কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন বিস্তারিত
কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদনইতালি যেতে কত টাকা লাগে - ইতালি খরচ ২০২৫ কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন, কর্মসংস্থান ব্যাংক লোন পদ্ধতি, কর্মসংস্থান ব্যাংকের সুযোগ-সুবিধা কি, অনলাইনে ব্যাংক লোন আবেদন ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে চান? তাহলে কোন চিন্তা নেই, আজকের লেখাটি শুধু আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
![]() |
কর্মসংস্থান-ব্যাংক-অনলাইন-লোন-আবেদন। ছবি-এআই |
কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে। কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন বিষয়ে আমরা অনেকেই সঠিকভাবে জানিনা। কর্মসংস্থান ব্যাংক বাংলাদেশের অগণিত বেকার যুবক-যুবতীদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। কেননা কর্মসংস্থান ব্যাংক বেকারদের জন্য আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির কারণে এখন মানুষ সরাসরি ব্যাংকে না গিয়ে অনলাইনের মাধ্যমে লোন আবেদন করে থাকেন। সে কারণে সময় অপচয় কম হয় এবং দুর্ভোগ কম পোহাতে হয়। তাই আপনি যদি ঘরে বসে কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন করতে চান, তাহলে লেখাটির শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন।
কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন
কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন করতে হলে আপনাকে বেশ কয়েকটি বিষয়ে আগে থেকে জেনে রাখতে হবে। যেমন এই ব্যাংক থেকে লোন পেতে হলে প্রথমে আপনার যোগ্যতা, লোন পাওয়ার খাতসমূহ এবং প্রয়োজনীয় কাগজপত্র ইত্যাদি ডকুমেন্টস থাকা লাগবে।
কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন করার যোগ্যতা সমূহ
১। কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২। আবেদনকারী বা ঋণ গ্রহীতাকে বেকার/ অর্ধ বেকার হতে হবে।
৩। ঋণ গ্রহীতার বয়স সাধারণত ১৮ থেকে ৫০ বছর হতে হবে, তবে পুরাতন ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে বয়সসীমা কিছুটা শিথিলযোগ্য।।
৪। ঋণ গ্রহীতাকে সংশ্লিষ্ট শাখার অধিক্ষেত্রের স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসিন্দা না হলে শাখার অধিক্ষেত্রের একজন স্থায়ী বাসিন্দাকে ঋণের গ্যারান্টার হতে হবে।
৫। আবেদনকারীকে ইকুইটি বহনের সক্ষমতা থাকতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)।
৬। প্রকল্প পরিচালনার বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ বা অভিজ্ঞতা থাকতে হবে।
৭। ঋণ গ্রহীতাকে ঋণ ব্যবহারের যোগ্যতাসহ লোন পরিশোধের ক্ষমতা ও আর্থিক আচরণে সুনামের অধিকারী হতে হবে।
৮। আবেদনকারী অন্য কোন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও বা বেসরকারি প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হলে ঋণ পাওয়ার যোগ্য হবেন না।
