি-টেস্ট-কেন-করা-হয়। ছবি-এআই |
শ্বেত রক্তকণিকা - (WBC- White Blood Cell): রক্তের এই কোষ সংক্রমনের বিরুদ্ধে বা জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। অর্থাৎ এই কোষ রোগ প্রতিরোধ ক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
হিমোগ্লোবিন - (Hb - Hemoglobin): এগুলো এমন কোষ যা লোহিত রক্ত কণিকায় অক্সিজেন বহনকারী প্রোটিন।
হেমাটোক্রিট - (HCT): রক্তের প্লাজমাতে লোহিত রক্ত কণিকার অনুপাত।
প্লাটিলেট - (PLT - Platelets): রক্ত ক্ষরণ হলে রক্ত জমাট বাঁধার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ব্লাড টেস্ট রিপোর্ট বোঝার উপায় - Cbc টেস্ট কেন করা হয়
Cbc টেস্ট বিভিন্ন রক্তের উপাদান পরিমাপ করে এবং Cbc টেস্ট পরীক্ষার স্বাভাবিক পরিসীমা নিম্নরূপ:
লোহিত রক্ত কণিকা (RBC): পুরুষ: 4.5 - 5.5 মিলিয়ন কোষ/mcL এবং মহিলা: 4.0 - 5.0 মিলিয়ন কোষ/mcL.
RBC দেখে যা বুঝবেন
রেড ব্লাড সেল কম থাকলে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা হতে পারে এবং রেড ব্লাড সেল বেশি থাকলে ধরা হয় পলিসাইথেনমিয়া।
শ্বেত কণিকা (WBC):
প্রাপ্তবয়স্ক দের জন্য: 4,000 - 11,000 কোষ/mcL কিন্তু নবাগত শিশুদের এই মাত্রা অনেক বেশি থাকে, তবে বয়স বাড়ার সাথে সাথে সেটা স্বাভাবিক মাত্রায় চলে আসে।
WBC কে ডিজিজ ফাইটিং সেল (Leukocytes) বলা হয়, যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বিশেষ ভূমিকা পালন করে থাকে। WBC তাদের নিজস্ব গতিতে কাজ করে। যখন কোন বাইরের প্যাথোজেন বা অপরিচিত ব্যাকটেরিয়া, ভাইরাস শরীরে প্রবেশ করে তখন WBC সেটাকে সনাক্ত করে এবং রোগ বিস্তার করার আগেই ধ্বংস করে ফেলে। যেহেতু আমাদের শরীরকে অনেক ধরনের জীবাণুর সাথে লড়াই করতে হয় সেহেতু শ্বেত রক্তকণিকা অনেক ধরনের হয়ে থাকে। এই বিভিন্ন ধরনের WBC এর কাজ একটি আরেকটির থেকে আলাদা হয়ে থাকে। WBC সাধারণত নিম্নোক্ত ৫ ধরনের হয়ে থাকে এবং নরমাল ভেলোর স্বাভাবিক মাত্রা শতকরা হল -
নিউট্রোফিল: 45 - 75%
লিম্ফোসাইট: 20 - 40%
মনোসাইট: 1 - 10%
ইউসিনোফিল: কমপক্ষে 7%
বেসোফিল: কমপক্ষে 1%।
নিউট্রোফিল:
নিউট্রোফিল হল শক্তিশালী শ্বেত রক্তকণিকা যেটা ব্যাকটেরিয়া এবং ছত্রাককে ধ্বংস করে।
লিম্ফোসাইট:
লিম্ফোসাইটের প্রধান দায়িত্ব হল এন্টিবডি তৈরি করা, যেটা ব্যাকটেরিয়া, ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে এবং আগত ভাইরাসের ঝুঁকি এড়াতে সহায়তা করে। লিম্ফোসাইট কমে গেলে প্রাথমিক পর্যায়ে ভাইরাল রোগ, রক্তস্বল্পতা, Oncologic রোগ, Cushing এর রোগ ইত্যাদি হতে পারে।
মনোসাইট:
মনোসাইটের কাজ হল যখন দেহে কোন নির্দিষ্ট জীবাণু আক্রমণ করে তখন দ্রুত সেটাকে প্রতিরোধ করে; যেমন - ক্যান্সারের জীবাণু, মৃত কোষ ইত্যাদি।
ইউসিনোফিল:
ইউসিনোফিল শরীরকে বিভিন্ন এলার্জির সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। ইউসিনোফিল নরমাল ভ্যালু থেকে কম থাকলে শরীর এলার্জির সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারবেনা এবং শরীরে এলার্জি বেড়ে যাবে।
