তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের জন্য

তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের জন্য। ইসলামের অন্যতম পবিত্র মাস হল রমজান মাস। ধর্মপ্রাণ মুসলমান নর-নারী পুরো মাস জুড়ে রোজা পালন করেন, ইবাদত-বন্দেগী এবং বিশেষ নামাজ তারাবি আদায় করে থাকেন। পুরুষ মুসলিমগণ এই বিশেষ তারাবির নামাজ আদায়ের পাশাপাশি মহিলা মুসলিমগণও তারাবির নামাজ আদায় করে থাকেন।
তারাবির-নামাজের-নিয়ম-কানুন-মহিলাদের
তারাবির-নামাজের-নিয়ম-কানুন-মহিলাদের ।ছবি-এআই 
মহিলাদের জন্য তারাবির নামাজ আদায়ের সুযোগ পুরুষদের মতই রয়েছে। যদিও ধর্মপ্রাণ মহিলাগণ মসজিদে গিয়ে তারাবির নামাজের জামাতে অংশ নিতে পারেন, ইসলামে তাদের জন্য ঘরে নামাজ পড়াকে উত্তম হিসেবে বর্ণনা করা হয়েছে। আজকে আপনাদেরকে তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের জন্য বিস্তারিত জানিয়ে দিব ইনশাআল্লাহ। 

তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের

মহিলাদের জন্য তারাবির নামাজের নিয়ম কানুন কিছুটা আলাদা হলেও মূলত তা পুরুষদের মতই আদায় করা হয়। তারাবির নামাজ সুন্নতে মুয়াক্কাদা। মহিলাদের জন্য কিয়ামুল লাইল (রাতের নামাজ) ঘরে পড়া উত্তম। মহিলারা একা কিংবা পরিবারের সদস্যদের সাথে নিয়ে জামাতে তারাবির নামাজ আদায় করতে পারেন। যেহেতু নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 
"নারীদেরকে মসজিদে যেতে বাধা দিও না। তবে, তাদের জন্য ঘরই উত্তম।" (হাদীসটি আবু দাউদ তাঁর 'সুনান'  গ্রন্থে 'নারীদের মসজিদে যাওয়া' শীর্ষক পরিচ্ছেদ ও 'এ বিষয়ে কড়াকড়ি আরোপ' শীর্ষক পরিচ্ছেদে সংকলন করেছেন। হাদিসটি 'সহিহুল জামে' গ্রন্থে-৭৪৫৮ সংকলিত হয়েছে)
তারাবির-নামাজের-নিয়ম-কানুন-মহিলাদের
তারাবির-নামাজের-নিয়ম-কানুন-মহিলাদের ।ছবি-এআই 
মহিলাদের নামাজের স্থান যত বেশি নির্জন হবে, তত বেশি ব্যক্তিগত হবে সেটাই উত্তম। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
"মহিলাদের জন্য শোয়ার ঘরে নামাজ আদায় করা, বৈঠকখানায় নামাজ আদায় করার চেয়ে উত্তম। তাদের জন্য গোপন প্রকোষ্ঠে নামাজ আদায় করা, শোয়ার ঘরে নামাজ আদায় করার চেয়ে উত্তম।" (আবু দাউদ তাঁর 'সুনান' নামক গ্রন্থের 'কিতাবুস সালাত' অধ্যায়ের 'মহিলাদের মসজিদের যাওয়া' শীর্ষক পরিচ্ছেদে হাদীসটি সংকলন করেছেন। হাদীসটি সহিহুল জামে গ্রন্থে-৩৮৩৩ রয়েছে)

মহিলাদের তারাবির নামাজের নিয়ম কানুন

তারাবির নামাজ রমজান মাসের বিশেষ ইবাদতের অংশ। যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করেছেন এবং উম্মতদেরকে আদায়ের তাগিদ দিয়েছেন। এই নামাজ নফল হলেও 'সুন্নতে মুয়াক্কাদা' হিসেবে গণ্য হয় অর্থাৎ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারাবির নামাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সুগম করে এবং আত্মিক প্রশান্তি বৃদ্ধি করে। রমজান মাসের অন্যতম ফজিলত পূর্ণ ইবাদত তারাবির নামাজের মাধ্যমে মহিলাগণও সওয়াব অর্জন করতে পারেন। 

