তারাবির নামাজের দোয়া ও মোনাজাত আরবিতে শিখুন
তারাবির নামাজের দোয়া ও মোনাজাত আরবিতে শিখুন।আসসালামু আলাইকুম। তারাবির নামাজের দোয়া ও মোনাজাত আরবিতে জানতে চান? ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হল নামাজ। আর তারাবি নামাজ হলো রমজান মাসের একটি অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। ধর্মপ্রাণ মুসলমানগন এই নামাজে দীর্ঘ সময় ধরে কুরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য অর্জন করে থাকেন।
![]() |
তারাবির-নামাজের-দোয়া-ও-মোনাজাত-আরবিতে। ছবি - এআই |
পবিত্র রমজান মাসে তারাবির নামাজ বিশেষ গুরুত্ব বহন করে এটি একটি সুন্নতে মুয়াক্কাদা (অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত) এবং রাতের বেলা কিয়ামুল লাইলের (রাতের ইবাদত) অংশ। তারাবির নামাজের দোয়া ও মোনাজাত অনেকেরই কাছে অজানা। আজকে আমরা তারাবির নামাজের দোয়া ও মোনাজাত আরবিতে ও বাংলায় উচ্চারণ সহ জেনে নেব এবং এর গুরুত্ব ও ফজিলত সম্পর্কে অবগত হবো।
তারাবির নামাজের দোয়া ও মোনাজাত আরবিতে
পবিত্র রমজান মাস মুসলমান বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। ইবাদতের মাধ্যমে মহান আল্লাহতালার নিকট্য লাভের মাস। ধর্মপ্রাণ মুসলমানগন এই মাসকে ইবাদতের জন্য অনেক গুরুত্ব দিয়ে থাকেন। এই মাসে দিনের বেলা রোজা এবং রাতে তারাবির নামাজ আদায় করে থাকেন। মূলত পবিত্র রমজান মাসে এশার নামাজের চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নতের পর এবং বিতর নামাজের পূর্বে সুবহে সাদিকের আগ পর্যন্ত তারাবির এই নামাজ পড়তে হয়। চলুন আমরা তারাবির নামাজের দোয়া ও মোনাজাত আরবিতে জেনে নিই।
তারাবির নামাজের দোয়া আরবিতে
তারাবির নামাজ সাধারণত ৮ রাকাত ও ২০ রাকাত আদায় করা হয়। এই নামাজে চার রাকাত পর পর বিরতির সময় দোয়া পাঠ করতে হয়। তাই আপনি যদি তারাবির নামাজের দোয়া না জেনে থাকেন তাহলে নিম্ন বর্ণিত তারাবির নামাজের দোয়া আরবিতে সহজেই মুখস্ত করে নিতে পারেন। নিচে তারাবির নামাজের দোয়া আরবিতে উল্লেখ করার পাশাপাশি বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ তুলে ধরা হলো-
আরবি উচ্চারণ:
( ِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ)
سبحان ذي الملك والملاكوت سبحان العزت والعظمت الهيبة والقدرة و الكبرياء والجبروت سبحان الملك القدوس الحي الذي لا ينام ولا يموت سبوح قدوس ربنا ورب الملائكه والروح
বাংলা উচ্চারণ:
(বিসমিল্লাহির রাহমানির রাহিম)
"সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জত ওয়াল আজমাতি ওয়াল হাই বাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল কুদ্দুসিল
হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু ছুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রুহ"।
বাংলা অর্থ:
(পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি)
"আমি তাঁরই পবিত্রতা ঘোষণা করছি যিনি এই সকল সাম্রাজ্য ও ফেরেশতাকুলের মালিক। তিনি পবিত্রময় সম্মান, মহত্ত্ব ও প্রতিপত্তিশালী সত্ত্বা। ক্ষমতাবান, গৌরবময় ও প্রতাপশালী।
তিনি পবিত্রময় ও রাজাধিরাজ, যিনি চিরঞ্জীব, কখনো ঘুমান না এবং চির মৃত্যুহীন সত্ত্বা। তিনি পবিত্রময় ও বরকতময়। আমাদের প্রতিপালক, ফেরেশতাকুল এবং জিব্রাইল আঃ এর প্রতিপালক"।
