চার কালেমা বাংলা উচ্চারণ সহ বিস্তারিত

চার কালেমা বাংলা উচ্চারণ সহ বিস্তারিত। কালেমা ইসলাম ধর্মের মৌলিক বিশ্বাস সংবলিত কয়েকটি আরবি পংক্তির নাম। ইসলামের প্রধান পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভ হল কালেমা বা ঈমান। আর কালেমার মাধ্যমেই ইসলামের প্রথম স্তম্ভ শাহাদাহ্ পূর্ণতা পায়। ইসলামে সর্বমোট কালেমা ৬ টি। আজকে চার কালেমা বাংলা উচ্চারণ সহ বিস্তারিত আলোচনা করা হবে।
চার-কালেমা-বাংলা-উচ্চারণ
চার-কালেমা-বাংলা-উচ্চারণ
কালেমা মুখে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা এবং তা কর্মে পরিণত করাই হলো ঈমান। একজন মুসলিমের প্রধান কাজ হল কালেমার স্বীকৃতি দান করা। কেননা এর মাধ্যমে সমস্ত কর্মের মূল ভিত্তি রয়েছে। চলুন চার কালেমা বাংলা উচ্চারণ সহ বিস্তারিত জেনে নেয়া যাক।

চার কালেমা বাংলা উচ্চারণ

কালেমা, যার সাক্ষ্য মহান আল্লাহ তায়ালা স্বয়ং নিজেই নিজের জন্য এবং তাঁর প্রিয় রাসূল সাঃ এর জন্য দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু অর্থাৎ আল্লাহ ছাড়া কোন সত্য মা'বুদ বা উপাস্য নেই - এটাই ইসলামের চূড়ান্ত কালেমা। কালেমা হল ইসলাম ধর্মের একটি অন্যতম প্রধান এবং প্রথম স্তম্ভ। ইসলামের মোট কালেমা হল ছয়টি। এই কালেমা সমূহ মৌখিক বলা, অন্তরিক বিশ্বাস করা ও তা আমল করার নামই হলো ইমান। নিচে চার কালেমা বাংলা উচ্চারণ সহ উল্লেখ করা হলো।
  • ১। কালেমা তাইয়্যেবা।
  • ২। কালেমা শাহাদাত।
  • ৩। কালেমা তাওহীদ।
  • ৪। কালেমা তামজীদ।
এবার আমরা চার কালেমা আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ বিস্তারিত জেনে নেব।

১। কালেমা তাইয়্যেবা

ইসলামের প্রথম কালেমা হচ্ছে কালেমায়ে তাইয়্যেবা, যার অর্থ হল 'পবিত্র বাক্য'। এই কালেমায় মহান আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং রাসূলুল্লাহ সাঃ কে নির্দিষ্ট ভাবে তাঁর প্রেরিত রাসূল হিসেবে বর্ণনা করা হয়েছে।

কালেমা তাইয়্যেবার আরবি উচ্চারণ:

لاَ اِلَهَ اِلاَّ اللهُ مُحَمَّدُ رَّسُوْ لُ الله

কালেমা তাইয়্যেবার বাংলা উচ্চারণ:

লা-ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাঃ)।

কালেমা তাইয়্যেবার বাংলা অর্থ:

আল্লাহ ব্যতীত কোন মা'বুদ নেই। হযরত মুহাম্মদ সাঃ তাঁর প্রেরিত রাসূল।

২। কালেমা শাহাদাত

ইসলামের দ্বিতীয় কালেমা হচ্ছে কালেমায়ে শাহাদাত, যার অর্থ হল 'সাক্ষ্য বাক্য'। কালেমা শাহাদাতে সাক্ষ্য দেওয়া হয়েছে যে, মহান আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং তিনি এক ও অদ্বিতীয়। আরো সাক্ষ্য দেওয়া হয়েছে যে, রাসূলুল্লাহ সাঃ তাঁর একজন বান্দা এবং প্রেরিত রাসূল।

