তারাবির নামাজের চার রাকাত পরপর দোয়া গুলো জেনে নিন
তারাবির নামাজের চার রাকাত পরপর দোয়া গুলো জেনে নিন। রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হল তারাবি নামাজ। এই তারাবি নামাজ একজন মুসল্লির দেহ মনে প্রশান্তি এনে দেয়, গুনাহ মাপের সুযোগ করে দেয়। রমজানের চাঁদ দেখা গেলে রোজার আগের রাতে এশার নামাজের চার রাকাত ফরজ নামাজ, দুই রাকাত সুন্নত নামাজ ও বিতরের নামাজের পূর্বে তারাবির নামাজ আদায় করা রমজানের সুন্নত।
![]() |
তারাবির-নামাজের-চার-রাকাত-পরপর-দোয়া। ছবি-এআই |
রমজান মাসে এশার নামাজের পর ৮ রাকাত বা ১০ রাকাত অথবা ২০ রাকাত সুন্নতে মুয়াক্কাদা নামাজ প্রতি দুই রাকাত করে আদায় করা হয়, এই নামাজকে তারাবির নামাজ বলে। প্রতি চার রাকাত পরপর বিরতি নেওয়ার মাধ্যমে তারাবির নামাজ সুসম্পন্ন করতে হয়। তাই একে তারাবি বা প্রশান্তির নামাজ বলা হয়। অনেকেই তারাবির নামাজের চার রাকাত পর পর দোয়া পড়ে থাকেন।
তারাবির নামাজের চার রাকাত পরপর দোয়া
সাধারণত তারাবি নামাজে চার রাকাত নামাজের পর বিশ্রাম নেওয়া হয়। আমাদের দেশে এই সময় একটি দোয়ার প্রচলন রয়েছে। প্রায় সকল মসজিদের অধিকাংশ ধর্ম প্রাণ মুসল্লি ও নারীরা এই দোয়াটি অধিক গুরুত্বের সঙ্গে পড়ে থাকেন। দোয়াটির সঙ্গে নামাজ শুদ্ধ হওয়া বা না হওয়ার কোন সম্পর্ক নেই। পড়লে সওয়াব আছে, আর না পড়লে কোন অসুবিধা নেই। দোয়াটি নিচে উল্লেখ করা হলো:
আরবি উচ্চারণ -তারাবির নামাজের চার রাকাত পরপর দোয়া
( ِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ )
سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنا وَرَبُّ المْلائِكَةِ وَالرُّوْحِ
বাংলা উচ্চারণ - তারাবির নামাজের চার রাকাত পরপর দোয়া
(বিসমিল্লাহির রাহমানির রাহিম)
"সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিব্রিয়ায়ী ওয়াল ঝাবারুতি। সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদ; সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়িকাতি ওয়ার রূহ।"
বাংলা অর্থ - তারাবির নামাজের চার রাকাত পরপর দোয়া
(পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি)
আমি তাঁরই পবিত্রতা ঘোষণা করছি যিনি এই সকল সাম্রাজ্য ও ফেরেশতাকুলের মালিক। তিনি পবিত্রময় সম্মান, মহত্ত্ব ও প্রতিপত্তিশালী সত্ত্বা। ক্ষমতাবান, গৌরবময় ও প্রতাপশালী। তিনি পবিত্রময় ও রাজাধিরাজ, যিনি চিরঞ্জীব, কখনো ঘুমান না এবং চির মৃত্যুহীন সত্ত্বা। তিনি পবিত্রময় ও বরকতময়। আমাদের প্রতিপালক, ফেরেশতাকুল এবং জিব্রাইল আঃ এর প্রতিপালক।
![]() |
তারাবির-নামাজ-সুন্নত-নাকি-নফল। ছবি-এআই |
যদি কেউ তারাবির নামাজের চার রাকাত পরপর দোয়াটি মুখস্ত না জানেন তাহলে দেখে দেখেও পড়তে পারেন। এছাড়াও তারাবি এর সময় যেকোনো ধরনের দোয়া দরুদ তাসবীহ তাহলিল এবং ইস্তেগফার করা যাবে।
তারাবির নামাজ সুন্নত নাকি নফল
তারাবির নামাজ সুন্নত নাকি নফল - এই প্রশ্ন অনেকেই করে থাকেন। তাহলে চলুন আমরা তারাবির নামাজ সুন্নত নাকি নফল হাদিসের আলোকে জেনে নিই। পবিত্র রমজানের চাঁদ দেখা গেলে রোজার আগের রাতে এশার নামাজের পর আট রাকাত দশ রাকাত অথবা ২০ রাকাত 'সুন্নতে মুয়াক্কাদা' নামাজ আদায় করা হয়। এই নামাজকেই তারাবির নামাজ বলা হয়। আরবি শব্দ 'তারাবি' শব্দের আভিধানিক অর্থ হলো - বিশ্রাম, প্রশান্তি, স্বস্তি, শান্তি। প্রতি চার রাকাত পর পর একটু বিশ্রাম নিতে হয়।