বেসোফিল:
বেসোফিলের দায়িত্ব হল বিভিন্ন ক্যান্সারের এবং পরজীবী কোষগুলোকে ধ্বংস করা।
আশা করি Cbc টেস্ট কেন করা হয় বিষয়ে ভালোভাবে বুঝতে এবং জানতে পেরেছেন।
![]() |
Cbc-টেস্ট-কেন-করা-হয়। ছবি-এআই |
WBC দেখে যা বুঝবেন
WBC স্বাভাবিক পরিমাণে থাকা দরকার। নরমাল ভ্যালু থেকে যদি WBC পরিমাণ বেড়ে যায় তবে কিছু কিছু সমস্যা নির্দেশ করে যেমন - মানসিক চাপ, প্রদাহ, ইনফেকশন, এলার্জি, মাথাব্যথা, শরীরে ব্যথা, লিউকেমিয়া, ঘন ঘন জ্বর অথবা এ জাতীয় সমস্যা হতে পারে। যাদের WBC বেশি থাকে তাদের এই অবস্থাকে লিউকোসাইটোসিস বলে এবং এটির উপসর্গ হতে পারে জ্বর, রক্তক্ষরণ, হতাশা, ওজন কমে যাওয়া এবং সারা শরীর ব্যথা করা।
WBC যদি নরমাল ভ্যালু থেকে কম থাকে তাহলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম বলে ধরা হয় এই অবস্থাকে লিউকোপেনিয়া বলে। লিউকোপেনিয়া হলে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন - বোন মেরুর সমস্যা, আর্থ্রাইটিস, অটো ইমিউন রোগ এবং কিছু ধরনের ইনফেকশন।
প্লাটিলেট কাউন্ট দেখে যা বুঝবেন:
রক্তের প্লাটিলেট কাউন্ট কমে গেলে তাকে থ্রম্বোসাইটোপেনিয়া বলে। আবার প্লাটিলেট কাউন্ট বেড়ে গেলে তাকে থ্রম্বোসাইথেমিয়া বলে। রক্তের প্লাটিলেট সংখ্যা কমে যাওয়া কিংবা বেড়ে যাওয়া উভয়ই রোগ বা রোগের লক্ষণ নির্দেশ করে। তবে প্লাটিলেট সংখ্যা কম হওয়ার ক্ষেত্রে অন্তর্নিহিত কারণ সনাক্ত করার জন্য অতিরিক্ত পরীক্ষা অবশ্যই করা প্রয়োজন। প্লাটিলেট কাউন্ট কমে গেলে নিম্নলিখিত সমস্যা নির্দেশ করে -
১। ডেঙ্গু জ্বরের কারণে প্লাটিলেটের পরিমাণ কমে যায়।
২। ইনফেকশনের কারণে কমে যেতে পারে।
৩। বদমেজাজ প্লাটিলেট কমে যাওয়া নির্দেশ করে।
৪। প্লাটিলেটস আমাদের হাড়ের বোন মেরুতে গঠিত হয়। তাই বন মেরুতে ইনফেকশন হলে কোষগুলো দমন হতে থাকে, যেটা প্লাটিলেটের ভ্যালু কমিয়ে দেয়।
৫। কেমোথেরাপি দিলেও বন মেরু প্রভাবিত হয় যেটা প্লাটিলেটের এবং WBC সেলের ব্যাঘাত ঘটায়।
![]() |
Cbc-টেস্ট-কেন-করা-হয়। ছবি-এআই |
প্লাটিলেট কাউন্ট বেড়ে গেলে নিম্নলিখিত সমস্যা নির্দেশ করে -
১। বুকে ব্যথা
২। মাথা ব্যথা
৩। মাথা ঘোরা
৪। দুর্বলতা অনুভব করা
৫। ক্ষণিকের জন্য দৃষ্টিশক্তি পরিবর্তন হওয়া
৬। অজ্ঞান হয়ে যাওয়া
৭। হাতে ও পায়ে অসাড়তা অনুভব করা ইত্যাদি।
হিমোগ্লোবিন রিপোর্ট দেখে যা বুঝবেন
লোহিত রক্তকণিকার (RBC) একটি গুরুত্বপূর্ণ অংশ হলো হেমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনই অক্সিজেনকে বহন করে এবং লোহিত কণিকা রক্তের বর্ণের জন্য দায়ী। পরীক্ষায় হিমোগ্লোবিনের পরিমাণ সাধারণত নির্দেশ করে দেহে কতটা অক্সিজেন পাচ্ছে। নিচে পুরুষ, মহিলা এবং বাচ্চাদের ক্ষেত্রে হিমোগ্লোবিন এর নরমাল ভ্যালু উল্লেখ করা হলো-
পুরুষ: 17.5 - 17.5 g/dL
মহিলা: 11.5 - 16.5 g/dL
বাচ্চা: 11 - 13 g/dL
মন্তব্য: হিমোগ্লোবিনের উপরোক্ত নরমাল ভ্যালুর চেয়ে কম হলে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা হয়েছে বলে ধারণা করা হয়।
