ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা
ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা জেনে নিন। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। দীর্ঘ একটি বছর পর আমাদের মাঝে আবারও দেখতে দেখতে ঈদ চলে এলো। প্রত্যেক মুসলমান ঈদ আসলেই আনন্দমুখর দিন উপভোগ করে থাকেন। যে যেখানেই থাকুক না কেন ঈদ শুরু হওয়ার আগেই সবাই প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।
![]() |
ঈদের-শুভেচ্ছা-জানিয়ে-খুদে-বার্তা |
বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে অনেকেই নিজ নিজ প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা দিয়ে থাকেন। তাছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে "ঈদ মোবারক" শুভেচ্ছা স্ট্যাটাস দেওয়ার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। চলুন জেনে নেওয়া যাক ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা সম্পর্কে বিস্তারিত।
ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুটি হল ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই দুইটি ঈদ মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দময় উৎসব। প্রতি বছর এই দুটি ঈদ প্রত্যেক মুসলমানের জীবনে আনন্দ, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব এবং বরকত বয়ে আনে। আনন্দময় এই দিনগুলোতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে প্রার্থনা, সামাজিক সংযোগ, পরিবার, বন্ধুদের সাথে মিলিত হওয়া এবং একে অপরের সাথে উপহার-শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উদযাপন করা হয়। বর্তমান ডিজিটাল যুগে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা বা এসএমএস এর মাধ্যমে শুভেচ্ছা জানানো একটি সাধারন এবং কার্যকরী উপায়।ইলেকট্রনিক মিডিয়া বা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যম হলো খুদে বার্তা বা সংক্ষেপ অনুভূতি প্রকাশ করার একটি উত্তম মাধ্যম।
![]() |
ঈদের-শুভেচ্ছা-জানিয়ে-খুদে-বার্তা |
ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা সমূহ
ঈদের শুভেচ্ছা বিনিময় একটি গুরুত্বপূর্ণ প্রথা এবং ঐতিহ্য। ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য কিছু ইউনিক এবং সেরা ঈদের শুভেচ্ছা বার্তা, এসএমএস শেয়ার করলাম।
অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা
💢💟💦(❤ ω ❤💦💟💢
ঈদের আনন্দে মন ভরে উঠুক
হৃদয় হোক প্রেমে পূর্ণ,
আপনার জীবনে নেমে আসুক
সুখ-সমৃদ্ধি আর বরকত।
🔷🔹💠 ঈদ মোবারক 💠🔹🔷
🌐🍀🌟💗❤💗🌟🍀🌐
ঈদের চাঁদ, ঈদের পোশাক
নতুন মন, নতুন জন
সবাইকে ঈদের শুভেচ্ছা।
🔶🔸💠ঈদ মোবারক💠🔸🔶
💢💟💦(❤ ω ❤💦💟💢
ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন
আপনার জীবনে নেমে আসুক
অনাবিল সুখ, সমৃদ্ধি ও বরকত।
🔷🔹💠 ঈদ মোবারক 💠🔹🔷
🌐🍀🌟💗❤💗🌟🍀🌐
ঈদের দিনে আসবে বন্ধু
আমার ছোট্ট ঘরে,
সম্বল যা আছে আমার
দেবো উজাড় করে।
🔶🔸💠ঈদ মোবারক💠🔸🔶
💢💟💦(❤ ω ❤💦💟💢
ঈদ মানে আনন্দ
ঈদ মানে খুশি,
ঈদ মানে বন্ধু তোকে
অনেক ভালোবাসি।
🔷🔹💠 ঈদ মোবারক 💠🔹🔷
🌐🍀🌟💗❤💗🌟🍀🌐
নতুন সকাল, নতুন দিন
শুভ হোক ঈদের দিন
অগ্রিম শুভেচ্ছা রইল।
🔶🔸💠ঈদ মোবারক💠🔸🔶
💢💟💦(❤ ω ❤💦💟💢
নতুন রাত, বাঁকা চাঁদ
রঙিন হোক ঈদের রাত
অগ্রিম শুভেচ্ছা রইল।
🔷🔹💠 ঈদ মোবারক 💠🔹🔷
🌐🍀🌟💗❤💗🌟🍀🌐
পড়েছে আজ চাঁদের নজর
তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ
সবাই পেল ঈদের বাতাস।
🔶🔸💠ঈদ মোবারক💠🔸🔶
💢💟💦(❤ ω ❤💦💟💢
আনন্দের এই সময়গুলো
কাটুক থেমে থেমে
বছরজুড়ে তোমার তরে
ঈদ আসুক নেমে।
🔷🔹💠 ঈদ মোবারক 💠🔹🔷
🌐🍀🌟💗❤💗🌟🍀🌐
দেশে ও বিদেশে থাকা
সকল ধর্মপ্রাণ মুসলিম
ভাই - বোনদের প্রতি রইল
আন্তরিক শুভেচ্ছা।
🔶🔸💠ঈদ মোবারক💠🔸🔶
💢💟💦(❤ ω ❤💦💟💢
ঈদের এই বিশেষ দিনে
সবার জীবন হোক নতুন দিনের মত
উজ্জ্বল ও আনন্দময়।
🔷🔹💠 ঈদ মোবারক 💠🔹🔷
🌐🍀🌟💗❤💗🌟🍀🌐
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক
প্রতিটি ঘরে ঘরে,
সুখ ও শান্তিতে ভরে উঠুক
সবার জীবন।
🔶🔸💠ঈদ মোবারক💠🔸🔶
💢💟💦(❤ ω ❤💦💟💢
কিছু স্মৃতি নিরবে কেঁদে যায়
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়।
🔷🔹💠 ঈদ মোবারক 💠🔹🔷
🌐🍀🌟💗❤💗🌟🍀🌐
বন্ধু তুমি অনেক দূরে
তাইতো তোমায় পড়ে মনে,
সুন্দর এই সময়টুকু কাটুক খুশিতে
ঈদের দিন আইসো কিন্তু
আমার বাড়িতে।
🔶🔸💠ঈদ মোবারক💠🔸🔶
💢💟💦(❤ ω ❤💦💟💢
ঈদের দিন পায়েস খাব
খাব গরুর গোস্ত
ঘুরতে যাব তোকে নিয়ে
আসবি কিন্তু দোস্ত
🔷🔹💠 ঈদ মোবারক 💠🔹🔷
🌐🍀🌟💗❤💗🌟🍀🌐
ঈদ হল খুশির দিন
দাওয়াত রইল ঈদের দিন।
🔶🔸💠ঈদ মোবারক💠🔸🔶
💢💟💦(❤ ω ❤💦💟💢
ভালো থেকো সীমাহীন
রঙিন হোক ঈদের দিন।
🔷🔹💠 ঈদ মোবারক 💠🔹🔷
🌐🍀🌟💗❤💗🌟🍀🌐
রং লেগেছে মনে
মধুর এই ক্ষণে
তোমায় আমি রাঙ্গিয়ে দেব
ঈদের এই দিনে।
ঈদ কার্ড দিতে পারলাম না
