সেন্টমার্টিন দ্বীপের ছবি ও দর্শনীয় স্থান ২০২৫ জেনে রাখুন - Saintmartin

সেন্টমার্টিন দ্বীপের ছবি ও দর্শনীয় স্থান রাজশাহী বিভাগের ইতিহাস - রাজশাহীর দর্শনীয় স্থান ২০২৫ সেন্ট মার্টিন দ্বীপের ছবি ও দর্শনীয় স্থান ২০২৫ সম্পর্কে বিস্তারিত জানতে চান? সেন্টমার্টিন দ্বীপ হল বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপ চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত একটি প্রবাল দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে ৯ কিলোমিটার দক্ষিনে নাফ নদীর মোহনায় অবস্থিত।
সেন্টমার্টিন-দ্বীপের-ছবি
সেন্টমার্টিন-দ্বীপের-ছবি
সেন্টমার্টিন দ্বীপের ছবি শিরোনামের লেখাটিতে আমরা আজকে আপনাদের সেন্টমার্টিন দ্বীপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেন্ট মার্টিন দ্বীপের দৈর্ঘ্য ৯ কিলোমিটার এবং প্রস্থ ০.৫ কিলোমিটার। সব মিলিয়ে এর আয়তন ৮ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৮০০০ জন, যার শতভাগই মুসলিম। সেন্ট মার্টিন একটি ইউনিয়ন, যার ওয়ার্ড সংখ্যা ৯টি। ১৯০০ খ্রিস্টাব্দে এই দ্বীপটিকে একজন ব্রিটিশ খ্রিস্টান সেন্ট মার্টিন (Saintmartin) এর নাম অনুসারে 'সেন্টমার্টিন' নামকরণ করা হয়।

সেন্টমার্টিন দ্বীপের ছবি

সেন্টমার্টিন দ্বীপের ছবি বলতে বাংলাদেশের একমাত্র দর্শনীয় প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকেই বুঝায়। ভৌগোলিকভাবে এই দিনটি তিনটি অংশে বিভক্ত। এর উত্তর অংশ নারিকেল জিঞ্জিরা বা উত্তরপাড়া, দক্ষিণাংশ দক্ষিণপাড়া এবং মধ্যবর্তী সংকীর্ণতম অংশটি গলাচিপা নামে পরিচিত। সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণে আরো একটি ছোট দ্বীপ রয়েছে, স্থানীয়ভাবে যার নাম ছেড়াদিয়া বা ছেঁড়া দ্বীপ নামে পরিচিত।
সেন্ট মার্টিন দ্বীপের ভূমি সাধারণত সমতল, তবে কিছু কিছু এলাকায় বালিয়াড়ি দেখা যায়।
সেন্টমার্টিন-দ্বীপের-ছবি-দর্শনীয়-স্থান
সেন্টমার্টিন-দ্বীপের-ছবি-দর্শনীয়-স্থান। ছবি-এআই 
সেন্ট মার্টিন দ্বীপে প্রায় ৬৬ প্রজাতির প্রবাল, ১৫৩ প্রজাতির সামুদ্রিক শৈবাল, ১৮৭ প্রজাতির শামুক-ঝিনুক, ১৫৭ প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ, ২৪০ প্রজাতির সামুদ্রিক মাছ, ৪ প্রজাতির উভচর প্রাণী এবং ১২০ প্রজাতির বিভিন্ন ধরনের পাখি দেখা যায়। এখানকার সমুদ্রের পানিতে রূপচাঁদা মাছ, সিল কাঁকড়া, সন্ন্যাসী সিল কাকড়া, স্পঞ্জ, লবস্টার, পরি মাছ, প্রজাপতি মাছ, বোল করাল, রাঙ্গা কৈ, সুঁই মাছ, লাল মাছ, উড়্ড়ুকু মাছ, সবুজ সাগর কচ্ছপ, জলপাই রাঙা সাগর কচ্ছপ ইত্যাদি পাওয়া যায়।
আরো পড়ুন:
সেন্ট মার্টিন দ্বীপে কেওড়া ঝপ-ঝাড়, ম্যানগ্রোভ গাছ, কেয়া, শেওড়া, সাগর লতা, বাইন এবং নারিকেল গাছ দেখতে পাওয়া যায়। এখানকার ডাবের পানি অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি। তবে বর্তমানে এই দ্বীপে যে ডাব পাওয়া যায় সেগুলো সাধারণত অন্যান্য এলাকা থেকে এখানে নিয়ে আসা হয়। আগে এখানকার মানুষের প্রধান জীবিকা ছিল মাছ ধরা। তবে বর্তমানে এখানকার মানুষেরা সাধারণত পর্যটন নির্ভর জীবিকা নির্বাহ করে থাকেন।
সেন্টমার্টিন-দ্বীপের-ছবি
সেন্টমার্টিন-দ্বীপের-ছবি