তারাবির নামাজ সুন্নত নাকি নফল - এর আলোকে একটি হাদিস পাওয়া গেছে। রাসুলুল্লাহ সাঃ বলেছেন,
'নিশ্চয়ই আল্লাহ তায়ালা রোজাকে তোমাদের উপর ফরজ করেছেন এবং আমি তোমাদের জন্য তারাবি নামাজকে সুন্নত করেছি। যে ব্যক্তি রমজানে ঈমান এবং সওয়াবের আশায় রোজা রাখবে ও তারাবি নামাজ পড়বে, সে তার সব গুনাহ থেকে এমন ভাবে মুক্ত হবে, যেভাবে একটি শিশু নিষ্পাপ অবস্থায় জন্মায়। সুনানে নাসায়ি, পৃষ্ঠা - ২৩৯
সুতরাং তারাবির নামাজ সুন্নত নাকি নফল - এর উত্তর হল সুন্নত।
![]() |
তারাবির-নামাজের-চার-রাকাত-পরপর-দোয়াগুলো। ছবি-এআই |
তারাবি সম্পর্কে অন্য এক হাদীসে বর্ণনা করা হয়েছে, নবী করীম সাঃ বলেছেন,
'যে ব্যক্তি ঈমানের সঙ্গে এবং সওয়াবের আশা নিয়ে রমজানে তারাবি নামাজ পড়বে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে।' সহীহ বুখারী, হাদিস নং ৩৬
তারাবির নামাজের মোনাজাত আরবি
আমাদের দেশে তারাবির নামাজের মোনাজাত হিসেবে একটি মোনাজাতের ব্যাপক প্রচলন রয়েছে। সাধারণত ২০ রাকাত তারাবি নামাজ শেষ করে এই দোয়াটি করা হয়। দোয়াটি নিচে উল্লেখ করা হলো।
তারাবির নামাজের মোনাজাত আরবি উচ্চারণ
(بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ)
اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ- بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ
يَا رَحِيْمُ يَاجَبَّارُ يَاخَالِقُ يَابَارُّ اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ
বাংলা উচ্চারণ
(বিসমিল্লাহির রাহমানির রাহিম)
"আল্লাহুম্মা ইন্না নাস আলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনাননার। ইয়া খালিক্বাল জান্নাতি ওয়ান নার। বিরাহমাতিকা ইয়া আজিজু, ইয়া গাফফার, ইয়া কারিমু ইয়া সাত্তা।র ইয়া রাহিমু ইয়াদ জাব্বার, ইয়া খালিকু ইয়া বার্রু। আল্লাহুম্মা আজিরনা মিনান্নার ইয়া মজিরু, ইয়া মজিরু ইয়া মুজির। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।"
আমাদের সমাজে অনেকে মনে করেন তারাবির নামাজ সঠিক নিয়মে আদায়ের জন্য নামাজ শেষে এই মোনাজাতটি পড়া আবশ্যক। কিন্তু এমন ধারণা বা বিশ্বাস মোটেও সঠিক নয়। পবিত্র রমজান মাস মুসলিম বিশ্বের জন্য এক মহা অনুগ্রহের মাস। অন্য মাসের তুলনায় এ মাসের মর্যাদা অনেক গুণ বেশি। আর রমজান মাসের গুরুত্বপূর্ণ ইবাদত হল তারাবির নামাজ আদায় করা।
আরো পড়ুন
সর্বশেষ কথা - তারাবির নামাজের চার রাকাত পরপর দোয়া
রমজান মাসে এশার ফরজ নামাজ, সুন্নত নামাজের পর কিন্তু বিতর নামাজের পূর্বে তারাবির নামাজ পড়তে হয়। তারাবি নামাজ দুই রাকাত করে পড়া হয় প্রত্যেক দুই রাকাতের পর সালাম ফেরানো হয় এভাবে চার রাকাত পড়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া হয় এ সময় বিভিন্ন তাসবিহ-তাহলিল সহ তারাবির নামাজের চার রাকাত পর পর দোয়া পড়তে হয়। আশা করি আপনারা তারাবির নামাজের চার রাকাত পরপর দোয়া শিরোনামের লেখাটি পড়ে উপকৃত হয়েছেন। লেখাটি বন্ধুদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url