কালেমা শাহাদাত এর আরবি উচ্চারণ:

َشْهَدُ اَنْ لاَّ اِلَهَ اِلاَّ اللهُ وَحْدَهُ لاَشَرِيْكَ لَه' وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُه' وَرَسُوْلُه

কালেমা শাহাদাত এর বাংলা উচ্চারণ:

আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মদান আবদুহু ওয়া রাসূলুহু।

কালেমা শাহাদাত এর বাংলা অর্থ:

আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই। তিনি এক, তাঁর কোন অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মদ সাঃ আল্লাহ তাআলার বাঃন্দা ও রাসূল।

৩। কালেমা তাওহীদ

ইসলামের তৃতীয় কালেমা হচ্ছে কালেমা তাওহীদ, যার অর্থ হল 'একত্ববাদ'। কালেমা তাওহীদে মহান আল্লাহ তায়ালার একত্ববাদের ঘোষণা করা হয়েছে। আর বিশ্ব প্রতিপালকের প্রেরিত পুরুষ হযরত মুহাম্মদ সাঃ কে ধর্মভীরু মুত্তাকীদের জন্য ইমাম হিসাবে বর্ণনা করা হয়েছে।

কালেমা তাওহীদ এর আরবি উচ্চারণ:

لاَ اِلَهَ اِلاَّ اَنْتَ وَاحِدَ لاَّثَانِىَ لَكَ مُحَمَّدُرَّ سُوْلُ اللهِ اِمَامُ الْمُتَّقِيْنَ رَسُوْ لُرَبِّ الْعَلَمِيْنَ

কালেমা তাওহীদ এর বাংলা উচ্চারণ:

লা-ইলাহা ইল্লা আনতা ওয়াহেদাল্লা ছানিয়ালাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকীনা রসূলু রাব্বিল আলামিন।

কালেমা তাওহীদ এর বাংলা অর্থ:

মহান আল্লাহ ছাড়া আর কোন ইলাহ (রব) নেই তিনি এক এবং অদ্বিতীয়। হযরত মুহাম্মদ সাঃ মুত্তাকিনদের ইমাম এবং বিশ্ব প্রতিপালকের প্রেরিত পুরুষ।
চার-কালেমা-বাংলা-উচ্চারণ
চার-কালেমা-বাংলা-উচ্চারণ 

৪। কালেমা তামজিদ

ইসলামের চতুর্থ কালেমা হল কালেমায়ে তামজীদ, যার অর্থ হল 'শ্রেষ্ঠত্ববাদী বাক্য'। কালেমা তামজিদ এ মহান আল্লাহকে জ্যোতিময় এবং হযরত মুহাম্মদ সাঃ কে প্রেরিত পয়গম্বরদের ইমাম এবং শেষ নবী উল্লেখ করা হয়েছে।

কালেমা তামজিদ এর আরবি উচ্চারণ:

لاَ اِلَهَ اِلاَّ اَنْتَ نُوْرَ يَّهْدِىَ اللهُ لِنُوْرِهِ مَنْ يَّشَاءُ مُحَمَّدُ رَّسَوْ لُ اللهِ اِمَامُ الْمُرْسَلِيْنَ خَا تَمُ النَّبِيِّنَ

কালেমা তামজিদ এর বাংলা উচ্চারণ:

লা-ইলাহা ইল্লা আনতা নূরাই ইয়াহ দিয়াল্লাহু লিনুরিহী মাইয়্যাশায়ু মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালীনা খাতামুন-নাবিয়্যীন।

কালেমা তামজিদ এর বাংলা অর্থ:

হে আল্লাহ! তুমি ব্যতীত কেহ উপাস্য নেই। তুমি জ্যোতিময়। তুমি যাকে ইচ্ছা আপন জ্যোতি প্রদর্শন কর। মুহাম্মদ সাঃ প্রেরিত রাসূলগণের ইমাম এবং শেষ নবী।