তুমি দূরে বলে
মুখে বলতে পারলাম না
নাম্বার নাই বলে।
🔷🔹💠 ঈদ মোবারক 💠🔹🔷
🌐🍀🌟💗❤💗🌟🍀🌐
তোমাকে বলছি সুন্দর হোক
তোমার ঈদের দিন
দাওয়াত রইলো বন্ধু আমার
ঈদের সারাটা দিন।
🔶🔸💠ঈদ মোবারক💠🔸🔶
💢💟💦(❤ ω ❤💦💟💢
আসছে ঈদ লাগছে ভালো
তাইতো আমায় বলতে হলো
ঈদের দিন চলে আইসো।
🔷🔹💠 ঈদ মোবারক 💠🔹🔷
🌐🍀🌟💗❤💗🌟🍀🌐
ঈদের দাওয়াত তোমার তরে
আসবে তুমি আমার ঘরে
কবুল কর আমার দাওয়াত
না করলে পাবো আঘাত।
🔶🔸💠ঈদ মোবারক💠🔸🔶
💢💟💦(❤ ω ❤💦💟💢
ঈদের দাওয়াত রইলো বন্ধু
এসো আমার বাড়ি
না আসলে দেব আড়ি
যাব না আর তোমার বাড়ি।
🔷🔹💠 ঈদ মোবারক 💠🔹🔷
🌐🍀🌟💗❤💗🌟🍀🌐
শুভক্ষণ শুভদিন
মনে রেখো চিরদিন,
কষ্টগুলো দূরে রেখো
স্বপ্নগুলো পূরণ কর,
নতুন ভালো স্বপ্ন দেখো
আমার কথা মনে রেখো।
🔶🔸💠ঈদ মোবারক💠🔸🔶
💢💟💦(❤ ω ❤💦💟💢
মন চাইছে কারো সাথে কথা বলি
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি,
ঈদ মোবারক বলার যখন সিদ্ধান্ত নিলাম
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি।
🔷🔹💠 ঈদ মোবারক 💠🔹🔷
🌐🍀🌟💗❤💗🌟🍀🌐
মেঘলা আকাশ মেঘলা দিন
ঈদের বাকি কয়েকদিন,
কাপড়-চোপড় কিনে নিন
গরিব-দুঃখীর খবর নিন,
দাওয়াত রইল ঈদের দিন।
🔶🔸💠ঈদ মোবারক💠🔸🔶
💢💟💦(❤ ω ❤💦💟💢
ঈদের দাওয়াত দিলাম বন্ধু
আসবে আমার বাড়ি,
অনেক কথা জমে আছে
বলব তোমায় আমি।
🔷🔹💠 ঈদ মোবারক 💠🔹🔷
🌐🍀🌟💗❤💗🌟🍀🌐
ঈদের দাওয়াত রইলো বন্ধু
চলে এসো আমার বাড়ি,
না আসলে তোমার সাথে
বলবো না আর কথা,
কোনদিন আর পাবে না
তুমি আমার দেখা।
🔶🔸💠ঈদ মোবারক💠🔸🔶
💢💟💦(❤ ω ❤💦💟💢
নীল আকাশে ঈদের চাঁদ
ঈদের আগে চাঁদনী রাত,
ঈদের দিনে এসো বন্ধু
শক্ত করে ধরবো হাত।
🔷🔹💠 ঈদ মোবারক 💠🔹🔷
🌐🍀🌟💗❤💗🌟🍀🌐
ঈদ হল খুশির দিন
দাওয়াত রইলো ঈদের দিন,
ভালো থেকো সীমাহীন
ঈদের দিন টা হোক রঙিন।
🔶🔸💠ঈদ মোবারক💠🔸🔶
💢💟💦(❤ ω ❤💦💟💢
ঈদের আকাশ মেঘলা দিন
ঈদের বাকি দুইদিন,
আসবে সবার খুশির দিন
দাওয়াত রইল ঈদের দিন।
🔷🔹💠 ঈদ মোবারক 💠🔹🔷
🌐🍀🌟💗❤💗🌟🍀🌐
ঈদের আনন্দে ভরে উঠুক আপনার মন
চাঁদের আলোয় ঝলমল হোক আপনার জীবন
আপনাকে রইল অগ্রিম ঈদ শুভেচ্ছা।
🔶🔸💠ঈদ মোবারক💠🔸🔶
![]() |
ঈদের-শুভেচ্ছা-জানিয়ে-খুদে-বার্তা |
💢💟💦(❤ ω ❤💦💟💢
ঈদের দিনে আসবে বন্ধু
আমার ছোট্ট ঘরে,
সম্বল যা আছে আমার
দেবো আদর করে।
🔶🔸💠ঈদ মোবারক💠🔸🔶
🌐🍀🌟💗❤💗🌟🍀🌐
ঈদ মানে আনন্দ
ঈদ মানে খুশি,
ঈদ মানে বন্ধু তোকে
অনেক ভালোবাসি।
🔷🔹💠🔶 ঈদ মোবারক 🔶💠🔹🔷
বন্ধুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা চিঠি