এখানে মনে রাখা উচিত, যদিও এই দোয়াটি তারাবির নামাজের চার রাকাত পর পর বিরতির সময় অনেক মসজিদে প্রচলিত আছে। তবে এটি পাঠ করা কোন ফরজ বা আবশ্যিক বিষয় নয়। এই দোয়াটি পাঠ না করলেও কোন সমস্যা নেই, তবে কেউ পাঠ করলে অধিক সওয়াবের অধিকারী হবে বলে ধারণা করা হয়। এই দোয়াটি মূলত মহান আল্লাহ তায়ালার মহিমা ও গুণাবলীর প্রশংসা সূচক দোয়া।
ক্ষমা প্রার্থনার দোয়া
রমজান মাসে তারাবির নামাজের পর মহান আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের একটি অংশ। এই মাসে মহান আল্লাহ তায়ালা তাঁর প্রতিটি বান্দাকে ক্ষমা করে থাকেন।
আরবি উচ্চারণ:
(سْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ)
اَسْتَغْفِرُ اللهَ الْعَظِيْمَ الَّذِيْ لَا إِلٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ وَأَتُوْبُ إِلَيْهِ
বাংলা উচ্চারণ:
"আস্তাগফিরুল্লাহ হাল আজিম, আল্লাজি লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া'তুবু ইলাহি"।
বাংলা অর্থ:
(পরম করুনাময় মহান আল্লাহর নামে শুরু করছি)
'আমি ক্ষমা প্রার্থনা করছি মহান আল্লাহর কাছে, যিনি ছাড়া কোন ইলাহ নেই, তিনি চিরঞ্জীব ও সবকিছুর ধারক। আর আমি তাঁর দিকেই তওবা করছি'।
'আমি ক্ষমা প্রার্থনা করছি মহান আল্লাহর কাছে, যিনি ছাড়া কোন ইলাহ নেই, তিনি চিরঞ্জীব ও সবকিছুর ধারক। আর আমি তাঁর দিকেই তওবা করছি'।

তারাবির-নামাজের-দোয়া-ও-মোনাজাত-আরবিতে।ছবি- এআই
রমজান মাস দোয়া কবুলের মাস। এ মাসে মহান আল্লাহ তায়ালা বান্দার সকল গুনাহ মাফ করে দেন। তাই এই মাসে তারাবির নামাজের পর মহান আল্লাহর নিকট দোয়া করার বিশেষ ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাঃ একটি দোয়া শিখিয়ে দিয়েছেন এবং বেশি বেশি পাঠ করার তাগিদ দিয়েছেন, যা রমজান মাসে ব্যাপকভাবে পাঠ করা হয়। বিশেষ এই দোয়াটি নিচে উল্লেখ করা হলো-
আরবি উচ্চারণ:
اللَّهُمَّ اجْعَلْنَا مِنَ الصَّالِحِينَ، وَاجْعَلْنَا مِنَ الْمُتَّقِينَ، وَاجْعَلْنَا مِنْ أَهْلِ الْجَنَّةِ، وَنَجِّنَا مِنَ النَّارِ
বাংলা উচ্চারণ:
'আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি।'
বাংলা অর্থ:
'হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন। অতএব আমাকে ক্ষমা করে দিন।'
তারাবির নামাজের মোনাজাত আরবিতে
তারাবির নামাজে সম্মানিত ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করেন এবং মুসল্লিগণ তা মনোযোগ সহকারে শোনেন। তারাবি নামাজের শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়, যা মহান আল্লাহর কাছে ক্ষমা ও রহমত এবং জাহান্নাম হতে মুক্তির প্রার্থনা করা হয়। তাহলে তারাবির নামাজের দোয়া ও মোনাজাত আরবিতে শিরোনামে এখন আমরা তারাবির নামাজের মোনাজাত আরবিতে জেনে নিই।
আরবি উচ্চারণ:
( ِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ)
اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النارياخالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار
اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين
বাংলা উচ্চারণ:
(পরম করুনাময় মহান আল্লাহর নামে শুরু করছি)
"হে আল্লাহ! নিশ্চয়ই আমরা তোমার নিকট জান্নাত চাই এবং জাহান্নাম হতে মুক্তি চাই। হে জান্নাত-জাহান্নাম সৃজনকারী, তোমারই অনুগ্রহ দ্বারা হে সর্বজয়ী, হে ক্ষমতাশীল, হে মহান দয়ালু, হে বৃহৎ দোষ আচ্ছাদনকারী, হে কৃপাময়, হে মহান শক্তিধর, হে মহান সৃষ্টিকর্তা, হে উপকারী, হে আল্লাহ! আমাদেরকে দোজখ হতে রক্ষা করুন। হে রক্ষাকারী! হে রক্ষাকারী!! হে রক্ষাকারী!!! হে সর্বশ্রেষ্ঠ দয়ালু, দাতা! তোমার অনুগ্রহে আমাদেরকে রক্ষা করো।"