হেমাটোক্রিট রিপোর্ট দেখে যা বুঝবেন
লোহিত কণিকা রক্তের কতটা অংশ (Value এর মাপে) জুড়ে রয়েছে, সেটি বুঝাতে এটি ব্যবহার করা হয়। এটি পরিমাপ হয় শতাংশ বা পার্সেন্টেজ হিসেবে। যদি হেমাটোক্রিট ৪০ বলা হয়, তার মানে রক্তের ঘনায়তনের (Value) 100 ভাগের ৪০ ভাগ লোহিত কণিকা দ্বারা পূর্ণ। নিচে হেমাটোক্রিটের ভাগ ও নরমাল ভ্যালু উল্লেখ করা হলো।
MCV: প্রতিটি লোহিত রক্ত কণিকার স্বাভাবিক আয়তন বুঝায়। নরমাল ভ্যালু: (76-96)fl
MCHC: প্রতিটি লোহিত রক্ত কণিকার মধ্যে হিমোগ্লোবিনের ঘনত্ব নির্দেশ করে। ভ্যালু: (31-35)gm/dl
MCH: প্রতিটি লোহিত রক্ত কণিকার পরিমাণ নির্দেশ করে। ভ্যালু: (27-32) pg
আশা করি Cbc টেস্ট কেন করা হয় বিষয়ে ভালোভাবে বুঝতে এবং জানতে পেরেছেন।
সিবিসি টেস্ট খরচ কত
সিবিসি টেস্ট খরচ সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। আর বেসরকারি হাসপাতাল গুলোতে খরচ হয় ৪০০ থেকে ৬০০ টাকা। এটা বাংলাদেশের হাসপাতাল গুলোতে সিবিসি টেস্ট খরচ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ভারতের ব্যাঙ্গালোরে রক্তের সিবিসি টেস্ট খরচ নির্ধারণ করা হয়েছে ৩৫৫ থেকে ৩৯৫ রুপি। তবে বাংলাদেশ কিংবা ভারত সব জায়গায়তেই হাসপাতালের গুণগত মান এবং অন্যান্য কারণের জন্য সিবিসি টেস্ট খরচ পরিবর্তন হতে পারে। আশা করি সিবিসি টেস্ট খরচ কত বুঝতে পেরেছেন।
Cbc টেস্ট কি খালি পেটে করতে হয়
Cbc টেস্ট কি খালি পেটে করতে হয়? এই প্রশ্নের উত্তরে বলব, Cbc টেস্ট খালি পেটে করতে হয় না। তবে আপনি যদি রক্তের CBC টেস্টের সাথে অন্যান্য টেস্ট করাতে চান তাহলে খালি পেটে থাকা লাগতে পারে।
সিবিসি পরীক্ষা কিভাবে করা হয়
সিবিসি পরীক্ষা কিভাবে করা হয় - এমন প্রশ্ন অনেকেই করে থাকেন। রক্তের সিবিসি পরীক্ষা হল রক্তের কমপ্লিট ব্লাড কাউন্ট বা পরিসংখ্যান, যেটা রক্তের লোহিত কণিকা, স্বেতকণিকা, হিমোগ্লোবিন ও প্লাটিলেটের মত বিভিন্ন উপাদানের নরমাল ভ্যালু বুঝার জন্য চিকিৎসকগণ করিয়ে থাকেন। এতে রোগ সনাক্ত করা চিকিৎসকের জন্য সহজ হয়।। এজন্য হেল্থ টেকনোলজির স্বাস্থ্য সেবক রোগীর শরীর থেকে সিরিঞ্জের মাধ্যমে নির্দিষ্ট সামান্য পরিমাণ ব্লাড বা রক্ত নিয়ে থাকেন ল্যাব টেস্টে পরীক্ষা করার জন্য। এক্ষেত্রে রোগী সামান্য ব্যথা পেতে পারেন, সাথে মাথা ঘোরাতেও পারে। তাই রোগীর শরীর থেকে ব্লাড বা রক্ত নেওয়ার পর রোগীকে পানি বা অন্যান্য তরল খাওয়ানো উচিত। আশা করি সিবিসি পরীক্ষা কিভাবে করা হয় - প্রক্রিয়াটি ভালোভাবে বুঝতে এবং জানতে পেরেছেন।
আরো পড়ুন:
সর্বশেষ কথা - Cbc টেস্ট কেন করা হয়
CBC টেস্ট হলো রক্তের সম্পূর্ণ বিভিন্ন উপাদানের পরীক্ষার পরিসংখ্যান। সিবিসি পরীক্ষার মাধ্যমে রক্তের লোহিত কণিকা, শ্বেত কণিকা, প্লাটিলেট বা অনুচক্রিকা এবং হিমোগ্লোবিন সহ বিভিন্ন উপাদান পরিমাপ করা হয়। এ পরীক্ষার মাধ্যমে চিকিৎসগণ রোগ সনাক্ত করতে ব্যবহার করে থাকেন। আশা করি আজকের Cbc টেস্ট কেন করা হয় শিরোনামের লেখাটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url