সেন্টমার্টিন দ্বীপের দর্শনীয় স্থান -সেন্টমার্টিন দ্বীপের ছবি

সেন্টমার্টিন পুরো দ্বীপটিই একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই দ্বীপের অন্য একটি নাম হল নারিকেল জিনজিরা। তবে বাংলাদেশের জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ সেন্টমার্টিন দ্বীপ নিয়ে 'দারুচিনি দ্বীপ' এবং 'রূপালী দ্বীপ' নামে দুটি বিখ্যাত উপন্যাস লিখেছেন। এই দ্বীপের চারিদিকে নীল পানি ছড়িয়ে ছিটিয়ে থাকা, নানা রকম প্রাকৃতিক জীববৈচিত্র শামুক-ঝিনুক যে কোন পর্যটককে সহজেই আকৃষ্ট করে। আকাশের নীল আর পানির নীল মিলেমিশে যেন একাকার আর দূর জলরাশিতে দেখা যায় সারি সারি মাছ ধরা নৌকা, গাংচিল। 

সেন্ট মার্টিনের জেটিঘাট দূর থেকে দেখতে বেশ অসাধারণ লাগে। সেন্ট মার্টিন এর মূল ভূখণ্ড থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণে ১০০ থেকে ৫০০ বর্গমিটার আয়তনের ছোট দ্বীপটি 'ছেড়াদিয়া' বা 'ছেঁড়া দ্বীপ' অন্যতম দর্শনীয় স্থান। কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের সাগরের তীর ঘেঁষে 'সমুদ্র বিলাস' রিসোর্টটিও একটি দর্শনীয় স্থান। এখানে সরকার কর্তৃক একটি ডাক বাংলো এবং পুলিশ ফাঁড়ি রয়েছে। তাছাড়া এখানে পর্যটকদের জন্য পর্যটন হোটেল এবং রিসোর্ট গড়ে উঠেছে।
সেন্টমার্টিন-দ্বীপের-ছবি-দর্শনীয়-স্থান
সেন্টমার্টিন-দ্বীপের-ছবি-দর্শনীয়-স্থান। ছবি-এআই 
কিছু প্রশ্ন ও উত্তর:
প্রশ্ন:টেকনাফ থেকে সেন্ট মার্টিন কত কিলোমিটার?
উত্তর: প্রায় ৯ কিলোমিটার।
প্রশ্ন: ঢাকা থেকে সেন্ট মার্টিন কত কিলোমিটার?
উত্তর: প্রায় ৪৬৬ কিলোমিটার।
প্রশ্ন: কক্সবাজার থেকে সেন্ট মার্টিন কত কিলোমিটার?
উত্তর: প্রায় ১২০ কিলোমিটার।
প্রশ্ন: সেন্ট মার্টিন দ্বীপের জনসংখ্যা কত?
উত্তর: জনসংখ্যা প্রায় ৭ হাজার থেকে আট হাজার জন।
প্রশ্ন: সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত?
উত্তর: কক্সবাজার জেলায়।
প্রশ্ন সেন্ট মার্টিনে হোটেলের ভাড়া কত?
উত্তর: হোটেলের মান অনুযায়ী ১,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত প্রতি রাত।

সর্বশেষ কথা - সেন্টমার্টিন দ্বীপের ছবি ও দর্শনীয় স্থান

সেন্টমার্টিন দ্বীপের ছবি ও দর্শনীয় স্থান শিরোনামের লেখাটিতে বিস্তারিতভাবে বলা হয়েছে। বাংলাদেশের একমাত্র দর্শনীয় প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এর জৈব বৈচিত্র্য শৈবাল এবং প্রবাল যেকোনো পর্যটককে আকর্ষণ করে। এখানকার প্রাকৃতিক দৃশ্য বড়ই মনোরম এবং মনোমুগ্ধকর। এখানকার জৈব বৈচিত্র্য এবং প্রাণী সম্পদকে রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
আশা করি আজকের সেন্টমার্টিন দ্বীপের ছবি ও দর্শনীয় স্থান লেখাটি পড়ে আপনাদের ভালো লেগেছে এবং উপকৃত হয়েছেন। আপনার যদি লেখাটি পড়ে ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধব দের সাথেও শেয়ার করুন যেন তারাও উপভোগ করতে পারেন।সেন্টমার্টিন দ্বীপের ছবি লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url