তারাবির নামাজের দোয়া ও মোনাজাত আরবিতে পড়ার নিয়ম
- তারাবির নামাজ শেষে সম্মানিত ইমাম সাহেব 'দোয়া কুনুত' তেলাওয়াত করবেন এবং মুসল্লীগণ 'আমীন, আমীন' বলবেন।
- দোয়া কুনুত পাঠ করার সময় মুসল্লিগণ হাত উঠিয়ে দোয়া করা সুন্নত।
- দোয়া শেষ করার পর মোনাজাত করা যেতে পারে।
- তারাবির নামাজের দোয়া ও মোনাজাতের সময় মনোযোগ সহকারে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত।
তারাবির নামাজের দোয়া ও মোনাজাত আরবিতে পড়ার ফজিলত
তারাবির নামাজ এর দোয়া ও মোনাজাত করার ফজিলত হলো নিম্নরূপ:
- গুনাহ মাফ
- আল্লাহর রহমত লাভ
- আত্মিক প্রশান্তি
- জান্নাতের সুসংবাদ।
গুনাহ মাফ:
তারাবি নামাজের দোয়া ও মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহ তা'আলা তাঁর বান্দার সকল গুনাহ মাফ করে দেন। এই প্রসঙ্গে এক হাদিসে রাসূলুল্লাহ সাঃ বলেছেন, 'যে ব্যক্তি ঈমানের সঙ্গে এবং সওয়াবের আশা নিয়ে রমজানে তারাবি নামাজ আদায় করবে, তার আগের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে'। (সহিহ বুখারী, হাদিস নং ৩৬)
অন্য এক হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাঃ আরো বলেছেন, 'নিশ্চয়ই আল্লাহ তা'আলা রোজাকে তোমাদের উপর ফরজ করেছেন এবং আমি তোমাদের জন্য তারাবি নামাজকে সুন্নত করেছি। যে ব্যক্তি রমজানে ঈমান এবং সওয়াবের আশায় রোজা রাখে ও তারাবির নামাজ পড়বে, সে তার সব গুনাহ থেকে এমন ভাবে মুক্ত হবে যেভাবে একটি শিশু নিষ্পাপ অবস্থায় জন্মায়'। (সুনানে নাসায়ি, পৃষ্ঠা নং ২৩৯)
আল্লাহর রহমত লাভ:
মহান আল্লাহ তায়ালা রমজান মাসের রোজাগুলোকে তিন ভাগে ভাগ করেছেন। প্রথম দশকে তিনি রহমত নাযিল করার ঘোষণা দিয়েছেন। তাই ধর্মপ্রাণ মুসলমানগন সারাদিন রোজা রেখে রাতে তারাবির নামাজ আদায় করার পর দোয়া ও মোনাজাত করলে আল্লাহর রহমত নাযিল হয়।
আত্মিক প্রশান্তি:
তারাবির নামাজে দীর্ঘক্ষণ আল কুরআন থেকে সূরা ও আয়াত তেলাওয়াত করা হয়। এ সময় ধর্মপ্রাণ মুসলমানগণ ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে এসব সুমধুর কোরআন পাঠ শ্রবণ করে থাকেন। ফলে মুসলমানদের মধ্যে ভাতৃত্ববোধ গড়ে ওঠে এবং তারা আত্মিক প্রশান্তি লাভ করে থাকেন। তারাবির নামাজ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর নিকট্য লাভে আত্মিক প্রশান্তি পাওয়া যায়।
জান্নাতের সুসংবাদ:
তারাবির নামাজের পর দোয়া ও মোনাজাতের মাধ্যমে বান্দা জান্নাতের সুসংবাদ পেয়ে থাকেন। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাঃ বলেছেন, 'যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতে নামাজ পড়ে, তার আগের গুনাহর মাফ করে দেওয়া হবে'। (সহিহ বুখারী, সহিহ মুসলিম)
আরো পড়ুন:
সর্বশেষ কথা - তারাবির নামাজের দোয়া ও মোনাজাত আরবিতে
তারাবির নামাজ মুসলমানদের জন্য রমজান মাসের একটি বিশেষ ইবাদত। এই নামাজের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ এবং নিজের পাপ মুক্তি কামনা করা হয়। তারাবির নামাজের দোয়া ও মোনাজাত বাংলায় শিখে তা পড়া আমাদের জন্য সহজ এবং প্রার্থনা কে আরো অর্থবহ করে তুলতে পারে। মহান আল্লাহ এই রমজান মাসে বেশি বেশি তারাবির নামাজের দোয়া এবং মোনাজাত করার তৌফিক দান করুন - আমীন। লেখাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url