প্রিয় পাঠক উপরে চার কালেমা বাংলা উচ্চারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি আপনি ৪ কালেমা সম্বন্ধে ভালোভাবে জানতে এবং বুঝতে পেরেছেন।

ব্যক্তি জীবনে কালেমা পাঠের গুরুত্ব ও ফজিলত - চার কালেমা বাংলা উচ্চারণ

কালেমা এমন এক গুরুত্বপূর্ণ বাণী যা মুসলমানগন তাদের পবিত্রতা (অজু), আজান, ইকামত, বক্তৃতা ও বিবৃতিতে বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করে থাকে। পবিত্র এই কালেমাকে স্বীকার করা এবং অস্বীকার করার মাধ্যমে মানবজাতি ঈমানদার এবং কাফের দুই ভাগে বিভক্ত হয়ে যথাক্রমে বেহেশত এবং দোযখে নিক্ষিপ্ত হবে।
আরো পড়ুন:
হযরত উবাদা ইবনে সামিত রাঃ বর্ণনা করেন, রাসূল সাঃ বলেছেন, 'যে ব্যক্তি বেশি বেশি কালেমার জিকির করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তা'আলা পরকালে দোযখের আগুনকে হারাম করে দেবেন এবং আকাশের সব রহমতের দরজা খুলে দিবেন।

আবু হুরায়রা রাঃ হতে বর্ণিত, নবী করিম সাঃ বলেছেন, 'কোন বান্দা যদি ইখলাসের সাথে কালেমা পাঠ করে, তবে তার জন্য আকাশের সমস্ত দরজা খুলে দেওয়া হয়'। (তিরমিজি)
চার-কালেমা-বাংলা-উচ্চারণ
চার-কালেমা-বাংলা-উচ্চারণ 
হযরত আনাস রাঃ হতে বর্ণিত রাসূলুল্লাহ সাঃ বলেছেন, 'কিয়ামতের দিন মহান আল্লাহ তায়ালা বলবেন হে মুহাম্মদ! সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে সাক্ষ্য দিয়েছে যে, 'আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং সে বিশ্বাসের উপর মৃত্যুবরণ করেছে'। (মুসনাদে আহমদ)

সহিহ হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে, 'কালেমা তাইয়্যেবার নেকি যদি এক পাল্লায় রাখা হয় এবং অন্য পাল্লায় যদি আসমান-জমিন রাখা হয়, তবুও কালেমার পাল্লা ভারী হয়ে যাবে'। (সুবাহানাল্লাহ)

মহানবী হযরত মুহাম্মদ সাঃ বলেছেন, 'যদি কোন ব্যক্তির মৃত্যুর সময় কালেমা নসিব হয় বা পাঠ করে, ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে'। (সুবাহানাল্লাহ)
আরো পড়ুন:

সর্বশেষ কথা - চার কালেমা বাংলা উচ্চারণ সহ

কালেমা হল ইসলামের ৫ স্তম্ভের মধ্যে অন্যতম একটি প্রধান স্তম্ভ। চার কালেমা মৌখিকভাবে বলা এবং আন্তরিকভাবে বিশ্বাস করার নামই হলো ঈমান। ঈমানের অনেকগুলো শাখা-প্রশাখা রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম শাখা হলো কালেমা। আমরা ওপরের আলোচনা থেকে জানতে পেরেছি যে, কালেমার গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। তাই মুসলমান হিসাবে আসুন, আমরা সবাই বিশ্বাসের সাথে বেশি বেশি কালেমা পাঠ করি এবং সে অনুযায়ী আমল করি। যেন কাল কেয়ামতের ময়দানে এই কালেমা আমাদের নাজাতের কারণ হয়ে যায়। আশা করি চার কালেমা বাংলা উচ্চারণ শিরোনামের লেখাটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url