অপারেশন ডেভিল হান্ট মানে কি

অপারেশন ডেভিল হান্ট মানে কি - যৌথ বাহিনীর বিশেষ অভিযানএইচএমপিভি কি - এইচএমপিভি এর লক্ষণ ও প্রতিকারসারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৫ সালের ৮ই ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হয়েছে এই বিশেষ অভিযান।
অপারেশন-ডেভিল-হান্ট
অপারেশন-ডেভিল-হান্ট 
গত শনিবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার কথা জানানো হয়। মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ফয়সল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে ছাত্র-জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলোর সমন্বয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট মানে কি

ডেভিল হান্ট মানে হল ইংরেজী শব্দ ডেভিল ( Devil) এর অর্থ 'শয়তান' এবং হান্ট ( Hunt) এর অর্থ 'শিকার'। আবার অপারেশন ( Operation ) এর অর্থ 'অভিযান', সুতরাং অপারেশন ডেভিল হান্ট মানে হল 'শয়তান শিকার অভিযান '। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গুলোর সমন্বয়ে যৌথ সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এই অভিযান শনিবার থেকে গাজীপুর সহ সারাদেশে পরিচালিত শুরু হয়েছে।  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।
অপারেশন-ডেভিল-হান্ট
অপারেশন-ডেভিল-হান্ট 
প্রসঙ্গত ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরে স্বৈরশাসক হাসিনা ও তার দোসর এবং ভুয়া মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর ও লুটপাট ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের হামলায় ছাত্র আন্দোলনের ২০ জন নেতা-কর্মী আহত হন।

ঘটনার বিবরণ

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা সমন্বয়ক আবদুল্লাহ আল মাহিম জানান, 'আ ক ম মোজাম্মেল হকের ধীরাশ্রমের বাড়িতে লুটপাট হচ্ছে। এমন খবরে লুটপাট ঠেকাতে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন। পরে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও এলাকাবাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায় এতে গুরুতর আহত হন কমপক্ষে ২০ জন । আহতরা সবাই শিক্ষার্থী বলে জানা গেছে।

এই ঘটনার পরের দিন দিনভর গাজীপুরে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। তাদের বিক্ষোভের মুখে গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
অপারেশন-ডেভিল-হান্ট
অপারেশন-ডেভিল-হান্ট 
এখানে উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেসবুক পেইজে স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ৫ ফেব্রুয়ারি, ২০২৫ বিক্ষুব্ধ ছাত্র-জনতা রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙ্গা শুরু করেন। এরপর বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয় ও দলটির নেতা কর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন পরিচালনা সিদ্ধান্ত হয়।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নিয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ঃ০০ টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের খোঁজ খবর নেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের আরো বলেছেন, ছাত্রদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।

উপসংহার - অপারেশন ডেভিল হান্ট

বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। তারা কোন অন্যায় অবিচার কখনো মেনে নেয়নি। যেকোনো অন্যায়, সন্ত্রাসী কার্যক্রম দমন করা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা যৌথ বাহিনীর নৈতিক দায়িত্ব। তাই অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা সরকারের যুগোপযোগী সিদ্ধান্ত বলে মনে করি। আশা করি আজকের লেখাটি পড়ে আপনি উপকৃত হয়েছে। লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url