আপনাদের সবাইকে ঈদ মোবারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আগে যখন মোবাইল বা ডিভাইস ছিল না, তখন চিঠির মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানসহ ঈদের শুভেচ্ছা জানানো হতো। তখন ঈদ কার্ড বাজারে পাওয়া যেত এবং প্রিয়জনসহ বন্ধু-বান্ধবদের সাথে ঈদের দাওয়াত আদান-প্রদান হত। আপনারা অনেকেই ঈদের শুভেচ্ছা, অভিনন্দন ও দাওয়াত এর চিঠি সম্পর্কে জানতে চেয়েছেন। তাই আপনাদের সুবিধার্থে এখানে ঈদের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে চিঠি উল্লেখ করা হলো।
প্রিয় [💗নাম💗],
কিছু কথা না বলা থেকে যায়
কিছু ভাষা বর্ণনা হীন রয়,
আর কিছু কথা বুঝে নিতে হয়
তবে ঈদের দিন সব প্রাণ খুলে বলা যায়।
এসো বন্ধু, সবকিছু ভুলে
ঈদের আনন্দে এক হয়ে যায়।
💠🔶 ঈদ মোবারক বন্ধু 🔶💠
🌙 শুভেচ্ছান্তে,
[💗আপনার নাম💗]
![]() |
ঈদের-শুভেচ্ছা-জানিয়ে-খুদে-বার্তা |
ঈদের শুভেচ্ছা ফেসবুক স্ট্যাটাস
প্রত্যেক বছর ঈদের দিনটিকে খুশির সাথে কাটাতে সবাই ইন্টারনেটে ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস পেতে চায়। বিশ্বের সকল মুসলমান দিনটিকে বিশেষভাবে পালন করে থাকেন। আর ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং এর আনন্দ আরো বাড়িয়ে নিতে সকলে এই দিনটিতে ঈদ সম্পর্কিত উক্তি, শুভেচ্ছা, এসএমএস বা খুদে বার্তার মাধ্যমে সবার সাথে শেয়ার করে থাকেন। তাই এখান থেকে আপনার প্রিয়জনের জন্য জনপ্রিয় কিছু ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস দেখে নিতে পারেন এবং অবশ্যই সবার সাথে ঈদ নিয়ে শুভেচ্ছা স্ট্যাটাস গুলো শেয়ার করতে পারেন। তাহলে চলুন ঈদের শুভেচ্ছা ফেসবুক স্ট্যাটাস গুলো জেনে নিই।
🔶💦 রিমঝিম এই বৃষ্টিতে, ঈদ কাটাবো সৃষ্টিতে। খুশি হওয়া লাগলো মনে, নাচবে খুকি ক্ষণে ক্ষণে। সাজবে সবাই নতুন পোশাক, ঈদ যেন সারা জীবন রয়ে যাক। 🔸💠ঈদ মোবারক💠🔸
🔶💦 স্বপ্নগুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক। দুঃখগুলো দূরে যাক, সুখে জীবন ভরে যাক। জীবনটা হোক ধন্য, ঈদ মোবারক তোমার জন্য।💠🔶 ঈদ মোবারক 🔶💠
🔶💦 মেঘলা আকাশ মেঘলা দিন, ঈদের বাকি আর একদিন। ঝড়-বৃষ্টি রোদের দিন, আসবে কিন্তু ঈদের দিন। নদীর ধারে সাদা বক, তোমাকে জানাই অগ্রিম ঈদ মোবারক। 🔸💠ঈদ মোবারক💠🔸