সঠিক নিয়ম-কানুন মেনে তারাবির নামাজ আদায় করা হলে এটি রমজানের বরকত ও রহমত লাভের অন্যতম মাধ্যম হয়ে ওঠে। চলুন, তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের জন্য জেনে নিই।
১। নিয়ত করা
২। রাকাত সংখ্যা
৩। নামাজের ধরন
৪। জামাতের সাথে আদায়
৫। কিরাত ও দোয়া
৬। বিরতি
৭। ওয়াক্ত
৮। পর্দা ও শালীনতা
৯। শারীরিক অসুবিধা
১০। ইতিকাফ 
১১। দোয়া কুনুত।
এখন আমরা তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের জন্য বিস্তারিত জেনে নেব।

১। নিয়ত করা

অন্যান্য যেকোনো নামাজের মত তারাবির নামাজের জন্যও সঠিক নিয়ত করা অত্যন্ত জরুরী। মানুষের মনের ইচ্ছা-ই হলো নিয়ত। তবে এভাবে নিয়ত করা যায় - 'আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সুন্নাতে মুয়াক্কাদা নামাজের নিয়ত করছি'। তারপর 'আল্লাহু আকবার' বলে নামাজ শুরু করা। যারা বিশুদ্ধভাবে আরবি বলতে পারেন তারা আরবিতেও নিয়ত করতে পারেন। আরবি নিয়ত করা আবশ্যকীয় নয়। আরবি নিয়তটি হল-
বাংলা উচ্চারণ:
'নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা রাকায়াতাই সালাতিত তারাবিহ সুন্নাতে রাসূলিল্লাহি তা'আলা মুতা ওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি, আল্লাহু আকবার'।
বাংলা অর্থ:
'আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সুন্নাতে মুয়াক্কাদা নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার'।

২। রাকাত সংখ্যা

তারাবির নামাজ সাধারণত ২০ রাকাত আদায় করা হয়। অবশ্য কোন কোন মুসল্লি ৮ রাকাতও আদায় করে থাকেন। তারাবির নামাজ দুই রাকাত করে পড়তে হয়, প্রত্যেক দুই রাকাতের পর সালাম ফেরানো হয়। এভাবে চার রাকাত আদায়ের পর একটু বিশ্রাম নিতে হয়। এ সময় তাসবিহ-তাহলিল, দোয়া-দরুদ ও জিকির-আজকার পড়া উত্তম। এইভাবে দুই রাকাত করে ২০ রাকাত বা ৮ রাকাত নামাজ আদায়ের মাধ্যমে তারাবির নামাজ শেষ হয়।
তারাবির-নামাজের-নিয়ম-কানুন-মহিলাদের
তারাবির-নামাজের-নিয়ম-কানুন-মহিলাদের । ছবি-এআই 

৩। নামাজের ধরন

তারাবির নামাজ দুই রাকাত করে পড়তে হয়
প্রতিদিন দুই রাকাত শেষে সালাম ফেরাতে হয়। 
২০ রাকাত পড়া সুন্নাতে মুয়াক্কাদা, তবে সক্ষমতা অনুযায়ী ৮, ১০ বা ২০ রাকাত পড়া যায়।

৪। জামাতের সাথে আদায়

মহিলারা ঘরে একাকী বা পরিবারের অন্যান্য মহিলাদের সাথে জামাত করে তারাবির নামাজ আদায় করতে পারেন। তবে মসজিদে জামাতের সাথে আদায় করাও বৈধ, যদি সেখানে সুবিধা এবং পর্দার সুব্যবস্থা থাকে।

৫। কিরাত ও দোয়া পাঠ

তারাবির নামাজে কুরআন তিলাওয়াত করা উত্তম। মহিলাগন চাইলে নিঃশব্দে বা আস্তে আস্তে তেলাওয়াত করতে পারেন। প্রতি চার রাকাত পর বা নামাজ শেষে দোয়া ও ইস্তিগফার করা যেতে পারে।