৯। ঋণ নীতিমালার অন্যান্য নিয়ম অনুসরণে নিয়ে সক্ষম হতে হবে।
আপনার যদি উপরে উল্লেখিত যোগ্যতা গুলো থাকে তাহলে আপনি কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন করতে পারেন।
![]() |
কর্মসংস্থান-ব্যাংক-অনলাইন-লোন-আবেদন। ছবি-এআই |
কর্মসংস্থান ব্যাংক ঋণ সীমা
ক) একক (ব্যক্তি) আবেদনকারীর ক্ষেত্রে - সর্বোচ্চ ৪০ (চল্লিশ) লক্ষ টাকা।
খ) ০৫ (পাঁচ) পাঁচজনের আবেদনকারী গ্রুপের ক্ষেত্রে সর্বোচ্চ ৭৫ (পঁচাত্তর) লক্ষ টাকা।
মৃত্যু ঝুঁকি আচ্ছাদন স্কিম
ক) ব্যাংকের নিজস্ব কর্মসূচির আওতায় প্রত্যেক ঋণগ্রহীতা কে মৃত্যু ঝুঁকি আচ্ছাদন ইস্কিমের সদস্য হতে হবে।
খ) প্রত্যেক সদস্যকে ঋণের মেয়াদের ভিত্তিতে নিম্নবর্তিত হারে অপেরাযোগ্য চাঁদা প্রদান করতে হবে।
০১) ঋণের মেয়াদ - ১ (এক) বছর পর্যন্ত - চাঁদার হার ০.৪০%
০২) ঋণের মেয়াদ - ১ (এক) বছরের উর্ধ্বে, তবে দুই বছর পর্যন্ত - চাঁদার হার - ০.৫০%
০৩) ঋণের মেয়াদ - ২ (দুই) বছরের ঊর্ধ্বে - চাঁদার হার - ০.৬০%
গ) ঋণের মেয়াদ কালে ঋণগ্রহীতার মৃত্যু হলে এবং হিসাবটি নিয়মিত থাকলে অবশিষ্ট সমুদয় পাওনা এই স্কিম হতে সমন্বয় করা হবে। মৃতের উত্তরাধিকারীগণকে ঋণের কোন দায় বহন করতে হবে না, তবে তারা কোন আর্থিক সুবিধা পাবেন না।
কর্মসংস্থান ব্যাংকের ঋণের মেয়াদ ও পরিশোধ সময়সূচী
ক) সাধারণত ০২ (দুই) বছর। তবে প্রকল্পের প্রকৃতি, আকার, ঋণের পরিমাণ, সম্ভাব্য মুনাফা ইত্যাদি বিবেচনা করে ঋণের মেয়াদ ০১ (এক) বছর থেকেই সর্বোচ্চ ০৫ (পাঁচ) বছর পর্যন্ত হতে পারে। কৃষিভিত্তিক শিল্প স্থাপনে ঋণ সহায়তা কর্মসূচির ক্ষেত্রে সর্বোচ্চ ০৮ (আট) বছর।
খ) উৎপাদিত পণ্য, সেবার বিপণন, বাজারজাতকরণের ওপর ভিত্তি করে মাসিক/ ত্রৈমাসিক/ ষান্মাসিক/ এককালীন কিস্তিতে ঋণের পরিশোধ সূচি নির্ধারণ করা হয়।
গ) মেয়াদ পূর্তির আগে ঋণ পরিশোধ করে ঋণ গ্রহণের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী আর্লি সেটেলমেন্ট ফি ( Early Settlement Fee - ESF) ইএসএফ প্রদান করতে হবে।
কর্মসংস্থান ব্যাংকের ঋণ প্রস্তাবের সাথে প্রদেয় প্রয়োজনীয় কাগজপত্র (সকল ক্ষেত্রে প্রযোজ্য)
০১) প্রকল্প এলাকায় অবস্থিত ব্যাংকের ঋণ প্রদানকারী শাখায় নির্ধারিত ফর্মে ঋণের আবেদন।
০২) আবেদনকারীর সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
০৩) গ্যারান্টার এর সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
০৪) আবেদনকারী এবং গ্যারান্টার এর জাতীয় পরিচয়পত্রের উভয় পৃষ্ঠার সত্যায়িত ফটোকপি (তবে বাধ্যতামূলক নয়)।
০৫) ঋণগ্রহীতা/ উদ্যোক্তা/ গ্যারেন্টারের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে তাদের জমির দলিল/ পর্চার ফটোকপি স্থানীয় ইউপি চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র।
