সূরা কদর বাংলা উচ্চারণ ও অর্থসহ

সূরা কদর বাংলা উচ্চারণ ও অর্থসহ বিস্তারিত জানতে চান? মহাগ্রন্থ আল কুরআন এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি সূরা হল সূরা আল কদর। আপনারা অনেকেই সূরা আল কদর বাংলা উচ্চারণ ও অর্থসহ জানতে চান। সূরা কদর বাংলা উচ্চারণ ও অর্থসহ জানতে হলে আজকের লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
সূরা-কদর-বাংলা-উচ্চারণ
সূরা-কদর-বাংলা-উচ্চারণ।
পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের ১১৪ টি সূরার মধ্যে ৯৭ তম সূরা হল সূরা কদর। মক্কায় অবতীর্ণ এই সূরার আয়াত সংখ্যা পাঁচটি এবং রুকু সংখ্যা একটি। সূরা আল কদরে পবিত্র কোরআন নাজিলের কথা এবং হাজার রাতের থেকে উত্তম লাইলাতুল কদরের কথা আলোচনা করা হয়েছে। তাহলে চলুন সূরা কদর বাংলা উচ্চারণ ও অর্থসহ বিস্তারিত জেনে নিই।

সূরা কদর বাংলা উচ্চারণ

মহানবী সাঃ এর নবী জীবনে মক্কায় অবস্থান করে এই সূরাটি অবতীর্ণ হয়েছিল। এটি একটি মাক্কী সূরা। সূরা কদরে মহান আল্লাহ তায়ালা কোরআন নাযিলের কথা উল্লেখ করেছেন এবং এই রাতকে এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ বলেছেন। চলুন সূরা আল কদর আরবি উচ্চারণ ও বাংলা উচ্চারণ জেনে নিই।
আরো পড়ুন:

সূরা কদর আরবি উচ্চারণ:

(بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ )
اِنَّاۤ اَنۡزَلۡنٰہُ فِیۡ لَیۡلَۃِ الۡقَدۡرِ ۚۖ ١ وَمَاۤ اَدۡرٰىکَ مَا لَیۡلَۃُ الۡقَدۡرِ ؕ ٢ لَیۡلَۃُ الۡقَدۡرِ ۬ۙ  خَیۡرٌ مِّنۡ اَلۡفِ شَہۡرٍ ؕؔ ٣ تَنَزَّلُ الۡمَلٰٓئِکَۃُ وَالرُّوۡحُ فِیۡہَا بِاِذۡنِ رَبِّہِمۡ ۚ  مِّنۡ کُلِّ اَمۡرٍ ۙۛ ٤ سَلٰمٌ ۟ۛ  ہِیَ حَتّٰی مَطۡلَعِ الۡفَجۡرِ
সূরা-কদর-বাংলা-উচ্চারণ
সূরা-কদর-বাংলা-উচ্চারণ।

সূরা কদর বাংলা উচ্চারণ:

(বিসমিল্লাহির রাহমানির রাহিম)
১। ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর।
২। ওয়ামা আদরাকা মা-লাইলাতুল কদর।
৩। লাইলাতুল কাদরি খাইরুম মিনা'ল ফি শাহর।
৪। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রুহু ফীহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর।
৫। ছালা মুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর।

সূরা কদর বাংলা অর্থ:

(পরম করুনাময় মহান আল্লাহর নামে শুরু করছি)
১। নিশ্চয়ই আমি এটা (কোরআন) লাইলাতুল কদর (শবে কদর) রাতে নাযিল করেছি।
২। তুমি কি জানো লাইলাতুল কদর (শবে কদর) কি?
৩। লাইলাতুল কদর (শবে কদর) ১ হাজার মাস অপেক্ষাও শ্রেষ্ঠ।
৪। সে রাতে ফেরেশতাগণ ও রূহ প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয়।
৫। সে রাত (আদ্যোপান্ত) শান্তি ফজরের আবির্ভাব পর্যন্ত অব্যাহত থাকে। (সূরা কদর, আয়াত: ১-৫)
সূরা-কদর-বাংলা-উচ্চারণ
সূরা-কদর-বাংলা-উচ্চারণ।

সূরা কদর শানে নুযুল - সূরা কদর বাংলা উচ্চারণ

ইবনে আবি হাতেম এর রেওয়ায়েতে আছে, রাসূলুল্লাহ সঃ একবার বনী ইসরাইলের জনৈক মুজাহিদ সম্পর্কে আলোচনা করছিলেন। সে এক হাজার মাস পর্যন্ত অবিরাম জিহাদে মশগুল ছিল এবং কখনো অস্ত্র সংবরণ করেনি। মুসলমানগণ এ কথা শুনে বিস্মিত হয়ে আফসোস করলে এ সূরা আল কদর অবতীর্ণ হয়। এতে উম্মতের জন্য শুধু এক রাত্রীর ইবাদতেই সে মুজাহিদের এক হাজার মাসের ইবাদত অপেক্ষা শ্রেষ্ঠ প্রতিপন্ন করা হয়েছে। মহান আল্লাহ তায়ালা সূরা আল কদর নাযিল করে উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।
আরো পড়ুন:

সর্বশেষ কথা - সূরা কদর বাংলা উচ্চারণ

মক্কায় অবতীর্ণ সূরা কদর মহাগ্রন্থ আল কোরআনের ৯৭ তম সূরা। এর আয়াত সংখ্যা ৫ এবং রুকু সংখ্যা ১। এই সূরাই লাইলাতুল কদর (শবে কদর) রাতের কথা উল্লেখ করা হয়েছে যে রাতে পবিত্র কোরআন শরীফ পূর্ণরূপে নাযিল হয়েছে। লাইলাতুল কদর (কদর শবে) রাতের ইবাদতের মর্যাদা এক হাজার মাসের ইবাদত অপেক্ষা উত্তম, যা একমাত্র মহানবী সাঃ এর উম্মতের জন্য বরাদ্দ রেখেছেন। এই লাইলাতুল কদর (শবে কদর) রাত রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতে বিদ্যমান। আশা করি সূরা কদর বাংলা উচ্চারণ ও অর্থসহ লেখাটি পড়ে আপনি উপকৃত হয়েছেন। সূরা কদর বাংলা উচ্চারণ লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url