৬। বিরতি

তারাবি মানে বিশ্রাম, স্থির। তারাবির নামাজ প্রতি দুই রাকাত করে সম্পন্ন করতে হয়। এরপর তারাবি নামাজের প্রতি চার রাকাত পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়া সুন্নত। এই সময়ে জিকির, দোয়া বা কোরআন তেলাওয়াত করা উত্তম।

৭। ওয়াক্ত

তারাবির নামাজ এশার চার রাকাত ফরজ, দুই রাকাত সুন্নত এর পর বিতর নামাজের পূর্বে সুবহে সাদিকের আগ পর্যন্ত আদায় করা যায়। তবে রাতের শেষ তৃতীয়াংশে আদায় করা বেশি ফজিলতপূর্ণ।

৮। পর্দা ও শালীনতা - তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের

মুসলমান মহিলা গন মসজিদে তারাবি নামাজের উদ্দেশ্যে যাওয়ার ক্ষেত্রে নিম্নরূপ শর্ত পালন করবেন:
  • পরিপূর্ণ হিজাব থাকতে হবে
  • সুগন্ধি লাগিয়ে যাওয়া যাবে না
  • স্বামীর অনুমতি লাগবে
  • একাকী বের হওয়া যাবে না।
মহিলাদের জন্য পর্দা রক্ষা করে তারাবির নামাজ আদায় করা জরুরী। তবে ঘরে নামাজ আদায় করলে পর্দা চিন্তা কম থাকে।

৯। শারীরিক অসুবিধা

মহিলাদের যদি শারীরিক অসুবিধা থাকে যেমন- হায়েজ, নিফাস ইত্যাদি থাকে, তাহলে সে সময় নামাজ আদায় করা যাবে না। পরে কাজা করারও প্রয়োজন নেই, কারণ তারাবি নামাজ কাজা ওয়াজিব নয়।
১০। ইতিকাফ
রমজানের শেষ ১০ দিন ইতিকাফ করা সুন্নত। মহিলারা ঘরের নির্দিষ্ট স্থানে ইতিকাফ করতে পারবেন, তবে পর্দা ও শালীনতা বজায় রেখে।

১১। দোয়া কুনুত 

কিছু কিছু মাযহাবে তারাবি নামাজে দোয়া কুনুত পড়া হয়। মহিলারাও এটি পড়তে পারেন। তবে এটি পড়া বাধ্যতামূলক নয়।
আরো পড়ুন:
সতর্কতা:
মুসলমান মহিলা গন বাসায় একা একা তারাবি নামাজ পড়তে পারেন। আবার পরিবারের সদস্যদের নিয়েও জামাতের সাথে নামাজ পড়তে পারেন। নামাজের পোশাক অবশ্যই শালীন হতে হবে এবং শরীরের সব অংশ মুখ ও হাতের কব্জি ব্যতীত ঢাকা থাকতে হবে। আজান ও ইকামত ছাড়াই এই নামাজ পড়া যায় তবে জামাত হলে ইকামত দেওয়া যেতে পারে।

সর্বশেষ কথা - তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের

পবিত্র রমজান মাসের বিশেষ ইবাদত হল তারাবির নামাজ। নারী-পুরুষ উভয়ের জন্য এই তারাবি নামাজ সুন্নতে মুয়াক্কাদা। পুরুষদের জন্য মসজিদে জামাতে তারাবির নামাজ পড়া সুন্নত। তবে মহিলা গন বাড়িতে একাকী বা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে জামাতের সাথে তারাবির নামাজ আদায় করতে পারেন। তবে বর্তমানে মহিলারাও মসজিদে গিয়ে পর্দার সহিত পুরুষদের সাথে তারাবির নামাজ আদায় করছেন। এটি একটি ইতিবাচক তবে কোনমতেই যেন বিশৃঙ্খলা না ঘটে সেদিকে খেয়াল রাখা উচিত। আশা করি আজকের তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের শিরোনামের লেখাটি আপনাদের ভালো লেগেছে। লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url