০৬) ঋণ গ্রহীতার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
০৭) প্রশিক্ষণ/ অভিজ্ঞতার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
০৮) ভাড়া/ লীজ এর ক্ষেত্রে প্রমাণপত্র/ ব্যবস্থাপকের প্রত্যয়ন পত্র।
০৯) i) প্রকল্প স্থানের মালিক গ্যারান্টার হলে গ্যারান্টারের সম্মতিপত্র।
ii) ভাড়া/ লীজকৃত হলে ভাড়া চুক্তিপত্র/ লীজপত্রের কপি।
১০) যন্ত্রপাতি ক্রয়ের ঋণের ক্ষেত্রে সরবরাহকারী প্রতিষ্ঠানের ০৩ (তিন) টি দরপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
১১) ০১ (এক) লক্ষ টাকার ঊর্ধ্বে ঋণের ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
১২) ড্রাগ লাইসেন্সের কপি ঔষধের (দোকানের ক্ষেত্রে)।
১৩) প্রকল্প/ প্রতিষ্ঠানের আয়-ব্যয় বিবরণী।
কর্মসংস্থান ব্যাংক লোন আবেদন ফরম
কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন করতে হলে প্রথমে আপনাকে কর্মসংস্থান ব্যাংকের লোন আবেদন ফরম পূরণ করতে হবে। এজন্য আপনাকে প্রথমে আপনার নাম এবং পাসওয়ার্ড দিয়ে এই ব্যাংকের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। তাই নিচে প্রথমে ব্যাংকের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হলো। একটিমাত্র ক্লিক করার মাধ্যমে আপনি যদি খুব সহজে আবেদন ফরমটি ডাউনলোড করে নিতে চান তাহলে নিম্নে লিখিত লিংকে ক্লিক করুন তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে।
এখানে ক্লিক করুন: কর্মসংস্থান ব্যাংক ওয়েবসাইট
আপনি যখন উপরে উল্লেখিত লিংকে প্রবেশ করবেন তখন আপনার সামনে নিম্নলিখিত স্ক্রিনশর্ট এর মত একটি পেজ ওপেন হবে। ছবি তে দেওয়া নীল বক্স গুলো অনুসরণ করুন। এরপর আপনি নিম্ন লিখিত লিংকে প্রবেশ করুন।
![]() |
কর্মসংস্থান-ব্যাংক-অনলাইন-লোন-আবেদন |
![]() |
কর্মসংস্থান-ব্যাংক-অনলাইন-লোন-আবেদন |
এখানে ক্লিক করুন: কর্মসংস্থান ব্যাংক লোন আবেদন ফরম
ওয়েবসাইটে প্রবেশ করতে হলে লগ ইন করার জন্য আপনার ইমেইল এবং পাসওয়ার্ডটি পুনরায় লেখার প্রয়োজন পড়তে পারে। তাই সঠিক ইমেইল এবং পাসওয়ার্ডটি লিখে ওয়েবসাইটে ফর্মে প্রবেশ করুন।
আপনাকে আপনার সমস্ত তথ্যগুলো জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সঠিক ভাবে বসিয়ে দিতে হবে। কোন প্রমাণপত্র বা ডকুমেন্টস চাইলে স্ক্যান করে সাবমিট করুন। ফরম পূরণ করার পর পুনরায় যাচাই বাছাই করে নিন কোথাও ভুল হলো কিনা তারপরে ফাইনালি সাবমিট করুন।
![]() |
কর্মসংস্থান-ব্যাংক-অনলাইন-লোন-আবেদন |
![]() |
কর্মসংস্থান-ব্যাংক-অনলাইন-লোন-আবেদন |
আপনার সাবমিট কৃত ফর্মটি ব্যাংক কর্তৃপক্ষ ভালোভাবে যাচাই বাছাই করে আপনার প্রদানকৃত ফোন নাম্বার অথবা ইমেইলের মাধ্যমে আপনাকে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দিবে। অর্থাৎ আপনি এই লোন সেবা নেওয়ার জন্য উপযুক্ত বা যোগ্য কিনা কিংবা আপনাকে যদি লোন সেবা নিতে হয় তাহলে পরবর্তী কি কি পদক্ষেপ অনুসরণ করতে হবে তা জানিয়ে দিবে।