🔶💦 মিষ্টি হাসি মিষ্টি সুর, মিষ্টি মুহূর্ত ঈদের দিন, আনন্দের রঙ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।💠🔶 ঈদ মোবারক 🔶💠
🔶💦 ঈদের চাঁদ উঠুক আকাশে, আলো ছড়িয়ে পড়ুক বাতাসে। প্রিয়জনের সঙ্গে কাটুক আপনার প্রতিটি আনন্দময় মুহূর্ত। অগ্রিম ঈদের শুভেচ্ছা। 🔸💠ঈদ মোবারক💠🔸
🔶💦 ঈদের খুশি ছড়িয়ে পড়ুক চারপাশে, মুছে যাক সকল দুঃখ, কষ্ট, গ্লানি। আল্লাহ আমাদের সকলকে শান্তি ও অনাবিল সুখ দান করুন। সবাইকে অগ্রিম ঈদ শুভেচ্ছা।💠🔶 ঈদ মোবারক 🔶💠
🔶💦 ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। আল্লাহ আমাদের সবার জীবনে ভরিয়ে দিক এই ঈদের অফুরন্ত খুশিতে। সবাইকে ঈদের শুভেচ্ছা। 🔸💠ঈদ মোবারক💠🔸
ভালোবাসার মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা
ঈদ কেবল শুধু মাত্র একটি দিন নয় বরং এটি একটি নতুন উদ্দীপনা ও আশাবাদ নিয়ে আসে ঈদ উপলক্ষে আমরা বন্ধু-বান্ধব নিকট আত্মীয়-স্বজন সবাইকে ঈদের শুভেচ্ছা দিতে চাই। স্পেশালি ভালোবাসার মানুষকে ঈদের শুভেচ্ছা মেসেজ দিয়ে তাকে সারপ্রাইজ করে দিতে চাই। এখানে ভালোবাসার মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কিছু খুজে বার্তা দেওয়া হল।
🔶🔸প্রিয়, ঈদ আমার জীবনে তোমার উপস্থিতি আরো আনন্দিত করে। আল্লাহ আমাদের ভালোবাসাকে আরো গভীর করুন - ঈদ মোবারক। 🔸💠ঈদ মোবারক💠🔸
🔶🔸প্রিয়, ঈদ মানে খুশি ঈদ মানে নতুন আশা নতুন করে পথ চলা এই ঈদে আমি চাই তোমার প্রতিটি স্বপ্ন পূরণ হোক ঈদ মোবারক। 🔸💠ঈদ মোবারক💠🔸
🔶🔸প্রিয়, এবারের ঈদ এসেছে ভালবাসা ও আনন্দ নিয়ে। তোমার সাথে এই ঈদ কাটাতে পেরে আমি নিজেকে অনেক অনেক ধন্য মনে করি। তোমার সফলতা কামনা করি। ঈদ মোবারক - আমার ভালোবাসা। 🔸💠ঈদ মোবারক💠🔸
আরো পড়ুন:
সর্বশেষ কথা - ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা
ঈদের শুভেচ্ছা বিনিময় একটি গুরুত্বপূর্ণ প্রথা। মুসলমানগন একে অপরকে 'ঈদ মোবারক' বা 'ঈদ শুভেচ্ছা' জানাই। আর বেশিরভাগ সময় আমরা সবার আগে প্রাণপ্রিয় বন্ধুকে ঈদের শুভেচ্ছা বার্তা দিতে চাই বা দিয়ে থাকি। ঈদ উৎসবের মাধ্যমে আমরা সবাই মিলিত হয় এবং নতুন করে একটি বন্ধনের সূচনা তৈরি করি যা আমাদের সমাজে সাম্যের বার্তা ছড়িয়ে দেয়। ঈদ সবার জন্য খুশি ও আনন্দ বয়ে আনুক সেই প্রত্যাশা রইল। আশা করি লেখাটি আপনাদের ভালো লেগেছে। লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url