উপরে উল্লেখিত উপায়ে আপনি চাইলে খুব সহজেই ঘরে বসে কর্মসংস্থান ব্যাংক অনলাইন এর মাধ্যমে যে লোন আবেদন করা যায় সেই লোন আবেদন করতে পারবেন।
কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন করার খাত সমূহ
কর্মসংস্থান ব্যাংক কর্তৃপক্ষ যে সকল খাতে অনলাইন লোন প্রদান করে থাকে তা হলো-
১। মৎস্য সম্পদ
২। প্রাণী সম্পদ
৩। পরিবহন বা যানবাহন সেবা
৪।শিল্প কারখানা
৫।ক্ষুদ্র ও কুটির শিল্প
৬।বাণিজ্যিক খাত
৭। সেবা খাত
৮। অন্যান্য উৎপাদনশীল প্রকল্প।
১। মৎস্য সম্পদ
মৎস্য চাষ: কার্প জাতীয় মাছ, পাঙ্গাস, চিংড়ি, মনোসেক্স তেলাপিয়া, থাই কৈ, মিশ্র মৎস্য চাষ ও পুকুরে রেনুপনা উৎপাদন।
২। প্রাণিসম্পদ
গরু মোটাতাজাকরণ, দুগ্ধ খামার, ভেড়া, ছাগল, মহিষ পালন, ব্রয়লার, ককরেল মুরগির খামার, লেয়ার মুরগির খামার, কোয়েল ও টার্কির খামার।
৩। পরিবহন বা যানবাহন সেবা
টিভিসএস টু হুইলার, থ্রি হুইলার এর মাধ্যমে পণ্য অথবা যাত্রী পরিবহন সেবা প্রকল্পে ঋণ প্রদান, লাইসেন্স প্রাপ্ত, শিক্ষানবিস ড্রাইভার, উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল করে করে তোলা, পণ্য সরবরাহ সহযোগীকরণ, যাত্রী সেবার মান উন্নয়ন, জেলা সদর, উপজেলা সদরসহ গ্রামাঞ্চলে উন্নত পরিবহন ব্যবস্থা পৌঁছানো। দক্ষ জনশক্তির মাধ্যমে সড়ক দূর্ঘটনা কমানো এবং বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব হ্রাস ও দারিদ্র্য বিমোচনে সহায়তা করণের নিমিত্তে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সাথে কর্মসংস্থান ব্যাংকের সমঝোতা স্মারক সম্পাদন ও ঋণ প্রদান।
৪। শিল্প কারখানা
মৎস্য হ্যাচারি, পোল্ট্রি হ্যাচারি, কৃষি যন্ত্রপাতি তৈরির কারখানা, প্রাণী খাদ্য তৈরির কারখানা, মৎস্য খাদ্য তৈরির কারখানা, চিড়া, মুড়ি কল, ধানের চাতাল, রাইস মিল, বেকারী শিল্প, ওয়েল মিল, স'মিল, খাদ্য শিল্প যেমন জ্যাম, জেলি, জুস, আচার, শরবত, সস। সুষম সার প্রস্তুতকরণ, আটা ময়দা সুজি প্রস্তুতকরণ, ডিজাইন ও ফ্যাশনওয়্যার, গ্লুকোজ ডেক্সট্রোস উৎপাদনকারী শিল্প, আইসক্রিম ফ্যাক্টরি, গুড়া মসলা উৎপাদনকারী শিল্প, সুগন্ধি চাল উৎপাদন, ডাল প্রক্রিয়াজাতকরণ, নারিকেল তেল উৎপাদন, বীজ প্রক্রিয়াজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ চামড়া শিল্প ইত্যাদি।
৫। ক্ষুদ্র ও কুটির শিল্প
মৃৎশিল্প, কামারের কাজ, ব্লক বাটিক প্রিন্টিং, গ্রামীণ স্যানেটারি ল্যাট্রিন তৈরি, তাঁত শিল্প, কাঠের আসবাবপত্র, স্টিলের আসবাবপত্র তৈরি, বস্ত্র উৎপাদনকারী শিল্প, কৃষি যন্ত্রপাতি তৈরি, মোমবাতি, আগরবাতি, গোলাপ জল, দাঁতের মাজন, কয়েল তৈরি, শিল্প যন্ত্রাংশ তৈরির কারখানা। এছাড়াও ক্ষুদ্র প্রিন্টিং সাইনবোর্ড তৈরি, চামড়া জাত শিল্প, শুটকি মাছ প্রক্রিয়াজাতকরণ, আইসক্রিম বরফ কল ইত্যাদি।
৬। বাণিজ্যিক খ্যাত
বাণিজ্যিক খাতের মধ্যে মুদি দোকান, মনোহারী দোকান, ডিপার্টমেন্টাল স্টোর, কাপড়ের ব্যবসা, তৈরি পোশাক ব্যবসা, প্রাণীখাদ্য, মৎস্য খাদ্য বিক্রয়, ধান চাল আটা অন্যান্য কৃষি পণ্য ক্রয়-বিক্রয়, সার বীজ কীটনাশক, পার্টসের দোকান, ইলেকট্রিক সামগ্রী, ইলেকট্রনিক্স সামগ্রী, ঔষধ ব্যবসা, শুটকি মাছ ব্যবসা, পাথর ক্রয় বিক্রয়, বালি ক্রয় বিক্রয় ব্যবসা, পুরাতন লোহা লক্কর ব্যবসা, জুতার ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট ব্যবসা, আসবাবপত্র বিক্রয়, অন্যান্য ব্যবসা, বিভিন্ন ধরনের ক্ষুদ্র ব্যবসা ইত্যাদি।
৭। সেবা খাত
লন্ড্রি, সেলুন, বিউটি পার্লার, হারবাল ট্রিটমেন্ট, পাওয়ার টিলার, কম্পিউটার সেবা, ফটোকপি সেবা, টিভি বৈদ্যুতিক সরঞ্জাম, মোবাইল ফোন মেরামত, গ্রামীণ যানবাহন, সেলাই মেশিন, লাইট ইঞ্জিনিয়ারিং, গাড়ি মেরামত, ডায়াগনস্টিক সেন্টার, স্টুডিও, শিক্ষা সেবা, কোচিং সেন্টার, কেবল অপারেটর, জেনারেটর এর মাধ্যমে বিদ্যুৎ বিতরণ, কমিউনিটি সেন্টার, বিনোদন পার্ক, আবাসিক হোটেল ইত্যাদি।
৮। অন্যান্য উৎপাদনশীল প্রকল্প
অন্যান্য উৎপাদনশীল প্রকল্পের মধ্যে মাশরুম চাষ, সবজি চাষ, রেশম চাষ, ফল চাষ, মৌমাছি চাষ, নকশি কাঁথা তৈরি, নার্সারি ফুল চাষ, পান বরজ ইত্যাদি রয়েছে।
কর্মসংস্থান ব্যাংক লোন সুদের হার
কর্মসংস্থান ব্যাংক থেকে অনেকেরই লোন নেওয়ার প্রয়োজন পড়ে। তবে অনেকের জানা নেই কর্মসংস্থান ব্যাংকের লোন নিতে হলে সুদের হার সম্পর্কে। যেকোনো ব্যাংক থেকে লোন নেওয়ার আগে সুদের হার সম্পর্কে জেনে নিতে হয়। কর্মসংস্থান ব্যাংক থেকে স্বল্প সুদে লোন পাওয়া যায় এবং লোন পেতে জটিল কোন শর্ত পূরণের প্রয়োজন পড়ে না। তাই চলুন কর্মসংস্থান ব্যাংক লোন সুদের হার কত তা জেনে নিই।
- কৃষি খাতে ৮ থেকে ৯%
- বাণিজ্যিক খাতে ১৩%
- ক্ষুদ্র ও কুটির শিল্প ১৩%
- প্রাণিসম্পদ খাতে ১০%
উপরে উল্লেখিত কর্মসংস্থান ব্যাংকের সুদের হার দেওয়া হয়েছে। সুদের হার যেকোনো সময় পরিবর্তনশীল হতে পারে, তাই লোন বা ঋণ নেওয়ার আগে কর্মসংস্থান ব্যাংকের যে কোন একটি শাখায় গিয়ে নিশ্চিতভাবে জেনে নিতে পারবেন অথবা কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে যোগাযোগের ঠিকানায় ফোন করে বা ইমেইল এর মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন।
আরো পড়ুন:
সর্বশেষ কথা: কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন
কর্মসংস্থান ব্যাংক অনলাইন লোন আবেদন সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে, আশা করি আপনারা জানতে এবং বুঝতে পেরেছেন। বর্তমানে সরাসরি কর্মসংস্থান ব্যাংকে গিয়ে আপনি লোনের জন্য আবেদন করতে পারেন এবং ঘরে বসে অনলাইনের মাধ্যমেও আবেদন করতে পারেন। অনলাইনে লোন আবেদন করলে আপনার অনেক ঝামেলা এবং সময় কম হবে।
আশা করি লেখাটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যেন তারাও উপকৃত হতে পারেন। লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url